ETV Bharat / sports

নতুন মরসুমের EPL শুরু হবে 12 সেপ্টেম্বর থেকে - The new season EPL

নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল 8 অগাস্ট ৷ কিন্তু 2019-20 সালের প্রিমিয়ার লিগের খেলা কোরোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকে ৷ তাই নতুন মরসুম শুরু হতে চলেছে সেপ্টেম্বরে ৷

EPL
EPL
author img

By

Published : Jul 26, 2020, 2:19 AM IST

লন্ডন, 25 জুলাই : 2020-21 সালের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে চলতি বছরের 12 সেম্পেম্বর ৷ এবং ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে 2021 সালের 23 মে ৷ শুক্রবার একথা জানিয়ে দিল প্রিমিয়ার লিগ কতৃপক্ষ ৷

যদিও নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল 8 অগাস্ট ৷ কিন্তু 2019-20 সালের প্রিমিয়ার লিগের খেলা কোরোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকে ৷ তাই নতুন মরসুম শুরু হতে চলেছে সেপ্টেম্বরে ৷

চলতি মরসুম শেষ হতে চলেছে আগামী রবিবার ৷ তারপর নতুন মরসুমে নামার আগে প্রস্তুতির জন্য দলগুলি 7 সপ্তাহ সময় পাবে ৷ যদিও এই সময়ে চ্যাম্পিয়ন লিগ ও ইউরোপা লিগে অংশ নেবে দলগুলি ৷ এই দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে যথাক্রমে 23 অগাস্ট ও 21 অগাস্ট ৷

আরও পড়ুন :- ছেলেদের সঙ্গে খেলতেন ফুটবল, সেই হিমা আজ 'ধিং এক্সপ্রেস'

আন্তর্জাতিক বিরতির পর নতুন মরসুম শুরু হবে বলে ঘোষণা করেছিল UEFA ৷ তাই 3-8 সেপ্টেম্বরের মধ্যে নেশন লিগের খেলা হবে বলে জানিয়েছে উয়েফা ৷ অন্যদিকে ইউরো শুরু হওয়ার কথা 2021 সালের 11 জুন থেকে ৷

প্রিমিয়ার লিগের তরফে আরও জানানো হয়, তারা ঘরোয়া প্রতিযোগিতার সময়সূচী সম্পর্কে ফুটবল অ্যাসোসিয়েশন (FA) এবং ইংলিশ ফুটবল লিগের (EFL) সঙ্গে পরামর্শ করবে ৷ EFL শুক্রবার ঘোষণা করে যে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ, তৃতীয় স্তরের লীগ ওয়ান এবং চতুর্থ স্তরের লিগ টু মরসুমও 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে৷ এবং 2021-এর মে মাসের 8-9 তারিখ সমাপ্ত হবে ।

লন্ডন, 25 জুলাই : 2020-21 সালের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে চলতি বছরের 12 সেম্পেম্বর ৷ এবং ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে 2021 সালের 23 মে ৷ শুক্রবার একথা জানিয়ে দিল প্রিমিয়ার লিগ কতৃপক্ষ ৷

যদিও নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল 8 অগাস্ট ৷ কিন্তু 2019-20 সালের প্রিমিয়ার লিগের খেলা কোরোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকে ৷ তাই নতুন মরসুম শুরু হতে চলেছে সেপ্টেম্বরে ৷

চলতি মরসুম শেষ হতে চলেছে আগামী রবিবার ৷ তারপর নতুন মরসুমে নামার আগে প্রস্তুতির জন্য দলগুলি 7 সপ্তাহ সময় পাবে ৷ যদিও এই সময়ে চ্যাম্পিয়ন লিগ ও ইউরোপা লিগে অংশ নেবে দলগুলি ৷ এই দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে যথাক্রমে 23 অগাস্ট ও 21 অগাস্ট ৷

আরও পড়ুন :- ছেলেদের সঙ্গে খেলতেন ফুটবল, সেই হিমা আজ 'ধিং এক্সপ্রেস'

আন্তর্জাতিক বিরতির পর নতুন মরসুম শুরু হবে বলে ঘোষণা করেছিল UEFA ৷ তাই 3-8 সেপ্টেম্বরের মধ্যে নেশন লিগের খেলা হবে বলে জানিয়েছে উয়েফা ৷ অন্যদিকে ইউরো শুরু হওয়ার কথা 2021 সালের 11 জুন থেকে ৷

প্রিমিয়ার লিগের তরফে আরও জানানো হয়, তারা ঘরোয়া প্রতিযোগিতার সময়সূচী সম্পর্কে ফুটবল অ্যাসোসিয়েশন (FA) এবং ইংলিশ ফুটবল লিগের (EFL) সঙ্গে পরামর্শ করবে ৷ EFL শুক্রবার ঘোষণা করে যে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ, তৃতীয় স্তরের লীগ ওয়ান এবং চতুর্থ স্তরের লিগ টু মরসুমও 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে৷ এবং 2021-এর মে মাসের 8-9 তারিখ সমাপ্ত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.