কলকাতা, 16 এপ্রিল : ক্লাব ফুটবলের স্বার্থেই ঐক্যবদ্ধ জোটের লড়াই জরুরি বলে মনে করেন মোহনবাগানের সহসচিব সৃঞ্জয় বসু। বারপুজোর অনুষ্ঠান শেষে তিনি বলেন, "সাত দলের জোট নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু ভারতীয় ফুটবলে কোনও জোট তখনই শক্তিশালী হয় যখন সেখানে মোহনবাগান-ইস্টবেঙ্গল যুক্ত হয়।"
দেশের ফুটবলের আগামীদিনের পরিকল্পনা নিয়ে ফেডারেশনের পদক্ষেপ নিয়ে ধোঁয়াশায় ক্লাবগুলো। এই অবস্থায় ISL কতটা ফলপ্রসূ হবে সেটাও কেউ বলতে পারছে না। কারণ ISL ফ্র্যাঞ্চাইজ়িগুলো লাভের মুখ দেখতে পারছে না। বেশ কয়েকটি দলকে ISL ঘুরিয়ে স্পনসর করছে। সৃঞ্জয় বসু মনে করেন, যতক্ষণ না মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থন যুক্ত হবে, ততদিন ISL জনপ্রিয় হওয়া মুশকিল।
এই অবস্থায় একজোট হয়ে লড়াই করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে কলকাতার দুই প্রধানকে। সৃঞ্জয় বসু মনে করেন, প্রতিটি পদক্ষেপ চিন্তা করে নেওয়া দরকার। যাতে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলো চলে না যায়। তাহলে ক্ষতি হবে ভারতীয় ফুটবলের। একই সঙ্গে তিনি বলেন, "কোনও সংস্থা বিনিয়োগ করলে তা ক্লাবকে মেনে চলতে হবে। কারণ, অর্থ যারা লগ্নি করেছে তাদের ভালো খারাপ দুটোই মানতে হবে।" পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বেতন নাহলেও তাঁরা দ্রুত বকেয়া মিটিয়ে দেবেন। মোহনবাগান অর্থ বকেয়া রাখে না বলেই ফুটবলাররা প্রস্তাব পেলে খেলতে আগ্রহ দেখান বলে তিনি মন্তব্য করেন।