ETV Bharat / sports

‘‘কন্যাশ্রী কাপ’’ চ্যাম্পিয়ন এসএসবি - রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু ।

‘‘কন্যাশ্রী কাপ’’ চ্যাম্পিয়ন এসএসবি
‘‘কন্যাশ্রী কাপ’’ চ্যাম্পিয়ন এসএসবি
author img

By

Published : Dec 30, 2020, 10:26 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হল এসএসবি ওমেন্স ফুটবল ক্লাব । যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ফাইনালে এসসি ইস্টবেঙ্গলকে হারাল তারা । ম্যাচের ফল 2-0 । গোল করেন অনিবালা দেবী এবং সুমিলা চানু ।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু ।

ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে এসএসবি । ফলে 9 মিনিটে দলকে এগিয়ে দেন অনিবালা দেবী । শুরুর 10 মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করেছিল লাল হলুদের মেয়েরা । কিন্তু এসএসবি-এর মেয়েরা রাশ আলগা না করায় নিয়ন্ত্রণ নিজেদের পায়ে নিতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল । কিছুটা খেলার গতির বিপরীতে গোল করার মতো সুযোগ তারা তৈরি করলেও তা প্রতিপক্ষ রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না ।

আরও পড়ুন :- ম্যাচ সেরার পুরস্কার ‘‘মা’’-কে উৎসর্গ অরিন্দমের

বিরতির পর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল । একের পর এক আক্রমণ তুলে আনলেও গোলমুখে ব্যর্থতা তাদের সমতায় ফিরতে দেয়নি । ম্যাচের 91 মিনিটে এসএসবি-র পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুমিলা চানু । পুরো টুর্নামেন্ট জুড়েই এসএসবি-এর মেয়েরা দাপুটে ফুটবল খেলেছে । যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে । নতুন বছরে ফের এই কন্যাশ্রী কাপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ৷

কলকাতা, 30 ডিসেম্বর : কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হল এসএসবি ওমেন্স ফুটবল ক্লাব । যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ফাইনালে এসসি ইস্টবেঙ্গলকে হারাল তারা । ম্যাচের ফল 2-0 । গোল করেন অনিবালা দেবী এবং সুমিলা চানু ।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু ।

ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে এসএসবি । ফলে 9 মিনিটে দলকে এগিয়ে দেন অনিবালা দেবী । শুরুর 10 মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করেছিল লাল হলুদের মেয়েরা । কিন্তু এসএসবি-এর মেয়েরা রাশ আলগা না করায় নিয়ন্ত্রণ নিজেদের পায়ে নিতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল । কিছুটা খেলার গতির বিপরীতে গোল করার মতো সুযোগ তারা তৈরি করলেও তা প্রতিপক্ষ রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না ।

আরও পড়ুন :- ম্যাচ সেরার পুরস্কার ‘‘মা’’-কে উৎসর্গ অরিন্দমের

বিরতির পর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল । একের পর এক আক্রমণ তুলে আনলেও গোলমুখে ব্যর্থতা তাদের সমতায় ফিরতে দেয়নি । ম্যাচের 91 মিনিটে এসএসবি-র পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুমিলা চানু । পুরো টুর্নামেন্ট জুড়েই এসএসবি-এর মেয়েরা দাপুটে ফুটবল খেলেছে । যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে । নতুন বছরে ফের এই কন্যাশ্রী কাপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.