ETV Bharat / sports

ময়দানের ফুটবল বাঁচাতে লিগ শুরুর পক্ষে সব ক্লাব

একটা বছর করোনা সংক্রমণের কারনে খেলা হয়নি । এই বছরও মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত, তৃতীয় ঢেউ উঁকি মারছে । ফলে লিগের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা রয়েছে । ইতিমধ্যে ফুটবলার, কোচ,রেফারিরা ফুটবল ছেড়ে অন্য পেশায় পা বাড়াতে শুরু করেছেন । ফুটবল প্রতিভার গণদিগভ্রষ্টতা রুখতে ক্লাবগুলো লিগ শুরু করার পক্ষে । তবে বর্তমান প্রেক্ষাপটে তারা দল তৈরি করার মত জায়গায় নেই ।

Maidan
Maidan
author img

By

Published : Jun 27, 2021, 9:26 PM IST

কলকাতা 27 জুন : অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা লিগ শুরু করার পরিকল্পনা আইএফএর । পয়লা জুলাই অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় । লিগ শুরু করা নিয়ে ক্লাবগুলোর মনোভাব জানার পরের দিন 2 জুলাই সাবকমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে । আইএফএর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো । 2019 সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস । খিদিরপুর ক্লাব এবং পাঠচক্র প্রিমিয়ার ডিভিশনে উঠে এসেছিল । বড় তিন ক্লাবের বাইরে অর্ধশতাব্দী পরে কোনও ছোট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস ।

একটা বছর করোনা সংক্রমণের কারণে খেলা হয়নি । এই বছরও মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত, তৃতীয় ঢেউ উঁকি মারছে । ফলে লিগের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা রয়েছে । ইতিমধ্যে ফুটবলার, কোচ, রেফারিরা ফুটবল ছেড়ে অন্য পেশায় পা বাড়াতে শুরু করেছেন । ফুটবল প্রতিভার গণদিগভ্রষ্টতা রুখতে ক্লাবগুলো লিগ শুরু করার পক্ষে । তবে বর্তমান প্রেক্ষাপটে তারা দল তৈরি করার মত জায়গায় নেই ।

পয়লা জুলাই আইএফএর বৈঠকে ক্লাব প্রতিনিধিরা অংশ নেবেন । শেষ কলকাতা লিগের চ্যাম্পিয়ন পিয়ারলেস ক্লাবের ফুটবল কর্তা অশোক দাশগুপ্ত বলছেন ," আমরা পরিকল্পনা ছকে রেখেছি । চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে খেলব না বলতে পারি না । আইএফএর বৈঠকে যাব । এবং তাদের পরিকল্পনা বুঝতে চাইব । তারপরেই আমরা সিদ্ধান্ত নেব । ফুটবলার এবং কোচেদের সঙ্গে যোগাযোগ রয়েছে । জহর দাসের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম । বিদেশি ফুটবলার নেওয়ার বিষয়ে আইএফএর ভাবনা চিন্তা জানতে হবে । বিদেশিদের মধ্যে কাদের পাওয়া যাবে সেটাও দেখার বিষয় । একটা কথা বলতে চাই, আমরা ময়দানে বল গড়ানোর পক্ষে ।"

ঘরোয়া ফুটবল শুরুর পক্ষে ভবানীপুর ক্লাব । আইএফএর পয়লা জুলাইয়ের বৈঠকের পরেই তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে । ফুটবলাররা ইতিমধ্যে যোগাযোগ রাখছেন । দেড়মাস সময় হাতে থাকলে গুছিয়ে নিতে অসুবিধা হবে না বলে মনে করছেন ভবানীপুর ক্লাবের কর্তারা । এরিয়ান ক্লাবের কোচ রাজদীপ নন্দী বলছেন, "ফুটবল বাঁচিয়ে রাখার জন্যই লিগ শুরু হওয়া জরুরি । একবছর খেলা হয়নি । এই বছর না হলে ফুটবলের সঙ্গে জড়িত থাকা মানুষেরা অন্য পেশা বেছে নিতে বাধ্য হবেন । ইতিমধ্যে অনেকেই সেই পথ ধরেছেন । ফুটবল প্রতিভার পথ পরিবর্তন আদতে খেলার বিরাট ধাক্কা । আইএফএর বৈঠকে ক্লাবের প্রতিনিধিরা যাবেন । আমাদের একটাই অনুরোধ যদি সম্ভব হয়, আইএফএ যেন সাহায্য করে ।"

আরও পড়ুন : Archery World Cup : দলগত ইভেন্টে জোড়া সোনা দীপিকাদের

চলতি মরসুমে ইতিমধ্যে শক্তিশালী দল গড়ছে মোহনবাগান । কলকাতা লিগ খেতাব জিততে তারা মরিয়া । পাশাপাশি সর্বভারতীয় খেতাবে চোখ তাদের । তবে পূর্ণ শক্তির মোহনবাগানকে কলকাতা লিগে হয়তো দেখা যাবে না । কারণ আইএসএলের আগে এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস পূর্ণ শক্তির দল কলকাতা লিগে নামাবেন না । হয়তো অনুর্ধ 19 দলকে নামাতে পারে সবুজ-মেরুন শিবির । ইস্টবেঙ্গলের ফুটবল ভবিষ্যৎ এখন লগ্নিকারীর সঙ্গে চুক্তি জটে । তাই পূর্ণ শক্তির দুই প্রধানকে খেলতে না দেখা গেলেও অংশগ্রহণকারী বাকি দলগুলো তাদের মত করে দল গড়ে কলকাতা লিগে নামার পক্ষে ।

কলকাতা 27 জুন : অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা লিগ শুরু করার পরিকল্পনা আইএফএর । পয়লা জুলাই অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় । লিগ শুরু করা নিয়ে ক্লাবগুলোর মনোভাব জানার পরের দিন 2 জুলাই সাবকমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে । আইএফএর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো । 2019 সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস । খিদিরপুর ক্লাব এবং পাঠচক্র প্রিমিয়ার ডিভিশনে উঠে এসেছিল । বড় তিন ক্লাবের বাইরে অর্ধশতাব্দী পরে কোনও ছোট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস ।

একটা বছর করোনা সংক্রমণের কারণে খেলা হয়নি । এই বছরও মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত, তৃতীয় ঢেউ উঁকি মারছে । ফলে লিগের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা রয়েছে । ইতিমধ্যে ফুটবলার, কোচ, রেফারিরা ফুটবল ছেড়ে অন্য পেশায় পা বাড়াতে শুরু করেছেন । ফুটবল প্রতিভার গণদিগভ্রষ্টতা রুখতে ক্লাবগুলো লিগ শুরু করার পক্ষে । তবে বর্তমান প্রেক্ষাপটে তারা দল তৈরি করার মত জায়গায় নেই ।

পয়লা জুলাই আইএফএর বৈঠকে ক্লাব প্রতিনিধিরা অংশ নেবেন । শেষ কলকাতা লিগের চ্যাম্পিয়ন পিয়ারলেস ক্লাবের ফুটবল কর্তা অশোক দাশগুপ্ত বলছেন ," আমরা পরিকল্পনা ছকে রেখেছি । চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে খেলব না বলতে পারি না । আইএফএর বৈঠকে যাব । এবং তাদের পরিকল্পনা বুঝতে চাইব । তারপরেই আমরা সিদ্ধান্ত নেব । ফুটবলার এবং কোচেদের সঙ্গে যোগাযোগ রয়েছে । জহর দাসের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম । বিদেশি ফুটবলার নেওয়ার বিষয়ে আইএফএর ভাবনা চিন্তা জানতে হবে । বিদেশিদের মধ্যে কাদের পাওয়া যাবে সেটাও দেখার বিষয় । একটা কথা বলতে চাই, আমরা ময়দানে বল গড়ানোর পক্ষে ।"

ঘরোয়া ফুটবল শুরুর পক্ষে ভবানীপুর ক্লাব । আইএফএর পয়লা জুলাইয়ের বৈঠকের পরেই তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে । ফুটবলাররা ইতিমধ্যে যোগাযোগ রাখছেন । দেড়মাস সময় হাতে থাকলে গুছিয়ে নিতে অসুবিধা হবে না বলে মনে করছেন ভবানীপুর ক্লাবের কর্তারা । এরিয়ান ক্লাবের কোচ রাজদীপ নন্দী বলছেন, "ফুটবল বাঁচিয়ে রাখার জন্যই লিগ শুরু হওয়া জরুরি । একবছর খেলা হয়নি । এই বছর না হলে ফুটবলের সঙ্গে জড়িত থাকা মানুষেরা অন্য পেশা বেছে নিতে বাধ্য হবেন । ইতিমধ্যে অনেকেই সেই পথ ধরেছেন । ফুটবল প্রতিভার পথ পরিবর্তন আদতে খেলার বিরাট ধাক্কা । আইএফএর বৈঠকে ক্লাবের প্রতিনিধিরা যাবেন । আমাদের একটাই অনুরোধ যদি সম্ভব হয়, আইএফএ যেন সাহায্য করে ।"

আরও পড়ুন : Archery World Cup : দলগত ইভেন্টে জোড়া সোনা দীপিকাদের

চলতি মরসুমে ইতিমধ্যে শক্তিশালী দল গড়ছে মোহনবাগান । কলকাতা লিগ খেতাব জিততে তারা মরিয়া । পাশাপাশি সর্বভারতীয় খেতাবে চোখ তাদের । তবে পূর্ণ শক্তির মোহনবাগানকে কলকাতা লিগে হয়তো দেখা যাবে না । কারণ আইএসএলের আগে এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস পূর্ণ শক্তির দল কলকাতা লিগে নামাবেন না । হয়তো অনুর্ধ 19 দলকে নামাতে পারে সবুজ-মেরুন শিবির । ইস্টবেঙ্গলের ফুটবল ভবিষ্যৎ এখন লগ্নিকারীর সঙ্গে চুক্তি জটে । তাই পূর্ণ শক্তির দুই প্রধানকে খেলতে না দেখা গেলেও অংশগ্রহণকারী বাকি দলগুলো তাদের মত করে দল গড়ে কলকাতা লিগে নামার পক্ষে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.