ETV Bharat / sports

বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে দোহা রওনা ভারতের, দলে যোগ ছেত্রীর - ভারতীয় ফুটবল দল

করোনা মুক্ত হয়ে ভারতীয় ফুটবল দলে যোগ দিলেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ জুন মাসে শুরু হওয়া বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং 2023 সালের এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে দলের সঙ্গে আজ দোহায় উড়ে গেলেন সুনীল ৷

sunil-chhetri-returns-as-indian-football-team-leaves-for-doha-for-wc-qualifiers
বিশ্বকাপ কোয়ালিফায়ারে জাতীয় দলে ফিরলেন করোনা জয়ী সুনীল ছেত্রী
author img

By

Published : May 19, 2021, 10:16 PM IST

নয়াদিল্লি, 19 মে : করোনা থেকে সুস্থ হয়ে 28 জনের ভারতীয় ফুটবল দলে যোগ দিলেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ বুধবার সন্ধ্যায় ভারতীয় দল দোহার উদ্দেশে রওনা দিয়েছে ৷ সেখানে 2022 ফিফা বিশ্বকাপ এবং 2023 এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ভারত ৷ যেখানে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি আয়োজক দেশ কাতার ৷

3 জুন প্রথম ম্যাচের আগে ভারতীয় দল বায়ো-বাবলে অনুশীলন করবে ৷ সেই ক্যাম্পে দলের সঙ্গে থাকবেন অধিনায়ক সুনীল ৷ করোনা আক্রান্ত হওয়ার কারণে মার্চ মাসে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেননি ভারত অধিনায়ক ৷ তবে, আসন্ন সব ম্যাচে সুনীল ছেত্রীকে মাঠে দেখা যাবে বলেই ভারতীয় শিবির সূত্রে খবর ৷

আরও পড়ুন :শেষ ম্যাচে হেরেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

তবে, কাতারে প্রবেশের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি রয়েছে, সেই মতো ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের 48 ঘণ্টা আগে করোনার আরটি-পিসিরআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে ৷ তার জন্য গত 15 মে থেকে পুরো দল দিল্লিতে কোয়ারেন্টাইনে ছিল ৷ ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে কোচ ইগর স্টিম্যাক জানিয়েছেন, জুন মাসের কোয়ালিফায়ার ম্যাচের আগে বর্তমান পরিস্থিতি খুব একটা ভাল নয় ৷ তবে, এই পরিস্থিতিতেও ব্লু টাইগাররা মাঠে নিজেদের সেরাটা দেবে ৷

নয়াদিল্লি, 19 মে : করোনা থেকে সুস্থ হয়ে 28 জনের ভারতীয় ফুটবল দলে যোগ দিলেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ বুধবার সন্ধ্যায় ভারতীয় দল দোহার উদ্দেশে রওনা দিয়েছে ৷ সেখানে 2022 ফিফা বিশ্বকাপ এবং 2023 এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ভারত ৷ যেখানে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি আয়োজক দেশ কাতার ৷

3 জুন প্রথম ম্যাচের আগে ভারতীয় দল বায়ো-বাবলে অনুশীলন করবে ৷ সেই ক্যাম্পে দলের সঙ্গে থাকবেন অধিনায়ক সুনীল ৷ করোনা আক্রান্ত হওয়ার কারণে মার্চ মাসে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেননি ভারত অধিনায়ক ৷ তবে, আসন্ন সব ম্যাচে সুনীল ছেত্রীকে মাঠে দেখা যাবে বলেই ভারতীয় শিবির সূত্রে খবর ৷

আরও পড়ুন :শেষ ম্যাচে হেরেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

তবে, কাতারে প্রবেশের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি রয়েছে, সেই মতো ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের 48 ঘণ্টা আগে করোনার আরটি-পিসিরআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে ৷ তার জন্য গত 15 মে থেকে পুরো দল দিল্লিতে কোয়ারেন্টাইনে ছিল ৷ ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে কোচ ইগর স্টিম্যাক জানিয়েছেন, জুন মাসের কোয়ালিফায়ার ম্যাচের আগে বর্তমান পরিস্থিতি খুব একটা ভাল নয় ৷ তবে, এই পরিস্থিতিতেও ব্লু টাইগাররা মাঠে নিজেদের সেরাটা দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.