ETV Bharat / sports

ডুরান্ড ম্যাচ দেখতে যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী, পিছল রাজ্য অ্যাথলেটিক্স মিট - navy

8 অগাস্ট অ্যাথলেটিক্স মিট শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছে । ডুরান্ডের ম্যাচ দেখতে সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ।

ডুরান্ড ম্যাচ দেখতে যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী, পিছল রাজ্য অ্যাথলেটিক্স মিট
author img

By

Published : Jul 17, 2019, 4:46 AM IST

কলকাতা, 17 জুলাই : ডুরান্ডের ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । তাই একদিন পিছিয়ে গেল রাজ্য অ্যাথলেটিক্স মিট । 8 অগাস্ট অ্যাথলেটিক্স মিট শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ক্রীড়াদপ্তর থেকে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার কাছে নির্দেশ পৌঁছে গেছে । সংস্থার সচিব কমল মৈত্র এই নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন । সেইমতো সূচিতে পরিবর্তনও করছেন তাঁরা।

ডুরান্ডের সম্ভাব্য ক্রীড়াসূচিতে 8 অগাস্ট যুবভারতীতে কোনও ম্যাচ ছিল না । কিন্তু, মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করা হয়েছে । আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ডুরান্ডের সূচি । 2 অগাস্ট থেকে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ।

কয়েক বছর ধরে দিল্লিতেই অনুষ্ঠিত হচ্ছিল প্রতিযোগিতাটি ৷ তবে গত বছর তা অনুষ্ঠিত হয়নি । এবার তা কলকাতায় হচ্ছে । কলকাতার তিন প্রধান, আই লিগের ক্লাবগুলি, ISL-র দল ও সেনাবাহিনীর চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । আয়োজনে কোনও ত্রুটি রাখতে নারাজ আয়োজকরা ।

কলকাতা, 17 জুলাই : ডুরান্ডের ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । তাই একদিন পিছিয়ে গেল রাজ্য অ্যাথলেটিক্স মিট । 8 অগাস্ট অ্যাথলেটিক্স মিট শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ক্রীড়াদপ্তর থেকে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার কাছে নির্দেশ পৌঁছে গেছে । সংস্থার সচিব কমল মৈত্র এই নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন । সেইমতো সূচিতে পরিবর্তনও করছেন তাঁরা।

ডুরান্ডের সম্ভাব্য ক্রীড়াসূচিতে 8 অগাস্ট যুবভারতীতে কোনও ম্যাচ ছিল না । কিন্তু, মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করা হয়েছে । আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ডুরান্ডের সূচি । 2 অগাস্ট থেকে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ।

কয়েক বছর ধরে দিল্লিতেই অনুষ্ঠিত হচ্ছিল প্রতিযোগিতাটি ৷ তবে গত বছর তা অনুষ্ঠিত হয়নি । এবার তা কলকাতায় হচ্ছে । কলকাতার তিন প্রধান, আই লিগের ক্লাবগুলি, ISL-র দল ও সেনাবাহিনীর চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । আয়োজনে কোনও ত্রুটি রাখতে নারাজ আয়োজকরা ।

Intro:ডুরান্ড দেখতে মুখ্যমন্ত্রী, পিছিয়ে গেল রাজ্য অ্যাথলেটিক্স

কলকাতা,১৬ জুলাইঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরাণ্ডের খেলায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাই রাজ্য অ্যাথলেটিক্স মিট একদিন পিছিয়ে গেল। আট অগষ্ট শুরু হওয়ার কথা ছিল রাজ্য অ্যাথলেটিক্স মিট। শেষ হওয়ার কথা ছিল ১০ অগষ্ট। কিন্তু মুখ্যমন্ত্রীর কারনে রাজ্য মিটের সময়সীমা বদল। ইতিমধ্যেই রাজ্য ক্রীড়ামন্ত্রক থেকে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে। সংস্থার সচিব কমল মৈত্র জানিয়েছেন নির্দেশ মিলেছে। সেইমত তারাও সূচিতে পরিবর্তন করছেন। সেকারণে বুধবার আলোচনায় বসবেন তারা।
ডুরাণ্ডের সাম্ভাব্য ক্রীড়াসূচিতে আট অগস্ট কোনও ম্যাচ যুবভারতী ক্রীড়াসূচিতে ছিল না। ওইদিন নেভি বনাম এটিকের ম্যাচ খেলা হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে। কিন্তু মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথায় ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার ডুরাণ্ডের সূচির আনুষ্ঠানিক প্রকাশ। দোসরা আগষ্ট থেকে শুরু শতাব্দী প্রাচীণ ডুরাণ্ড কাপ। দেশের রাজধানী নয়া দিল্লিতে এই প্রতিযোগিতা হওয়া দস্তুর। গতবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এবার নব কলেবরে কলকাতায় আয়োজিত হচ্ছে। কলকাতার তিন প্রধান,আই লিগের দল , আইএসএলর দল এবং সেনাবাহিনীর চারটে দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আয়োজনে কোনও ত্রুটি রাখতে নারাজ আয়োজকরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও দেশের সেরা দলগুলোকে আমন্ত্রণে ডুরান্ড কাপ করতে চাইছে তারা। তাই রাজ্য অ্যাথলেটিক্স মিটের দিন পরিবর্তন।Body:DurandConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.