ETV Bharat / sports

আমফানে বিধ্বস্ত বাংলা, নিশ্চুপ সুনীল ছেত্রী - Sunil Chhetri did not tweet about the devastated situation in West Bengal by Cyclone Amphan

মোহনবাগান, ইস্টবেঙ্গল উভয় জার্সিতেই খেলে গিয়েছেন । এই দুই ক্লাবও আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত । তাঁর শ্বশুরবাড়ির পাড়ারও একই অবস্থা । অথচ ভারতীয় ফুটবলের আইকন কোথাও বাংলাকে নিয়ে তাঁর দুশ্চিন্তা ব্যক্ত করেছেন বলে খবর নেই ।

আমফানে বিধ্বস্ত বাংলা, নিশ্চুপ সুনীল ছেত্রী
আমফানে বিধ্বস্ত বাংলা, নিশ্চুপ সুনীল ছেত্রী
author img

By

Published : May 23, 2020, 7:21 PM IST

কলকাতা, 23 মে: অনলাইনে বিরাট কোহলির সঙ্গে আলাপচারিতায় আছেন, আইএম বিজয়নের সঙ্গে ফুটবল আড্ডায় রয়েছেন, শশী থারুরের সঙ্গেও নানা আলোচনায় আছেন । অথচ ঘুর্ণিঝড় আমফানে বিধ্বস্ত বাংলাকে নিয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করলেন না ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । এই বাংলা থেকেই সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠা পেয়েছিলেন সুনীল । তাই বাংলার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক । কলকাতার জামাইও তিনি । কিন্তু এই বিপর্যয়ের দিনে ভারতীয় ফুটবল আইকনের মৌনতায় মনে খটকা লাগতে বাধ্য ।

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতবিক্ষত গোটা বাংলা । প্রাণের শহর কলকাতার বিধ্বস্ত রূপ দেখে ব্যথিত শাহরুখ খান, বিরাট কোহলিদের মতো ব্যক্তিত্বরা । টুইট করে সমবেদনা জানানো ছাড়াও পাশে থাকার আশ্বাস দিয়েছেন কোহলি-কিং খান । এমনিতে কোহলির সঙ্গে কলকাতার সরাসরি কোনও যোগ নেই । তা সত্ত্বেও দেশের ক্রিকেট অধিনায়কের থেকে প্রতিক্রিয়া এসেছে অনেক আগেই । অথচ ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন । কিন্তু যে শহর থেকে তাঁর উত্থান, যেখানে এতদিন খেলে গেছেন, সেই শহরের বিপর্যয় দেখেও ছেত্রী কোনও টুইট করেননি । মোহনবাগান, ইস্টবেঙ্গল উভয় জার্সিতেই খেলে গিয়েছেন । এই দুই ক্লাবও আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত । তাঁর শ্বশুরবাড়ির পাড়ারও একই অবস্থা । অথচ ভারতীয় ফুটবলের আইকন কোথাও বাংলাকে নিয়ে তাঁর দুশ্চিন্তা ব্যক্ত করেছেন বলে খবর নেই । বাইচুং ভুটিয়াকে অনুসরণ করেন, তাঁকে আদর্শ মানেন সুনীল । এই ক্ষেত্রে বাইচুং আমফান নিয়ে তার উদ্বেগ প্রকাশ করলেও, সুনীল করেননি ।

অন্যদিকে আরও একটা ছবি দেখুন । কিবু ভিকুনা, মারিও রিবেরা, ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইতিয়ারা মাত্র একটা মরশুম কলকাতায় খেলেছেন । আদতে তাঁরা স্পেনের মানুষ । কিন্তু স্পেনে গিয়েও কলকাতার প্রতি তাদের ভালোবাসা কমেনি । কিবু ভিকুনা বলেছেন, "সবচেয়ে বড় দুর্যোগের মধ্যে পশ্চিমবঙ্গ । রাজ্যের ইতিহাসে যা বিরল । কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা ধ্বংস হয়ে গেছে । আশা করি দ্রুত স্বাভাবিকতা ফিরবে ।" শিকদার বাগানের মোহনবাগানের সমর্থকদের টাঙানো ফ্রান মোরান্তের ছবি লাগানো রাস্তার জলে ডুবে যাওয়া দেখে বিস্মিত তিনি । উদ্বেগ প্রকাশ করেছেন জোসেবা বেইতিয়া, ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরাও । কলকাতা শীঘ্রই তার নিজের ছন্দে আসবে, এমনটাই আশা করছেন রিবেরা । পেশাদার বিদেশি ফুটবলাররাও সহানুভূতিশীল । কিন্তু দেশের ফুটবল আইকন নন । অন্তত এখনও পর্যন্ত নন ।

কলকাতা, 23 মে: অনলাইনে বিরাট কোহলির সঙ্গে আলাপচারিতায় আছেন, আইএম বিজয়নের সঙ্গে ফুটবল আড্ডায় রয়েছেন, শশী থারুরের সঙ্গেও নানা আলোচনায় আছেন । অথচ ঘুর্ণিঝড় আমফানে বিধ্বস্ত বাংলাকে নিয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করলেন না ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । এই বাংলা থেকেই সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠা পেয়েছিলেন সুনীল । তাই বাংলার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক । কলকাতার জামাইও তিনি । কিন্তু এই বিপর্যয়ের দিনে ভারতীয় ফুটবল আইকনের মৌনতায় মনে খটকা লাগতে বাধ্য ।

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতবিক্ষত গোটা বাংলা । প্রাণের শহর কলকাতার বিধ্বস্ত রূপ দেখে ব্যথিত শাহরুখ খান, বিরাট কোহলিদের মতো ব্যক্তিত্বরা । টুইট করে সমবেদনা জানানো ছাড়াও পাশে থাকার আশ্বাস দিয়েছেন কোহলি-কিং খান । এমনিতে কোহলির সঙ্গে কলকাতার সরাসরি কোনও যোগ নেই । তা সত্ত্বেও দেশের ক্রিকেট অধিনায়কের থেকে প্রতিক্রিয়া এসেছে অনেক আগেই । অথচ ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন । কিন্তু যে শহর থেকে তাঁর উত্থান, যেখানে এতদিন খেলে গেছেন, সেই শহরের বিপর্যয় দেখেও ছেত্রী কোনও টুইট করেননি । মোহনবাগান, ইস্টবেঙ্গল উভয় জার্সিতেই খেলে গিয়েছেন । এই দুই ক্লাবও আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত । তাঁর শ্বশুরবাড়ির পাড়ারও একই অবস্থা । অথচ ভারতীয় ফুটবলের আইকন কোথাও বাংলাকে নিয়ে তাঁর দুশ্চিন্তা ব্যক্ত করেছেন বলে খবর নেই । বাইচুং ভুটিয়াকে অনুসরণ করেন, তাঁকে আদর্শ মানেন সুনীল । এই ক্ষেত্রে বাইচুং আমফান নিয়ে তার উদ্বেগ প্রকাশ করলেও, সুনীল করেননি ।

অন্যদিকে আরও একটা ছবি দেখুন । কিবু ভিকুনা, মারিও রিবেরা, ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইতিয়ারা মাত্র একটা মরশুম কলকাতায় খেলেছেন । আদতে তাঁরা স্পেনের মানুষ । কিন্তু স্পেনে গিয়েও কলকাতার প্রতি তাদের ভালোবাসা কমেনি । কিবু ভিকুনা বলেছেন, "সবচেয়ে বড় দুর্যোগের মধ্যে পশ্চিমবঙ্গ । রাজ্যের ইতিহাসে যা বিরল । কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা ধ্বংস হয়ে গেছে । আশা করি দ্রুত স্বাভাবিকতা ফিরবে ।" শিকদার বাগানের মোহনবাগানের সমর্থকদের টাঙানো ফ্রান মোরান্তের ছবি লাগানো রাস্তার জলে ডুবে যাওয়া দেখে বিস্মিত তিনি । উদ্বেগ প্রকাশ করেছেন জোসেবা বেইতিয়া, ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরাও । কলকাতা শীঘ্রই তার নিজের ছন্দে আসবে, এমনটাই আশা করছেন রিবেরা । পেশাদার বিদেশি ফুটবলাররাও সহানুভূতিশীল । কিন্তু দেশের ফুটবল আইকন নন । অন্তত এখনও পর্যন্ত নন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.