ETV Bharat / sports

Mega Sunday : ক্রীড়াপ্রেমীদের সোনালি রবিবার - Copa America 2021

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাঙালির হৃদয়ের ম্যাচ ৷ দু'ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ম্যাচ । পাড়ায়-পাড়ায়, রাস্তার ওলিতে-গলিতে নীল-সাদা বা হলুদ-সবুজ রঙে রঙিন হওয়ার দিন ৷ ইতিমধ্যে পাড়ায়-পাড়ায় ব্রাজিল- আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছে ৷ চায়ের দোকানে, পাড়ার রকে একটাই আলোচনা, রবিবাসরীয় ভোরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ৷

ক্রীড়াপ্রেমীদের সোনালি রবিবার
ক্রীড়াপ্রেমীদের সোনালি রবিবার
author img

By

Published : Jul 10, 2021, 4:48 PM IST

কলকাতা, 10 জুলাই : স্বপ্নের রবিবার ৷ 11 জুলাই 2021, রবিবার বাঙালি ক্রীড়াপ্রেমীদের কাছে স্বপ্নের রবিবার হতে চলেছে ৷ কেন? সকালে ফুটবলপ্রেমী বাঙালির দ্বি-বিভক্ত হওয়ার সময় ৷ কোপার ফাইনালে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ সন্ধ্যায় উইম্বলডনের পুরুষদের ফাইনালে জকোভিচ ও বেরেত্তিনির দ্বৈরথ ৷ রাতে ইউরোর মেগা যুদ্ধে ইতালি-ইংল্যান্ড ৷ শেষ কবে এক দিনে এত মেগা ম্যাচ দেখেছে বাঙালি তথা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা, তা মনে করা মুশকিল ৷

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাঙালির হৃদয়ের ম্যাচ ৷ দু'ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ম্যাচ । পাড়ায়-পাড়ায়, রাস্তার ওলিতে-গলিতে নীল-সাদা বা হলুদ-সবুজ রঙে রঙিন হওয়ার দিন ৷ ইতিমধ্যে পাড়ায়-পাড়ায় ব্রাজিল- আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছে ৷ চায়ের দোকানে, পাড়ার রকে একটাই আলোচনা, রবিবাসরীয় ভোরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ৷ মেসি বনাম নেইমারের দ্বৈরথ ৷ ফুটবলের এই চিরন্তন লড়াইয়ে কে এগিয়ে ? বাঙালির কাছে এই ম্যাচের তাৎপর্য কোথায়? লাতিন আমেরিকার দুটি দেশ এত মাইল দূরে কলকাতার আপন হয়ে উঠল কীভাবে?

প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1958-র বিশ্বকাপে ৷ পেলের পায়ের জাদু দেখে মোহিত হয় বাঙালি ৷ পেলে-গ্যারিঞ্চাদের মধ্যেই নিজেদের ফুটবল সত্ত্বা খুঁজে নেয় খুদে খেলোয়াড়রা ৷ বাঙালি আপন করে নেয় ব্রাজিলকে ৷ 1986-র বিশ্বকাপে আরও এক বিস্ময় প্রতিভাকে দেখে বিশ্ব ফুটবল ৷ আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে বাঁ পায়ের ম্যাজিকে 5 ফিট 5 ইঞ্চির দিয়াগো মারাদোনা মোহাচ্ছন্ন করে ফেলেছিলেন গোটা বিশ্বকে ৷ বাদ যায়নি বাঙালি ৷ একার হাতেই দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন মারাদোনা ৷ বাঙালিও খুঁজে পায় তার নতুন আইকনকে ৷ ব্রাজিলের ভালবাসায় ভাগ বসায় আর্জেন্টিনা ৷ একমুখী ব্রাজিল ফুটবল প্রেমী বাঙালি দ্বি-বিভক্ত হয়ে যায় ৷

কোপা আমেরিকা 2021
কোপা আমেরিকা 2021

রবিবার ভোরে কোপার মেগা ফাইনালে মুখোমুখি বর্তমান ফুটবলের দুই সুপারস্টার মেসি ও নেইমার । তাই ফুটবল পাগল বাঙালি ভোর ভোর ঘুম থেকে উঠে খেলা দেখার জন্য মুখিয়ে ৷ অন্যদিকে সন্ধ্যায় উইম্বলডনের পুরুষদের মেগা ফাইনাল ৷ খেতাবি লড়াইয়ে নামবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ ৷ প্রতিপক্ষ, সবাইকে চমকে দিয়ে ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠা বেরেত্তিনি ৷

উইম্বলডন 2021
উইম্বলডন 2021

করোনা প্যানডেমিকের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর লন্ডনে ফিরেছে উইম্বলডন ৷ বিশ্বের সবথেকে প্রাচীন এই টুর্নামেন্টে দেখা গিয়েছে একের পর এক চমক ৷ প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থকে ছিটকে যান সিসিপাস ৷ রজার ফেডেরার আবার চতুর্থ রাউন্ডে হেরে যান এক অনামী খেলোয়াড়ের কাছে ৷ জকোভিচ অবশ্য ফাইনালে উঠেছেন ৷ তবে ফাইনালে যে অঘটন হবে না, তার নিশ্চয়তা নেই ৷

ইউরো কাপ 2020
ইউরো কাপ 2020

আরও পড়ুন : কোপা আমেরিকায় ফাইনালে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

রবিবার মধ্যরাতে ইউরোর খেতাবি লড়াইয়ে নামবে ইতালি ও ইংল্যান্ড ৷ সেমিফাইনালে স্পেনকে পেনাল্টি শুট আউটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আজুরিরা ৷ অন্যদিকে ডেনমার্কের স্বপ্নের দৌড় থামিয়ে 1966 সালের পর ফের কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে হ্যারি কেনের ইংল্যান্ড ৷ তবে ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনাল বিতর্কে মোড়া ৷ ইউরো 2020-র প্রায় প্রতিটি ম্যাচেই উত্তেজনার কারেন্ট দৌড়েছে ফুটবল প্রেমীদের মধ্যে ৷ লং বল থেকে ছোট পাশ, আত্মঘাতী গোল থেকে অসাধারণ ফ্রি-কিক মোহিত করেছে বাঙালিকেও ৷ তাই সকালে যতই ব্রাজিল-আর্জেন্টিনা নামুক না কেন, রাত জেগে ইউরোর মেগা লড়াই দেখার জন্য মরিয়া বাঙালি ফুটবলপ্রেমীরা ৷

কলকাতা, 10 জুলাই : স্বপ্নের রবিবার ৷ 11 জুলাই 2021, রবিবার বাঙালি ক্রীড়াপ্রেমীদের কাছে স্বপ্নের রবিবার হতে চলেছে ৷ কেন? সকালে ফুটবলপ্রেমী বাঙালির দ্বি-বিভক্ত হওয়ার সময় ৷ কোপার ফাইনালে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ সন্ধ্যায় উইম্বলডনের পুরুষদের ফাইনালে জকোভিচ ও বেরেত্তিনির দ্বৈরথ ৷ রাতে ইউরোর মেগা যুদ্ধে ইতালি-ইংল্যান্ড ৷ শেষ কবে এক দিনে এত মেগা ম্যাচ দেখেছে বাঙালি তথা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা, তা মনে করা মুশকিল ৷

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাঙালির হৃদয়ের ম্যাচ ৷ দু'ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ম্যাচ । পাড়ায়-পাড়ায়, রাস্তার ওলিতে-গলিতে নীল-সাদা বা হলুদ-সবুজ রঙে রঙিন হওয়ার দিন ৷ ইতিমধ্যে পাড়ায়-পাড়ায় ব্রাজিল- আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছে ৷ চায়ের দোকানে, পাড়ার রকে একটাই আলোচনা, রবিবাসরীয় ভোরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ৷ মেসি বনাম নেইমারের দ্বৈরথ ৷ ফুটবলের এই চিরন্তন লড়াইয়ে কে এগিয়ে ? বাঙালির কাছে এই ম্যাচের তাৎপর্য কোথায়? লাতিন আমেরিকার দুটি দেশ এত মাইল দূরে কলকাতার আপন হয়ে উঠল কীভাবে?

প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1958-র বিশ্বকাপে ৷ পেলের পায়ের জাদু দেখে মোহিত হয় বাঙালি ৷ পেলে-গ্যারিঞ্চাদের মধ্যেই নিজেদের ফুটবল সত্ত্বা খুঁজে নেয় খুদে খেলোয়াড়রা ৷ বাঙালি আপন করে নেয় ব্রাজিলকে ৷ 1986-র বিশ্বকাপে আরও এক বিস্ময় প্রতিভাকে দেখে বিশ্ব ফুটবল ৷ আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে বাঁ পায়ের ম্যাজিকে 5 ফিট 5 ইঞ্চির দিয়াগো মারাদোনা মোহাচ্ছন্ন করে ফেলেছিলেন গোটা বিশ্বকে ৷ বাদ যায়নি বাঙালি ৷ একার হাতেই দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন মারাদোনা ৷ বাঙালিও খুঁজে পায় তার নতুন আইকনকে ৷ ব্রাজিলের ভালবাসায় ভাগ বসায় আর্জেন্টিনা ৷ একমুখী ব্রাজিল ফুটবল প্রেমী বাঙালি দ্বি-বিভক্ত হয়ে যায় ৷

কোপা আমেরিকা 2021
কোপা আমেরিকা 2021

রবিবার ভোরে কোপার মেগা ফাইনালে মুখোমুখি বর্তমান ফুটবলের দুই সুপারস্টার মেসি ও নেইমার । তাই ফুটবল পাগল বাঙালি ভোর ভোর ঘুম থেকে উঠে খেলা দেখার জন্য মুখিয়ে ৷ অন্যদিকে সন্ধ্যায় উইম্বলডনের পুরুষদের মেগা ফাইনাল ৷ খেতাবি লড়াইয়ে নামবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ ৷ প্রতিপক্ষ, সবাইকে চমকে দিয়ে ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠা বেরেত্তিনি ৷

উইম্বলডন 2021
উইম্বলডন 2021

করোনা প্যানডেমিকের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর লন্ডনে ফিরেছে উইম্বলডন ৷ বিশ্বের সবথেকে প্রাচীন এই টুর্নামেন্টে দেখা গিয়েছে একের পর এক চমক ৷ প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থকে ছিটকে যান সিসিপাস ৷ রজার ফেডেরার আবার চতুর্থ রাউন্ডে হেরে যান এক অনামী খেলোয়াড়ের কাছে ৷ জকোভিচ অবশ্য ফাইনালে উঠেছেন ৷ তবে ফাইনালে যে অঘটন হবে না, তার নিশ্চয়তা নেই ৷

ইউরো কাপ 2020
ইউরো কাপ 2020

আরও পড়ুন : কোপা আমেরিকায় ফাইনালে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

রবিবার মধ্যরাতে ইউরোর খেতাবি লড়াইয়ে নামবে ইতালি ও ইংল্যান্ড ৷ সেমিফাইনালে স্পেনকে পেনাল্টি শুট আউটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আজুরিরা ৷ অন্যদিকে ডেনমার্কের স্বপ্নের দৌড় থামিয়ে 1966 সালের পর ফের কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে হ্যারি কেনের ইংল্যান্ড ৷ তবে ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনাল বিতর্কে মোড়া ৷ ইউরো 2020-র প্রায় প্রতিটি ম্যাচেই উত্তেজনার কারেন্ট দৌড়েছে ফুটবল প্রেমীদের মধ্যে ৷ লং বল থেকে ছোট পাশ, আত্মঘাতী গোল থেকে অসাধারণ ফ্রি-কিক মোহিত করেছে বাঙালিকেও ৷ তাই সকালে যতই ব্রাজিল-আর্জেন্টিনা নামুক না কেন, রাত জেগে ইউরোর মেগা লড়াই দেখার জন্য মরিয়া বাঙালি ফুটবলপ্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.