ETV Bharat / sports

ছোট্ট ভুলে পয়েন্ট নষ্ট, মানছেন আলেয়ান্দ্রো

ছোটো ভুলের খেসারত দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে । ঘরের মাঠে পুরো পয়েন্ট না পাওয়া কার্যত হারের সমান । তবুও দল ভালোই খেলেছে, বললেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ।

Alejandro Menendez Garcia
আলেয়ান্দ্রো
author img

By

Published : Dec 5, 2019, 2:32 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর : ছোটো ভুলে পয়েন্ট ফেলে আসতে হয়েছে । তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এভাবেই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের ময়নাতদন্তে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । পিছিয়ে পড়ে সমতায় ফেরা । ম্যাচের বল দখলের সিংহভাগ নিজেদের পায়ে রেখেও পুরো পয়েন্ট এল না । আই লিগ জেতার স্বপ্ন দেখা দলের কাছে ঘরের মাঠে পুরো পয়েন্ট না পাওয়া কার্যত হারের সমান ।

লাল হলুদ জনতার সব রাস্তা মিশেছিল কল্যাণী স্টেডিয়ামে । সপ্তাহের মাঝে কাজের দিনেও ইস্টবেঙ্গল সমর্থকরা প্রিয় দলের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিল কল্যাণী স্টেডিয়ামে । টিফোতে ক্লাবের একশো বছরের সেরা সাফল্যের স্মৃতি । 90 মিনিট ধরে দলকে উৎসাহ বর্ধক গানে ছিল একটাই আকুতি, ফিরিয়ে আন আই লিগ । লাল হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল চোখের তৃপ্তি দিলেও সুযোগ নষ্ট চিন্তার ভাজ বাড়াল ।


আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া অবশ্য অভয়ই দিচ্ছেন । তাঁর কথায়, "আমি দলের খেলখয় সন্তুষ্ট । একটা বড় ম্যাচ খেলতে নেমেছিলাম আমরা । বলের দখল রেখে অনেক সুযোগ তৈরি করেছি । প্রতিপক্ষ একটা সুযোগ থেকে গোল করেছে । আমরা ভেঙে না পড়ে ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা মত খেলে গিয়েছি । আমরা ড্র করেছি । কিন্তু একটা দল যাদের রক্ষণ যথেষ্ট শক্তিশালী তাদের বিরুদ্ধে আমরা জিততেও পারতাম । আমরা জেতার ব্যাপারে যোগ্য দল ছিলাম ।"


প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল লাল হলুদ ব্রিগেড । বিরতির পরে নতুন ভাবে আরও আগ্রাসী মেজাজে খেলতে থাকে তারা । বিরতিতে সাজঘরে পিছিয়ে থাকা নিয়ে চিন্তার বদলে নিজেদের লক্ষ্যে স্থির থাকার কথা ছেলেদের বলেছিলেন কোচ । তবে প্রতিপক্ষের স্ট্রাইকার ক্রিজোর প্রশংসা করলেও আলেয়ান্দ্রো মানছেন ছোটো ভুলের খেসারত দিতে হয়েছে । আরও কড়া ভাবে নজরে রাখা উচিত ছিল । ম্যাচের সেরা জুয়ান মেরা গঞ্জালেস বলেছেন, ম্যাচটি কঠিন ছিল । তবে ওরা ভালো খেলেছে । জিততে পারলে আরও ভালো লাগত ।

আজ পঞ্জাবের বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে ইস্টবেঙ্গল । ম্যাচ শনিবার ।

কলকাতা, 5 ডিসেম্বর : ছোটো ভুলে পয়েন্ট ফেলে আসতে হয়েছে । তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এভাবেই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের ময়নাতদন্তে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । পিছিয়ে পড়ে সমতায় ফেরা । ম্যাচের বল দখলের সিংহভাগ নিজেদের পায়ে রেখেও পুরো পয়েন্ট এল না । আই লিগ জেতার স্বপ্ন দেখা দলের কাছে ঘরের মাঠে পুরো পয়েন্ট না পাওয়া কার্যত হারের সমান ।

লাল হলুদ জনতার সব রাস্তা মিশেছিল কল্যাণী স্টেডিয়ামে । সপ্তাহের মাঝে কাজের দিনেও ইস্টবেঙ্গল সমর্থকরা প্রিয় দলের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিল কল্যাণী স্টেডিয়ামে । টিফোতে ক্লাবের একশো বছরের সেরা সাফল্যের স্মৃতি । 90 মিনিট ধরে দলকে উৎসাহ বর্ধক গানে ছিল একটাই আকুতি, ফিরিয়ে আন আই লিগ । লাল হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল চোখের তৃপ্তি দিলেও সুযোগ নষ্ট চিন্তার ভাজ বাড়াল ।


আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া অবশ্য অভয়ই দিচ্ছেন । তাঁর কথায়, "আমি দলের খেলখয় সন্তুষ্ট । একটা বড় ম্যাচ খেলতে নেমেছিলাম আমরা । বলের দখল রেখে অনেক সুযোগ তৈরি করেছি । প্রতিপক্ষ একটা সুযোগ থেকে গোল করেছে । আমরা ভেঙে না পড়ে ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা মত খেলে গিয়েছি । আমরা ড্র করেছি । কিন্তু একটা দল যাদের রক্ষণ যথেষ্ট শক্তিশালী তাদের বিরুদ্ধে আমরা জিততেও পারতাম । আমরা জেতার ব্যাপারে যোগ্য দল ছিলাম ।"


প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল লাল হলুদ ব্রিগেড । বিরতির পরে নতুন ভাবে আরও আগ্রাসী মেজাজে খেলতে থাকে তারা । বিরতিতে সাজঘরে পিছিয়ে থাকা নিয়ে চিন্তার বদলে নিজেদের লক্ষ্যে স্থির থাকার কথা ছেলেদের বলেছিলেন কোচ । তবে প্রতিপক্ষের স্ট্রাইকার ক্রিজোর প্রশংসা করলেও আলেয়ান্দ্রো মানছেন ছোটো ভুলের খেসারত দিতে হয়েছে । আরও কড়া ভাবে নজরে রাখা উচিত ছিল । ম্যাচের সেরা জুয়ান মেরা গঞ্জালেস বলেছেন, ম্যাচটি কঠিন ছিল । তবে ওরা ভালো খেলেছে । জিততে পারলে আরও ভালো লাগত ।

আজ পঞ্জাবের বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে ইস্টবেঙ্গল । ম্যাচ শনিবার ।

Intro:ছোট্ট ভুলে পয়েন্ট ফেলে আসতে হয়েছে।তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি।ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এভাবেই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের ময়নাতদন্তে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। পিছিয়ে পড়ে সমতায় ফেরা।ম্যাচের বল দখলের সিংহভাগ নিজেদের পায়ে রেখেও পুরো পয়েন্ট এল না। আই লিগ জেতার স্বপ্ন দেখা দলের কাছে ঘরের মাঠে পুরো পয়েন্ট না পাওয়া কার্যত হারের সামিল।


Body:লাল হলুদ জনতার সব রাস্তা মিশেছিল কল্যানী স্টেডিয়ামে।সপ্তাহের মাঝে ভরা কাজের দিনে ইস্টবেঙ্গল সমর্থক রা প্রিয় দলের ম্যাচ দেখতে ভিড় জমিয়ে ছিলেন কল্যানী স্টেডিয়ামে।টিফোতে ক্লাবের একশো বছরের সেরা সাফল্যের স্মৃতি।নব্বই মিনিট ধরে দলকে উৎসাহ বর্ধক গানে ছিল একটাই আকুতি, ফিরিয়ে আন আই লিগ। লখল হলুদ ফুটবলারদের পাসিং ফুটবল চোখের তৃপ্তি দিলেও সুযোগ নষ্ট চিন্তার ভাজ বাড়ালো।
আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া অবশ্য বরাভয় দিচ্ছেন।"আমি দলের খেলখয় সন্তুষ্ট।একটা বড় ম্যাচ খেলতে নেমেছিলাম আমরা। বলের দখল রেখে অনেক সুযোগ তৈরী করেছি। প্রতিপক্ষ একটা সুযোগ থেকে গোল করেছে। আমরা ভেঙে না পড়ে ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা মত খেলে গিয়েছি।আমরা ড্র করেছি।কিন্তু একটা দল যাদের রক্ষণ যথেষ্ট শক্তিশালী তাদের বিরুদ্ধে আমরা জিততেও পারতাম।আমরা জেতার ব্যাপারে যোগ্য দল ছিলাম,"বলেছেন লাল হলুদ কোচ।
প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল লাল হলুদ ব্রিগেড।বিরতির পরে নতুন ভাবে আরও আগ্রাসী মেজাজে খেলতে থাকে তারা। বিরতিতে সাজঘরে পিছিয়ে থাকা নিয়ে চিন্তার বদলে নিজেদের লক্ষ্যে স্থির থাকার কথা ছেলেদের বলেছিলেন কোচ।
তবে প্রতিপক্ষের স্ট্রাইকার ক্রিজোর প্রশংসা করলেও আলেয়ান্দ্রো মানছেন ছোট ভুলের খেসারত দিতে হয়েছে।আরও কড়া ভাবে নজরে রাখা উচিত ছিল।


Conclusion:ম্যাচের সেরা জুয়ান মেরা গঞ্জালেস বলেছেন ম্যাচটি কঠিন ছিল।তবে তারা ভালো খেলেছেন।জিততে পারলে আরও ভালো লাগত।বৃহস্পতিবার সকালে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে ইস্টবেঙ্গল।ম্যাচ শনিবার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.