ভাস্কো, 5 ডিসেম্বর : আইএসএল অভিযানটা একেবারেই সুখের হয়নি এসসি ইস্টবেঙ্গলের । প্রথম দু'টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে । তার উপর চোট আঘাতের সমস্যা লেগেই রয়েছে । সব মিলিয়ে সমস্যায় রবি ফাওলারের দল । এই পরিস্থিতিতে আজ ফের মাঠে নামছে তারা । প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড ।
লিগে এখনও খাতা খুলতে পারেনি লাল হলুদ । তাই পয়েন্ট তালিকার একেবারে নিচে অবস্থান তাদের । জয় দূর অস্ত, দু'টি ম্যাচ খেললেও আইএসএলে গোল করাটাও বাকি রবি ফাওলারের দলের । উলটে দু'টো ম্যাচে পাঁচটা গোল হজম করতে হয়েছে । লিভারপুলের প্রাক্তনীর বিশ্বাস, ব্যক্তিবিশেষের ভুলের মাশুল দিতে হয়েছে তাদের । যাই হোক, অতীত ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকানোই শ্রেষ্ঠ উপায় বলে মনে করছেন কোচ । আইএসএল শুরুর আগে সেভাবে প্রস্তুতির সময় পায়নি লাল হলুদ শিবির । গত ম্যাচে চোটের মুখে পড়েছেন ড্যানিয়েল ফক্স । পুরোপুরি সুস্থ নন জেজে । ফলেস, দল নিয়ে সমস্যায় লাল হলুদ কোচ ।
অন্যদিকে এবারের আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের সূচনাটা বেশ ইতিবাচক । দলে রয়েছে একগুচ্ছ ভারতীয় তারকা । কোচ জেরার্ড নাস বলেছেন, "আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই । আমরা ঠিক পথেই যাচ্ছি । এখনও অনেক উন্নতি করতে হবে । আমাদের ম্যাচ ধরে এগোতে হবে । জয়ের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছি ।" আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিত জন আব্রাহামের দল । আজ রবি ফাওলারের দলের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে চাইছে তারা ।