ETV Bharat / sports

সমর্থকদের জন্য সুপার কাপ খেলার পক্ষে সনি নর্ডি - i league

সমর্থকদের জন্য সুপার কাপ খেলার পক্ষে সওয়াল করলেন সনি নর্ডি। সনি নর্ডি বলছেন তারা সুপার কাপে খেলার সুযোগ পেলে সমর্থকদের ট্রফি দেওয়ার শেষ চেষ্টা করতে পারবেন। চলতি মরশুমে কলকাতা লিগ পুনরুদ্ধার করতে পারলেও মোহনবাগান আই লিগে ব্যর্থ। অধিনায়ক সনি নর্ডি মনে করেন সুপার কাপে ভাল কিছু করার সুযোগ তাঁদের সামনে রয়েছে।

সনি নর্ডি
author img

By

Published : Mar 26, 2019, 3:31 AM IST

কলকাতা, ২৬ মার্চ : আই লিগ শেষের পর প্রথমবার অনুশীলনে নামল মোহনবাগান। চেনা ছকের ফুটবল অনুশীলনের বাইরে গিয়ে কোচ খালিদ জামিল ভিন্ন মেজাজে প্র্যাকটিস করালেন। IPL-এর হাওয়ার কারণে কি না বোঝা গেল না, মোহনবাগান ফুটবলাররা মাঠে নেমে অভিনব ফুটক্রিকেট খেললেন। চোট সারিয়ে মাঠে ফেরার পরে ইউটা কিনোয়াকি গতকাল বল পায়ে অনুশীলন করলেন। ফুট ক্রিকেটে সনি নর্ডিকে আউটও করলেন জাপানি মিডফিল্ডার। এদিকে সমর্থকদের জন্য সুপার কাপ খেলার পক্ষে সওয়াল করলেন সনি নর্ডি। হাইতির হয়ে খেলার জন্য ডাক পেলেও সনি নর্ডি সুপার কাপ খেলতে কলকাতায় এসেছেন। গতকাল ক্লাব ছাড়ার আগে দাবি করেছেন সমর্থক ও ক্লাবের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আই লিগের নয়টি দল ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরির জন্য ফেডারেশনের ওপর চাপ দিচ্ছে। প্রয়োজনে তারা সুপার কাপ বয়কটের পথে হাঁটতে পারে। ক্লাব কর্তাদের এই দাবির সমর্থনে সুরে সুর মিলিয়েছেন হাইতিয়ান ফুটবলার। তাঁর মতে কুড়ি দলের একটি লিগ করা সম্ভব হলে তা যেমন আকর্ষনীয় হবে তেমনই ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুপার কাপে অংশগ্রহণ নিয়ে ফুটবলারদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সনি নর্ডি বলছেন তারা সুপার কাপে খেলার সুযোগ পেলে সমর্থকদের ট্রফি দেওয়ার শেষ চেষ্টা করতে পারবেন। চলতি মরশুমে কলকাতা লিগ পুনরুদ্ধার করতে পারলেও মোহনবাগান আই লিগে ব্যর্থ। অধিনায়ক সনি নর্ডি মনে করেন সুপার কাপে ভাল কিছু করার সুযোগ তাঁদের সামনে রয়েছে।

এদিকে নতুন মরশুমে ISL-এ খেলার পরিকল্পনা করছেন সনি নর্ডি। নিজেই জানালেন বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব তাঁর কাছে রয়েছে। সেই তালিকায় ATK-এর নামও রয়েছে। তবে হাইতিয়ান ফুটবলার কোনও সিদ্ধান্ত নেননি। আপাতত তিনি শুধু সুপার কাপে মন দিতে চান।

কলকাতা, ২৬ মার্চ : আই লিগ শেষের পর প্রথমবার অনুশীলনে নামল মোহনবাগান। চেনা ছকের ফুটবল অনুশীলনের বাইরে গিয়ে কোচ খালিদ জামিল ভিন্ন মেজাজে প্র্যাকটিস করালেন। IPL-এর হাওয়ার কারণে কি না বোঝা গেল না, মোহনবাগান ফুটবলাররা মাঠে নেমে অভিনব ফুটক্রিকেট খেললেন। চোট সারিয়ে মাঠে ফেরার পরে ইউটা কিনোয়াকি গতকাল বল পায়ে অনুশীলন করলেন। ফুট ক্রিকেটে সনি নর্ডিকে আউটও করলেন জাপানি মিডফিল্ডার। এদিকে সমর্থকদের জন্য সুপার কাপ খেলার পক্ষে সওয়াল করলেন সনি নর্ডি। হাইতির হয়ে খেলার জন্য ডাক পেলেও সনি নর্ডি সুপার কাপ খেলতে কলকাতায় এসেছেন। গতকাল ক্লাব ছাড়ার আগে দাবি করেছেন সমর্থক ও ক্লাবের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আই লিগের নয়টি দল ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরির জন্য ফেডারেশনের ওপর চাপ দিচ্ছে। প্রয়োজনে তারা সুপার কাপ বয়কটের পথে হাঁটতে পারে। ক্লাব কর্তাদের এই দাবির সমর্থনে সুরে সুর মিলিয়েছেন হাইতিয়ান ফুটবলার। তাঁর মতে কুড়ি দলের একটি লিগ করা সম্ভব হলে তা যেমন আকর্ষনীয় হবে তেমনই ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুপার কাপে অংশগ্রহণ নিয়ে ফুটবলারদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সনি নর্ডি বলছেন তারা সুপার কাপে খেলার সুযোগ পেলে সমর্থকদের ট্রফি দেওয়ার শেষ চেষ্টা করতে পারবেন। চলতি মরশুমে কলকাতা লিগ পুনরুদ্ধার করতে পারলেও মোহনবাগান আই লিগে ব্যর্থ। অধিনায়ক সনি নর্ডি মনে করেন সুপার কাপে ভাল কিছু করার সুযোগ তাঁদের সামনে রয়েছে।

এদিকে নতুন মরশুমে ISL-এ খেলার পরিকল্পনা করছেন সনি নর্ডি। নিজেই জানালেন বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব তাঁর কাছে রয়েছে। সেই তালিকায় ATK-এর নামও রয়েছে। তবে হাইতিয়ান ফুটবলার কোনও সিদ্ধান্ত নেননি। আপাতত তিনি শুধু সুপার কাপে মন দিতে চান।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.