ETV Bharat / sports

খেলেছেন জাতীয় যুব দলে, ইস্টবেঙ্গলে সই স্প্যানিশ ডিফেন্ডার পাসকুয়েলের - spain

ISL-র ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ডায়নামোজ়ের হয়ে গত মরশুমে 15টি ম্যাচ খেলা পাসকুয়েল সই করলেন ইস্টবেঙ্গলে

খেলা পাসকুয়েল
author img

By

Published : Jul 4, 2019, 9:29 AM IST

কলকাতা, 4 জুলাই : নতুন মরশুমে দলের চতুর্থ বিদেশির নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল । গতকাল তারা স্প্যানিশ ডিফেন্ডার মারতি ক্রেসপি পাসকুয়েলকে সই করাল । কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার পছন্দের ডিফেন্ডারটি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত । ISL-র ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ডায়নামোজ়ের হয়ে গত মরশুমে 15টি ম্যাচ খেলেছেন পাসকুয়েল ।

ভারতীয় ফুটবলে খেলার আগে লা লিগায় রেসিং সানটানডেরে খেলেছেন । সেখানে আলেয়ান্দ্রোর অধীনে ছিলেন । ফলে লাল হলুদের স্প্যানিশ কোচ পাসকুয়েলকে ইস্টবেঙ্গলে আসার আগে থেকেই চিনতেন । লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলা ডিফেন্ডারটি 2008-09 মরশুমে দেপারডিভোর হয়ে খেলেছেন । এছাড়াও অনূর্ধ্ব উনিশ ও কুড়ি স্প্যানিশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন । ইস্টবেঙ্গলে বোরহা ফার্নান্দেজ়ের সঙ্গে জুটি বেঁধে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন পাসকুয়েল ।

দলের চতুর্থ বিদেশির নাম ঘোষণার দিন ইস্টবেঙ্গল IFA-তে গিয়ে 15জন ফুটবলারকে নথিভুক্ত করাল । লালরানডিকা রালতে, মনোজ মহম্মদ, পিন্টু মাহাত, প্রকাশ সরকার, সঞ্চয়ন সমাদ্দার, সামাদ আলি মল্লিক ছাড়াও অ্যাকাডেমির নয় ফুটবলার সই করেন । 10 জুলাই থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হবে ।

কলকাতা, 4 জুলাই : নতুন মরশুমে দলের চতুর্থ বিদেশির নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল । গতকাল তারা স্প্যানিশ ডিফেন্ডার মারতি ক্রেসপি পাসকুয়েলকে সই করাল । কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার পছন্দের ডিফেন্ডারটি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত । ISL-র ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ডায়নামোজ়ের হয়ে গত মরশুমে 15টি ম্যাচ খেলেছেন পাসকুয়েল ।

ভারতীয় ফুটবলে খেলার আগে লা লিগায় রেসিং সানটানডেরে খেলেছেন । সেখানে আলেয়ান্দ্রোর অধীনে ছিলেন । ফলে লাল হলুদের স্প্যানিশ কোচ পাসকুয়েলকে ইস্টবেঙ্গলে আসার আগে থেকেই চিনতেন । লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলা ডিফেন্ডারটি 2008-09 মরশুমে দেপারডিভোর হয়ে খেলেছেন । এছাড়াও অনূর্ধ্ব উনিশ ও কুড়ি স্প্যানিশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন । ইস্টবেঙ্গলে বোরহা ফার্নান্দেজ়ের সঙ্গে জুটি বেঁধে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন পাসকুয়েল ।

দলের চতুর্থ বিদেশির নাম ঘোষণার দিন ইস্টবেঙ্গল IFA-তে গিয়ে 15জন ফুটবলারকে নথিভুক্ত করাল । লালরানডিকা রালতে, মনোজ মহম্মদ, পিন্টু মাহাত, প্রকাশ সরকার, সঞ্চয়ন সমাদ্দার, সামাদ আলি মল্লিক ছাড়াও অ্যাকাডেমির নয় ফুটবলার সই করেন । 10 জুলাই থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হবে ।

Intro:ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি স্পেনের পাসকুয়েল

কলকাতা,৩জুলাইঃ নতুন মরসুমে দলের চতুর্থ বিদেশির নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। বুধবার তারা স্প্যানিশ ডিফেন্ডার মারতি ক্রেসপি পাসকুয়ালকে সই করালো। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পছন্দ করা ডিফেন্ডারটি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। আইএসএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডায়নামোজের হয়ে গত মরসুমে খেলেছেন পাসকুয়েল। ভারতীয় ফুটবলে খেলার আগে লা লিগায় রেসিং সানটানডেরে খেলেছেন। সেখানে আলেয়ান্দ্রোর অধীনে ছিলেন। ফলে লাল হলুদের স্প্যানিশ কোচ পাসকুয়েলকে ইস্টবেঙ্গলে আসার আগে থেকেই চিনতেন। লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলা ডিফেন্ডারটির ২০০৮-০৯ মরসুমে জেরেজ ক্লাব দেপারডিভোর হয়ে খেলেছেন। এছাড়াও অনুর্ধ্ব উনিশ ও কুড়ি স্প্যানিশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। বোরহা ফার্নান্দেজের সঙ্গে জুটি বেধে দলকে সাফল্য এনে দেওয়া লক্ষ্য বলে জানিয়েছেন পাসকুয়েল।
দলের চতুর্থ বিদেশির নাম ঘোষণার দিন ইস্টবেঙ্গল আইএফএ তে গিয়ে ১৫জন ফুটবলারকে নথিভুক্ত করালো। লালরিনডিকা রালতে, মনোজ মহম্মদ, পিন্টু মাহাতো, প্রকাশ সরকার,সঞ্চয়ন সমাদ্দার, সামাদ আলি মল্লিক ছাড়াও অ্যাকাডেমির নয় ফুটবলার সই করা ফুটবলারদের তালিকায় রয়েছেন। ১০ জুলাই থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হবে।Body:EbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.