কলকাতা, 20 মার্চ : আজ ছিল কৃশানু দে'র মৃত্যু দিন । একই দিনে নিভে গেল ময়দানের প্রদীপ । একমাসের বেশি সময় ধরে হাসপাতালে ভরতি থাকার পর আজ দুপুর 2 টো বেজে 8 মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় ৷ শোকের ছায়া নেমে এল বাংলার ক্রীড়াজগতে ৷
-
Heartfelt condolences on the passing of the great Indian footballer PK Banerjee!
— Sachin Tendulkar (@sachin_rt) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Have fond memories of meeting him on a few occasions and the positivity he spread.
May his soul Rest In Peace!🙏🏼 pic.twitter.com/NqXO2A91wc
">Heartfelt condolences on the passing of the great Indian footballer PK Banerjee!
— Sachin Tendulkar (@sachin_rt) March 20, 2020
Have fond memories of meeting him on a few occasions and the positivity he spread.
May his soul Rest In Peace!🙏🏼 pic.twitter.com/NqXO2A91wcHeartfelt condolences on the passing of the great Indian footballer PK Banerjee!
— Sachin Tendulkar (@sachin_rt) March 20, 2020
Have fond memories of meeting him on a few occasions and the positivity he spread.
May his soul Rest In Peace!🙏🏼 pic.twitter.com/NqXO2A91wc
গত 7 ফেব্রুয়ারি থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় ওরফে পিকে ব্যানার্জি ৷ তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ভেন্টিলেশনেই ছিলেন তিনি ৷ তাঁর চিকিৎসক জানিয়েছেন ভরতি হওয়ার পর কোনওদিনই ভেন্টিলেশনের বাইরে আসার পরিস্থিতি তৈরি হয়নি ৷ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম ফুটবলার ৷ তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হল ভারতীয় ফুটবলের মহাকাব্যের ৷
-
Lost a very dear person today .. someone who I loved and respected enormously.. someone who had so much influence in my career when I was a 18 year old boy .. his positivity was infectious .. may his soul rest in peace .. lost two vry dear persons ths week https://t.co/unRE125C9w
— Sourav Ganguly (@SGanguly99) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lost a very dear person today .. someone who I loved and respected enormously.. someone who had so much influence in my career when I was a 18 year old boy .. his positivity was infectious .. may his soul rest in peace .. lost two vry dear persons ths week https://t.co/unRE125C9w
— Sourav Ganguly (@SGanguly99) March 20, 2020Lost a very dear person today .. someone who I loved and respected enormously.. someone who had so much influence in my career when I was a 18 year old boy .. his positivity was infectious .. may his soul rest in peace .. lost two vry dear persons ths week https://t.co/unRE125C9w
— Sourav Ganguly (@SGanguly99) March 20, 2020
অসাধারণ ফুটবলার, কৌশলী কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর সমসাময়িকদের কাছে ছিলেন প্রকৃত অর্থেই নায়ক ৷ তাঁর অধীনে খেলা ফুটবলারদের কাছে পিকে ছিলেন মহাগুরু ৷ শুক্রবার তাঁর শারীরিক অবস্থা অতিসংকটজনক, খবর ছড়িয়ে পড়তেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভিড় করতে শুরু করেছিলেন মন্ত্রী, ফুটবলার সহ সমাজের বহু বিশিষ্টজন ৷
-
A legend and one of our greatest football player has left us today.
— Praful Patel (@praful_patel) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rest in Peace PK Banerjee, Indian football will miss you.
My sincere condolences to members of his family and all his fans.@IndianFootball @IndiaSports #PKBanerjee #football #India pic.twitter.com/lcLoD9Uz5X
">A legend and one of our greatest football player has left us today.
— Praful Patel (@praful_patel) March 20, 2020
Rest in Peace PK Banerjee, Indian football will miss you.
My sincere condolences to members of his family and all his fans.@IndianFootball @IndiaSports #PKBanerjee #football #India pic.twitter.com/lcLoD9Uz5XA legend and one of our greatest football player has left us today.
— Praful Patel (@praful_patel) March 20, 2020
Rest in Peace PK Banerjee, Indian football will miss you.
My sincere condolences to members of his family and all his fans.@IndianFootball @IndiaSports #PKBanerjee #football #India pic.twitter.com/lcLoD9Uz5X
দাদা চলে যাওয়ার খবর পেতেই সাংসদ ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায় দাদার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন৷ দমকল মন্ত্রী সুজিত বসুর গলাতেও স্বজন হারানোর বেদনা ৷ মহানাগরিক ববি হাকিমের কাছেও ভারতীয় ফুটবলের কোহিনুর হারানোর যন্ত্রণা ৷ লক্ষ্মীরতন শুক্লার কাছে প্রদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন জীবন্ত কিংবদন্তি ৷ বাংলার রণজি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে বিখ্যাত ভোকাল টনিকের গল্প ৷ প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, সুকুমার সমাজপতি, বিদেশ বসু, শ্যামল বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের কাছে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দ্বিতীয় বার পিতৃ হারানোর সমান৷ প্রত্যকেই একমত ফুটবলারদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার অসাধারণ কৌশল প্রদীপ দা জানতেন ৷ সোমেন মিত্র, সূর্যকান্ত মিশ্ররাও গভীর শোকপ্রকাশ করেছেন ময়দানের কিংবদন্তির প্রয়াণে ৷
-
Had the good fortune of meeting football legend PK Banerjee in Kolkata during the Maidaan schedule in November. Sad to hear about his demise. RIP, the man with the golden kick #PKBanerjee. pic.twitter.com/ckqszWD9Og
— Ajay Devgn (@ajaydevgn) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had the good fortune of meeting football legend PK Banerjee in Kolkata during the Maidaan schedule in November. Sad to hear about his demise. RIP, the man with the golden kick #PKBanerjee. pic.twitter.com/ckqszWD9Og
— Ajay Devgn (@ajaydevgn) March 20, 2020Had the good fortune of meeting football legend PK Banerjee in Kolkata during the Maidaan schedule in November. Sad to hear about his demise. RIP, the man with the golden kick #PKBanerjee. pic.twitter.com/ckqszWD9Og
— Ajay Devgn (@ajaydevgn) March 20, 2020
কোরোনা আতঙ্ক প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে ময়দানে ফিরতে দিল না ৷ বিদায়বেলায় তাই পিকে বন্দ্যোপাধ্যায় স্পর্শ করতে পারলেন না কলকাতার তিন প্রধান ক্লাবের মাটি ৷ চিরকালীন বাগ্মী, আমুদে, আড্ডাবাজ মানুষটি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ বন্ধু ৷ মহানায়ক উত্তমকুমারের সঙ্গেও ছিল তাঁর বিশেষ সখ্যতা ৷ ঘরোয়া আড্ডায় সচিন কর্তার গান শোনাতেন দরাজ গলায় ৷ রবীন্দ্র সংগীত ছিল তাঁর বিশেষ প্রিয় ৷ পরিবারের সদস্যদের বলেছিলেন তাঁর শেষকৃত্য যেন নিমতলা শ্মশানে করা হয় ৷ কারণ সেখানে তাঁর প্রিয় রবি ঠাকুর শুয়ে আছেন ৷
বিকাল 5টা শববাহী শকটে চেপে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ পৌঁছায় তাঁর বিধাননগরের বাড়িতে ৷ শেষবারের মতো তিনি বাড়িতে প্রবেশ করলেন ৷ কিন্তু শোনা যায়নি পরিচিত গমগমে স্বর বরং অচেনা প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে বাড়িটাও যেন স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ এরপর 7টার সময় তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে ৷ শ্মশানে হাজির ছিলেন শহরের বহু ক্রীড়া ব্যক্তিত্ব ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, মহিলা ফুটবলার কুন্তলা ঘোষদস্তিদার প্রমুখরা ৷
নিমতলা ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় ও গ্যান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় পদ্মশ্রী পিকে'কে ৷ সেখানেই হাজির ছিলেন কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিনিধিরা ৷ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ ৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ারা টুইট করে শোকবার্তা পাঠান ৷ AIFF সভাপতি প্রফুল্ল প্যাটেলও টুইটে শোক প্রকাশ করেন ৷ শোকপ্রকাশ করেন বলিউড অভিনেতা অজয় দেবগণ ৷ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ রাজ্যপালের কথায় প্রদীপের মৃত্যু এক মহীরূহের পতন ৷