কলকাতা, 2 জানুয়ারি : নির্বাচনের দামামা বেজে গিয়েছে মোহনবাগানে। জুয়ান ফেরান্দো কোচ হয়ে আসতে আইএসএলে সবুজ-মেরুনের পারফরম্যান্সে শ্রী ফিরেছে ৷ আর সুদূর কলকাতায় গোষ্ঠ পাল সরণিতে তখন বইছে নির্বাচনের হাওয়া। সাম্প্রতিক সময়ে সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন সৃঞ্জয় বসু। অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন সহ-সচিব প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। এমতাবস্থায় শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের নির্বাচন যে বহুলাংশে গুরুত্বপূর্ণ, সেকথা বলার অপেক্ষা রাখে না ৷
ইতিমধ্যেই জারি হয়েছে সদস্য পদ নবীকরণের বিজ্ঞপ্তি। নির্বাচন সংগঠিত করার জন্য কাজ করছে তিন সদস্যের কমিটি। এরইমধ্যে নির্বাচন ঘিরে মতবিরোধ শুরু হয়েছে কার্যকরী কমিটিতে। ক্লাবের ফুটবল সচিব স্বপন (বাবুন) বন্দোপাধ্যায় মুখ খুলতে শুরু করেছেন। তাঁর অভিযোগের, তির দেবাশিস দত্ত এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর দিকে। নিজেকে প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের অনুগামী হিসেবে তুলে ধরে স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, বর্তমান অবস্থায় নির্বাচন জরুরি। সেখানে তিনি অবশ্যই অংশগ্রহণ করবেন বলেও দাবি করেছেন তিনি। কার্যকরী কমিটির কাছে তাঁর অনুরোধ সত্ত্বেও সত্যজিৎ চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী সচিব পদে নির্বাচিত করা, এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর্স পদে সৃঞ্জয় বসুর ছোট ভাইকে পাঠানোর মতো বিষয়গুলো মেনে নিতে পারছেন না তিনি।
আরও পড়ুন : Srinjoy Bose resigns From ATK Mohun Bagan : নির্বাচনের দামামা বাজল, এটিকে মোহনবাগান থেকেও সরে গেলেন সৃঞ্জয়
স্বপন বন্দোপাধ্যায়ের মতে, ক্লাবে এমন অনেক কিছুই হয় যা সকলকে জানানো পর্যন্ত হয় না। নির্বাচনে তিনি সচিব পদে দাঁড়ানোর কথা ঠিক করেছেন বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনের বদলে যদি সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি বাছা হয়, সেক্ষেত্রে তাঁকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাও জানতে চান তিনি। তবে নির্বাচন হলে যে তিনি সদস্য-সমর্থকদের সমর্থন পাবেন, সেব্যাপারে নিশ্চিত স্বপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাই হওয়ায় ময়দানের রাজনীতিতে বাড়তি সুবিধা পেয়েছেন বলে মনে করেন না তিনি (Swapan Banerjee says he does not get any benefit as brother of Chief Minister Mamata Banerjee)। কারণ বহু লড়াইয়ের সৈনিক হিসেবে আজ এই জায়গায় তিনি, মুখ্যমন্ত্রী দিদির দাক্ষিণ্যে কোনও জায়গা পাননি। মত বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির ৷