ETV Bharat / sports

নতুন কোচের অধীনে আমরা অনেক খোলামেলা : সুনীল - igor stimac

নতুন কোচ ইগর স্টিমাচের অধীনে সাতদিন অনুশীলন করে খুশি সুনীল । ইগরের ফুটবল জ্ঞান ও বুদ্ধি দেখে আপ্লুত । তাঁর খোলা মানসিকতা মনে ধরেছে । নতুন কোচের অধীনে তাঁরা যে অনেক খোলা মনে আলোচনা করতে পারছেন তা মনে করিয়ে দিয়েছেন সুনীল ।

সুনীল
author img

By

Published : Jun 3, 2019, 2:07 AM IST

কলকাতা, 3 জুন : ফিটনেসের দিক থেকে তিনি যে চূড়ান্ত জায়গায় রয়েছেন সে ব্যাপারে দ্বিমত নেই সুনীল ছেত্রীর । কিংস কাপ খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, দলের প্রস্তুতি নিয়েও তাঁর কোনও সন্দেহ নেই । তাই ভালো কিছু করার আশা করাই যেতে পারে । কিংস কাপেই প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে টপকে যাবেন সুনীল ছেত্রী । দেশের জার্সিতে দু'জনের ম্যাচ সংখ্যা ১০৭ । দেশের হয়ে 67টি গোল করেছেন সুনীল । যা আর কোনও ভারতীয় স্ট্রাইকারের নেই ।

সুনীল বলছেন, "ফিটনেসের সর্বোচ্চ জায়গায় রয়েছি আমি । শৃঙ্খলাপরায়ণ জীবন, নিয়ম মেনে খাওয়া-দাওয়া, কড়া অনুশীলন আমাকে ফিট হতে সাহায্য করেছে ।" অতীতের দিকে না তাকিয়ে দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বড় তৃপ্তির মনে করেন । পুরো প্রক্রিয়াটি যে তিনি উপভোগ করছেন সে ব্যাপারে কোনও সংশয় নেই সুনীল ছেত্রীর । কিংস কাপের প্রথম ম্যাচ খেললেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে দখলে চলে আসবে । ভারতীয় দলের বর্তমান অধিনায়ক অবশ্য বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ । কারণ এধরনের আলোচনা ফুটবলকে বিদায় জানানোর পরেই করতে চান । তবে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনার সময় সবাই যখন দেখে রেকর্ডগুলো সবই তাঁর নামে তা শুনতে বা দেখতে গর্ব হয় । অথচ একটা লোক দেশের হয়ে খেলার কথা কখনও চিন্তা করেনি । গোল করার কথা স্বপ্নেও ভাবেনি । এখন এগুলো দেখলে পুরো এপিসোডটাই অবিশ্বাস্য লাগে সুনীল ছেত্রীর ।

নতুন কোচ ইগর স্টিমাচের অধীনে গত সাতদিন অনুশীলনের পরে খুশি তিনি । ইগরের ফুটবল জ্ঞান ও বুদ্ধি দেখে আপ্লুত । তাঁর খোলা মানসিকতা মনে ধরেছে । নতুন কোচের অধীনে তাঁরা যে অনেক খোলা মনে আলোচনা করতে পারছেন তা মনে করিয়ে দিয়েছেন সুনীল ।

নতুন কোচের অধীনে নতুন অভিযান । সামনে নতুন নজিরের হাতছানি । লক্ষ্যে স্থির সুনীল ছেত্রী ।

কলকাতা, 3 জুন : ফিটনেসের দিক থেকে তিনি যে চূড়ান্ত জায়গায় রয়েছেন সে ব্যাপারে দ্বিমত নেই সুনীল ছেত্রীর । কিংস কাপ খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, দলের প্রস্তুতি নিয়েও তাঁর কোনও সন্দেহ নেই । তাই ভালো কিছু করার আশা করাই যেতে পারে । কিংস কাপেই প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে টপকে যাবেন সুনীল ছেত্রী । দেশের জার্সিতে দু'জনের ম্যাচ সংখ্যা ১০৭ । দেশের হয়ে 67টি গোল করেছেন সুনীল । যা আর কোনও ভারতীয় স্ট্রাইকারের নেই ।

সুনীল বলছেন, "ফিটনেসের সর্বোচ্চ জায়গায় রয়েছি আমি । শৃঙ্খলাপরায়ণ জীবন, নিয়ম মেনে খাওয়া-দাওয়া, কড়া অনুশীলন আমাকে ফিট হতে সাহায্য করেছে ।" অতীতের দিকে না তাকিয়ে দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বড় তৃপ্তির মনে করেন । পুরো প্রক্রিয়াটি যে তিনি উপভোগ করছেন সে ব্যাপারে কোনও সংশয় নেই সুনীল ছেত্রীর । কিংস কাপের প্রথম ম্যাচ খেললেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে দখলে চলে আসবে । ভারতীয় দলের বর্তমান অধিনায়ক অবশ্য বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ । কারণ এধরনের আলোচনা ফুটবলকে বিদায় জানানোর পরেই করতে চান । তবে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনার সময় সবাই যখন দেখে রেকর্ডগুলো সবই তাঁর নামে তা শুনতে বা দেখতে গর্ব হয় । অথচ একটা লোক দেশের হয়ে খেলার কথা কখনও চিন্তা করেনি । গোল করার কথা স্বপ্নেও ভাবেনি । এখন এগুলো দেখলে পুরো এপিসোডটাই অবিশ্বাস্য লাগে সুনীল ছেত্রীর ।

নতুন কোচ ইগর স্টিমাচের অধীনে গত সাতদিন অনুশীলনের পরে খুশি তিনি । ইগরের ফুটবল জ্ঞান ও বুদ্ধি দেখে আপ্লুত । তাঁর খোলা মানসিকতা মনে ধরেছে । নতুন কোচের অধীনে তাঁরা যে অনেক খোলা মনে আলোচনা করতে পারছেন তা মনে করিয়ে দিয়েছেন সুনীল ।

নতুন কোচের অধীনে নতুন অভিযান । সামনে নতুন নজিরের হাতছানি । লক্ষ্যে স্থির সুনীল ছেত্রী ।

Intro:নতুন কোচের অধীনে আমরা অনেক খোলামেলাঃ সুনীল ছেত্রী
কলকাতা,২জুনঃ ফিটনেসের দিক থেকে তিনি যে চুড়ান্ত জায়গায় রয়েছেন সেব্যাপারে নিজের কোনও সন্দেহ নেই সুনীল ছেত্রীর। কিংস কাপ খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন দলের প্রস্তুতি নিয়ে তার কোনও সন্দেহ নেই। তাই ভালো কিছু করার আশা করাই যেতে পারে। কিংস কাপেই প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে টপকে যাবেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে দুজনের ম্যাচ সংখ্যা ১০৭। দেশের হয়ে সাতষট্টিটি গোল করেছেন সুনীল। যা আর কোনও ভারতীয় স্ট্রাইকারের নেই। “এটা বলতে আমার দ্বিধা নেই যে ফিটনেসের সর্বোচ্চ জায়গায় রয়েছি আমি। শৃঙ্খলা পরায়ন জীবন, নিয়ম মেনে খাদ্য অভ্যাস কড়া অনুশীলন আমাকে ফিট হতে সাহায্য করেছে,” বলছেন ভারতীয় দলের অধিনায়ক। অতীতের দিকে না তাকিয়ে দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বড় তৃপ্তির মনে করেন। পুরো প্রক্রিয়াটি যে তিনি উপভোগ করছেন সে ব্যাপারে কোনও সংশয় নেই সুনীল ছেত্রীর। কিংস কাপে প্রথম ম্যাচে মাঠে রাখার সঙ্গেই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে দখলে চলে আসবে। ভারতীয় দলের বর্তমান অধিনায়ক অবশ্য বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে চান না। কারন এধরনের আলোচনা ফুটবকে বিদায় জানানোর পরেই করতে চান। তবে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনার সময় সবাই যখন দেখে রেকর্ডগুলো সবই তাঁর নামে তা শুনতে বা দেখতে গর্ব হয়। অথচ একটা লোক দেশের হয়ে খেলার কথা কখনও চিন্তা করেনি। গোল করার কথা স্বপ্নেও ভাবেনি। এখন এগুলো দেখলে পুরো এপিসোডটাই অবিশ্বাস্য লাগে সুনীল ছেত্রীর। নতুন কোচের অধীনে গত সাত দিন অনুশীলনের পরে খুশি তিনি। ইগর স্টিমাচের ফুটবল ঞ্জান ও বুদ্ধি দেখে আপ্লুত। তাঁর খোলা মানসিকতা দেখে আপ্লুত। নতুন কোচের অধীনে তারা যে অনেক খোলা মনে আলোচনা করতে পারছেন তা মনে করিয়ে দিয়েছেন।
নতুন কোচের অধীনে নতুন অভিযান। সামনে নতুন নজিরের হাতছানি। লক্ষ্যে স্থির সুনীল ছেত্রী।Body:Sunil chetriConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.