কলকাতা, 26 অগস্ট : ক্রীড়াসূচি পরিবর্তন করে দুই বড় ক্লাবের অপেক্ষায় আইএফএ । 31 অগস্ট এসসি ইস্টবেঙ্গলের খেলা দেওয়া হয়েছে। প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। এটিকে মোহনবাগানের খেলা দেওয়া হয়েছে 29 অগস্ট । দুই প্রধানের জন্য কলকাতা লিগের সূচিতে সমঝোতা করার কথা আইএফএর তরফে বলা হলেও দুই প্রধানের চলতি কলকাতা লিগে অংশগ্রহণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । যদি তেমনটা ঘটে, তবে ময়দানের ইতিহাসে এই প্রথমবার কলকাতা লিগ হবে ইস্ট ও মোহনকে ছাড়াই ৷
নবান্নে আইএসএলে অংশগ্রহণের ব্যাপারে ত্রিপাক্ষিক বৈঠকে ঐক্যমতে পৌঁছানোর পরে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটি জরুরি আলোচনায় বসেছিল। সেখানে লগ্নিকারীর সঙ্গে সব রকমের সাহায্য করার বিষয়ে একমত হয়েছেন কর্তারা। দলগঠনের ব্যাপারে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারেও ক্লাব কর্তারা আশা করছেন। তবে কলকাতা লিগ নয়, আইএসএলের দলগঠনের পরিকল্পনা করছেন লগ্নিকারীরা । এদিকে এটিকে মোহনবাগান এএফসি কাপের নক আউটে ছাড়পত্র পাওয়ার পরেই উৎসবের মেজাজে। কোচ আন্তেনিও লোপেজ হাবাস ফুটবলারদের পারফরম্যান্সে খুশি। অল্প দিনের প্রস্তুতি সত্ত্বেও দুটো ম্যাচে পিছিয়ে পড়ে জয় এসেছে। দুটি ক্ষেত্রেই ফুটবলারদের মানসিকতা তাঁকে খুশি করেছে। মালদ্বীপ থেকেই ফুটবলারদের ছুটি দিয়েছেন হাবাস। ফলে তাঁরা দেশে ফিরে গিয়ে ফের ক্লাবের অনুশীলনে যোগ দেবেন। মাঝের সময়ে হাবাস পরের পর্বের খেলার পরিকল্পনা সাজাবেন। পাশাপাশি আইএসএলের জন্য দলের খামতিগুলো সারিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে সময়সীমা বেঁধে দিল আইএফএ
সব মিলিয়ে মোহনবাগান কোচের ভাবনাতেও কলকাতা লিগ নেই। এই অবস্থায় দুই বড় দলের অনুপস্থিতিতে বাকিরা কিভাবে খেতাবের দৌড় জমিয়ে দেয় সেটাই এখন দেখার।