ETV Bharat / sports

আইনি লড়াই নয়, সমাধানের পথ আলোচনার টেবিলেই : সুব্রত দত্ত

আইনের পথে আই লিগের ক্লাবগুলো হয়ত দিশা পাবে কিন্তু আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের । তাই ক্লাবজোট ও ফেডারেশনের আলোচনার টেবিলে বসা উচিত ।

সুব্রত দত্ত
author img

By

Published : Jul 16, 2019, 4:52 PM IST

কলকাতা, 16 জুলাই : আইনি পথে নয় আলোচনার টেবিলে সমস্যা মেটানোর পক্ষে জোরালো সওয়াল করলেন সুব্রত দত্ত । IFA অনুমোদিত স্কুল ফুটবল লিগের অনুষ্ঠানে যোগ দিতে এসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন," আইনের পথে আই লিগের ক্লাবগুলো হয়ত দিশা পাবে কিন্তু আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের । কারণ ফুটবলে আইনের কচকচানি FIFA ও AFC ভালো চোখে নেবে না । উলটে শাস্তির খাড়া নেমে আসার আশঙ্কা বাড়বে । তাই সমস্যা মেটাতে ক্লাবজোট ও ফেডারেশনের আলোচনার টেবিলে বসা উচিত ।"

একই সঙ্গে IS-কে শীর্ষ লিগের তকমা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "2005 ও পরবর্তী সময়ে 2010 সালে আর্থিক দায় লাঘব করতে FSDL-র সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা হয়েছিল । ফেডারেশন এই চুক্তির মান্যতা দিতে বাধ্য । সেই কারণেই ISL-কে শীর্ষ লিগের তকমা দেওয়া হচ্ছে । তাই আগামী তিনবছর আই লিগ ও ISl-র সমান্তরাল পথে চলাই ভবিতব্য । যা ক্লাবগুলিকে মেনে নিতেই হবে । "

ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িদের মান্যতা দিতেই হবে কারণ AIFF চুক্তিবদ্ধ । তাই সুব্রত দত্ত মনে করেন আই লিগ বর্তমানে পরিস্থিতির শিকার । তিনি নিজে কোনওদিন ফ্র্যাঞ্চাইজ়িদের সঙ্গে আলোচনায় বসেননি । তাদের ফেডারেশন পরিচালিত বলেও মনে করেন না। তবে বর্তমানে জটিল থেকে জটিলতর হয়ে ওঠা সমস্যা মেটাতে ফেডারেশন ও ক্লাবজোট দু পক্ষেরইযে এগিয়ে আসা জরুরি সেব্যাপারে সন্দেহ নেই AIFF সিনিয়র সহ সভাপতির ।

কলকাতা, 16 জুলাই : আইনি পথে নয় আলোচনার টেবিলে সমস্যা মেটানোর পক্ষে জোরালো সওয়াল করলেন সুব্রত দত্ত । IFA অনুমোদিত স্কুল ফুটবল লিগের অনুষ্ঠানে যোগ দিতে এসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন," আইনের পথে আই লিগের ক্লাবগুলো হয়ত দিশা পাবে কিন্তু আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের । কারণ ফুটবলে আইনের কচকচানি FIFA ও AFC ভালো চোখে নেবে না । উলটে শাস্তির খাড়া নেমে আসার আশঙ্কা বাড়বে । তাই সমস্যা মেটাতে ক্লাবজোট ও ফেডারেশনের আলোচনার টেবিলে বসা উচিত ।"

একই সঙ্গে IS-কে শীর্ষ লিগের তকমা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "2005 ও পরবর্তী সময়ে 2010 সালে আর্থিক দায় লাঘব করতে FSDL-র সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা হয়েছিল । ফেডারেশন এই চুক্তির মান্যতা দিতে বাধ্য । সেই কারণেই ISL-কে শীর্ষ লিগের তকমা দেওয়া হচ্ছে । তাই আগামী তিনবছর আই লিগ ও ISl-র সমান্তরাল পথে চলাই ভবিতব্য । যা ক্লাবগুলিকে মেনে নিতেই হবে । "

ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িদের মান্যতা দিতেই হবে কারণ AIFF চুক্তিবদ্ধ । তাই সুব্রত দত্ত মনে করেন আই লিগ বর্তমানে পরিস্থিতির শিকার । তিনি নিজে কোনওদিন ফ্র্যাঞ্চাইজ়িদের সঙ্গে আলোচনায় বসেননি । তাদের ফেডারেশন পরিচালিত বলেও মনে করেন না। তবে বর্তমানে জটিল থেকে জটিলতর হয়ে ওঠা সমস্যা মেটাতে ফেডারেশন ও ক্লাবজোট দু পক্ষেরইযে এগিয়ে আসা জরুরি সেব্যাপারে সন্দেহ নেই AIFF সিনিয়র সহ সভাপতির ।

Intro:আইনি পথে নয় আলোচনার টেবিলে সমস্যা মেটানোর পক্ষে জোরালো সওয়াল করলেন সব্রত দত্ত। আইএফএ অনুমোদিত স্কুল ফুটবল লিগের অনুষ্ঠানে যোগ দিতে এসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন আইনের পথে আই লিগের ক্লাবগুলো হয়ত দিশা পাবে কিন্তু আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের। কারন ফুটবলে আইনের কচকচানি ফিফা এবং এএফসি ভালো চোখে নেবে না। উল্টে শাস্তি র খাড়া নেমে আসার শঙ্কা বাড়বে। তাই সমস্যা মেটাতে ক্লাবজোট ও ফেডারেশনের আলোচনা র টেবিলে বসা উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন 2005 ও পরবর্তী সময়ে 2010সালে আর্থিক দায় লাঘব করতে এফএসডিএলের সঙ্গে বানিজ্যিক চুক্তি করতে হয়েছিল।যার মাণ্যতা দিতে ফেডারেশন বাধ্য।সেই কারণেই আইএসএল কে শীর্ষ লিগের তকমা দেওয়া হচ্ছে।তাই আগামী তিনবছর আই লিগ ও আইএসএল এর সমান্তরাল পথ চলা ভবিতব্য। যা ক্লাবগুলো কে মেনে নিতে হবে।
পরিস্থিতির শিকারের কথা বলার পাশাপাশি আইএসএল এর ফ্রানচাইজির মাণ্যতা র প্রশ্ন সামনে এনেছেন। তিনি নিজে কোনও দিন ফ্রানচাইজির প্রতিনিধি দের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা য় বসেননি।তাদের ফেডারেশন পরিচালিত বলে মনে করেন না। তবে উদ্ভুত পরিস্থিতি তে সমস্যা মেটাতে ফেডারেশন ও ক্লাবজোট এর এগিয়ে আসা জরুরি সেব্যাপারে সন্দেহ নেই সুব্রত দত্তর।


Body:সুব্ত


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.