কলকাতা, 9 জানুয়ারি : এফসি গোয়ার বিরুদ্ধে রেফারি লাল কার্ড দেখিয়েছিলেন ইস্টবেঙ্গল অধিনায়ককে। ম্যাচের বাকি আধ ঘণ্টা খেলেছিলেন ইস্টবেঙ্গলের দশজন খেলোয়াড় । রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল লাল হলুদ দল । সরব হয়েছিলেন কোচ রবি ফাওলার। আইএসএলের রিভিউ কমিটির রেফারি সিদ্ধান্ত খতিয়ে দেখে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন । ফলে শনিবার বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে খেলতে পারবেন ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স। ইস্টবেঙ্গলের তরফেও ড্যানি ফক্সের লাল কার্ড বাতিলের কথা জানানো হয়েছে। আরও শোনা যাচ্ছে সেদিনের রেফারিকে সাসপেন্ড করা হয়েছে।
বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে অধিনায়কের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ইস্টবেঙ্গলকে মানসিকভাবে উদ্বুদ্ধ করবে। আইএসএলে একাধিক ম্যাচে রেফারিং এর শিকার হয়েছে বলে লাল হলুদ শিবির থেকে অভিযোগ করা হয়েছিল। শুধু ইস্টবেঙ্গল নয় আইএসএলের একাধিক দল রেফারিং এর মান নিয়ে সমালোচনায় রাস্তায় হেঁটেছে। এমনকি বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
ফক্সের শাস্তি প্রত্যাহার সেই সমালোচনার ফল। এখন প্রশ্ন হল ফক্স যদি পুরো সময় মাঠে থাকতেন তাহলে হয়তো রক্ষণের অগোছালো ভাবটা থাকত না। ব্রাইটের দুরন্ত গোলের পরের মিনিটে গোল হজম করত না ইস্টবেঙ্গল। যা নিয়ে লাল হলুদের অন্দরেই ক্ষোভ রয়েছে। তবে আপাতত মিশন বেঙ্গালেরু এফসি ম্যাচ।যেখান থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে আসা পাখির চোখ।