কলকাতা, 11 অগাস্ট : তিন বছরের চুক্তিতে ATK মোহনবাগানের পক্ষে সই করলেন শেখ সাহিল । সোমবার তরুণ মিডফিল্ডারের চুক্তি সইয়ের খবর জানানো হয় । সবুজ মেরুন জার্সিতে ফের খেলার সুযোগ পেয়ে খুশি শেখ সাহিল । চুক্তিবদ্ধ হওয়ার পরে তিনি বলেছেন, ছোটবেলা থেকেই মোহনবাগানের মত বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখতেন । সেই স্বপ্ন গত বছর পূরণ হয়েছে । এবার আরও বড় সুযোগ কাজে লাগাতে চান । শুধু খেলা নয় একই সঙ্গে সমান তালে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন শেখ সাহিল ।
কয়েক সপ্তাহ আগে হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । মোহনবাগানের জার্সি গায়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বারো ক্লাসের পরীক্ষায় পাশ করেছেন । কলা বিভাগে তার প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব 54% । খেলা এবং পড়াশোনা চালিয়ে সফল হওয়ার নজির শুধু কষ্টসাধ্য নয় একই সঙ্গে কৃতিত্বের । নতুন মরসুমের বল গড়ানোর অপেক্ষায় তরুণ মিডফিল্ডার । এর মধ্যে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করার খবরে খুশি তিনি । এবার ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ । আই লিগে ফ্রান গঞ্জালেসের পাশে দাড়িয়ে প্রতিপক্ষ শিবিরের যাবতীয় আক্রমণ সামলেছেন । পাশ করার খবরে উচ্ছ্বসিত শেখ সাহিল বলছেন কাজটি মোটেই সহজ ছিল না । আপাতত খেলা এবং পড়া একসঙ্গে চালিয়ে যেতে চান । এটিকে মোহনবাগানের জার্সিতে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ তিনি নিচ্ছেন । মোহনবাগান অ্যাকাডেমি থেকে তিনি এবং শুভ ঘোষ উঠে এসেছিলেন ।
গোয়ায় চার্চিলের বিরুদ্ধে তার দুরন্ত ফুটবল নজর টেনেছিল জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের । ফুটবল সমালোচকরা শেখ সাহিলের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার মশলা দেখেছেন । এটিকে মোহনবাগান দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা এখন বাস্তব। তবে আত্মতুষ্ট হতে নারাজ শেখ সাহিল বলছেন ক্লাব পর্যায়ে ভালো ফুটবলের পাশাপাশি জাতীয় দলে খেলতে চান । তবে সেইজন্য তাড়াহুড়ো করতে রাজি নন । বরং ধাপে ধাপে এগোতে চান । মোহনবাগানের গত মরসুমের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা শেখ সাহিলকে দলে তারকার ভিড়ে হারিয়ে যেতে দেননি । বদলে প্রতিষ্ঠা পাওয়ার জন্য মঞ্চ গড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন । এবার আরও এক স্প্যানিশ কোচ আন্তেনিও লোপেজ হাবাসের দলে নিজের নৈপুণ্য পালনের চ্যালেঞ্জ । শেখ সাহিল রয় কৃষ্ণ, এডু গার্সিয়াদের সঙ্গে মানানসই হতে পারেন কি না, তা দেখার ।