ETV Bharat / sports

Kiyan Nassiri: দ্বিতীয় গোলটাই সেরা বলছেন কিয়ান নাসিরি - দ্বিতীয় গোলটাই সেরা বলছেন কিয়ান নাসিরি

প্রথমবার ডার্বিতে সুযোগ পেয়ে দলকে জয় এনে দিয়েছেন। জয়ের জন্য দ্বিতীয় গোলকেই সেরা বলছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। তবে জয়কে পিছনে ফেলে এগিয়ে যেতে চান তিনি।

Kiyan Nassiri
Kiyan Nassiri
author img

By

Published : Jan 30, 2022, 7:14 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: লিওনেল মেসিকে আদর্শ হিসেবে মানেন। সুযোগ পেলেই তাঁর খেলা দেখেন। চেষ্টা করেন মেসির খেলার স্টাইল রপ্ত করতে। কিংবদন্তি ফুটবলারকে সামনে রেখে কিয়ানের এই অগ্রগতি নতুন আলো পেয়েছে ডার্বিতে হ্যাটট্রিকের কারণে। ডার্বিতে গোল এবং তাঁকে ঘিরে বাড়িতে খুশির আবহ কিয়ানের কাছে নতুন নয়। কারণ, বাবা জামশিদ নাসিরি খেলোয়াড় জীবনে বহু ডার্বিতে গোল করে নায়ক হয়েছেন। তবে বাবার খেলা দেখেননি ডার্বির নতুন নায়ক।

"তিনটে গোলের মধ্যে দ্বিতীয়টা সেরা। কারণ ওই গোলের পরেই আমরা এগিয়ে গিয়েছিলাম। সবুজ-মেরুন জার্সিতে এর আগে জুনিয়র পর্যায়ে খেলেছিলাম। সিনিয়র পর্যায়ে প্রথম বার খেললাম। দল যখন পিছিয়ে ছিল তখন নেমেছিলাম। তাই বলে কোনও চাপ ছিল না। গোল করার ভাবনা ছিল না। লক্ষ্য ছিল শুধুই তিন পয়েন্ট" বলছিলেন, ডার্বির নতুন নায়ক। ম্যাচ পরবর্তী ঘটনা প্রবাহ তার কাছে স্বপ্নের মতো।

সব ফুটবলারের মতো কিয়ানেরও স্বপ্ন ছিল ডার্বিতে গোল করা। মূলত, উইঙ্গার স্ট্রাইকার। গোল করতে ভালবাসেন। সেটা করতে পেরে খুশি। পরিবর্ত হিসেবে মাঠে নেমে ডার্বিতে গোল করার কৃতিত্ব ভারতীয় ফুটবলে নেই। পরিসংখ্যান বলছে বাইচুং ভুটিয়া, চিডি এদের সঙ্গে একসারিতে বছর একুশের ফুটবলার। তবে ইতিহাস পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। বলছেন, "আমার এখন একটাই লক্ষ্য আরও বেশি সময় মাঠে থাকা। ডার্বির মতো খেলায় কোচ আমার উপর ভরসা রাখায় আমি কৃতজ্ঞ। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। তাই সুযোগ পেতে হলে পরিশ্রমই একমাত্র পথ। তাই ডার্বির গোলের পর থামলে চলবে না। বরং, পরের ম্যাচে সুযোগ পেলে আরও ভাল খেলার জন্য তৈরি থাকতে হবে।"

আরও পড়ুন: জুনিয়র নাসিরি'র হ্যাটট্রিকে ফিরতি ডার্বির রঙও সবুজ-মেরুন

ম্যাচের শেষে হোটেলে ফিরে উৎসব করেননি কিয়ান। মা এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা হলেও বাবা জামশিদ নাসিরির সঙ্গে কথা হয়নি। তবে বাবার পরিশ্রম করার তত্ত্ব মেনে চলেছেন। ম্যাচের আগে বা শিবিরে থাকার সময়ও বাবার সঙ্গে কথা বলেননি। তবে নিজের উত্থানের পিছনে আন্তেনিও লোপেজ হাবাস, ইয়ান ল এবং বর্তমান কোচ জুয়ান ফেরান্দোকে কৃতিত্ব দিতে চান কিয়ান (kiyan nassiri)। আপাতত ডার্বির সাফল্য পিছনে সরিয়ে নতুন লক্ষ্যে চোখ স্থির করতে চান ডার্বির নতুন নায়ক।

কলকাতা, 30 জানুয়ারি: লিওনেল মেসিকে আদর্শ হিসেবে মানেন। সুযোগ পেলেই তাঁর খেলা দেখেন। চেষ্টা করেন মেসির খেলার স্টাইল রপ্ত করতে। কিংবদন্তি ফুটবলারকে সামনে রেখে কিয়ানের এই অগ্রগতি নতুন আলো পেয়েছে ডার্বিতে হ্যাটট্রিকের কারণে। ডার্বিতে গোল এবং তাঁকে ঘিরে বাড়িতে খুশির আবহ কিয়ানের কাছে নতুন নয়। কারণ, বাবা জামশিদ নাসিরি খেলোয়াড় জীবনে বহু ডার্বিতে গোল করে নায়ক হয়েছেন। তবে বাবার খেলা দেখেননি ডার্বির নতুন নায়ক।

"তিনটে গোলের মধ্যে দ্বিতীয়টা সেরা। কারণ ওই গোলের পরেই আমরা এগিয়ে গিয়েছিলাম। সবুজ-মেরুন জার্সিতে এর আগে জুনিয়র পর্যায়ে খেলেছিলাম। সিনিয়র পর্যায়ে প্রথম বার খেললাম। দল যখন পিছিয়ে ছিল তখন নেমেছিলাম। তাই বলে কোনও চাপ ছিল না। গোল করার ভাবনা ছিল না। লক্ষ্য ছিল শুধুই তিন পয়েন্ট" বলছিলেন, ডার্বির নতুন নায়ক। ম্যাচ পরবর্তী ঘটনা প্রবাহ তার কাছে স্বপ্নের মতো।

সব ফুটবলারের মতো কিয়ানেরও স্বপ্ন ছিল ডার্বিতে গোল করা। মূলত, উইঙ্গার স্ট্রাইকার। গোল করতে ভালবাসেন। সেটা করতে পেরে খুশি। পরিবর্ত হিসেবে মাঠে নেমে ডার্বিতে গোল করার কৃতিত্ব ভারতীয় ফুটবলে নেই। পরিসংখ্যান বলছে বাইচুং ভুটিয়া, চিডি এদের সঙ্গে একসারিতে বছর একুশের ফুটবলার। তবে ইতিহাস পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। বলছেন, "আমার এখন একটাই লক্ষ্য আরও বেশি সময় মাঠে থাকা। ডার্বির মতো খেলায় কোচ আমার উপর ভরসা রাখায় আমি কৃতজ্ঞ। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। তাই সুযোগ পেতে হলে পরিশ্রমই একমাত্র পথ। তাই ডার্বির গোলের পর থামলে চলবে না। বরং, পরের ম্যাচে সুযোগ পেলে আরও ভাল খেলার জন্য তৈরি থাকতে হবে।"

আরও পড়ুন: জুনিয়র নাসিরি'র হ্যাটট্রিকে ফিরতি ডার্বির রঙও সবুজ-মেরুন

ম্যাচের শেষে হোটেলে ফিরে উৎসব করেননি কিয়ান। মা এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা হলেও বাবা জামশিদ নাসিরির সঙ্গে কথা হয়নি। তবে বাবার পরিশ্রম করার তত্ত্ব মেনে চলেছেন। ম্যাচের আগে বা শিবিরে থাকার সময়ও বাবার সঙ্গে কথা বলেননি। তবে নিজের উত্থানের পিছনে আন্তেনিও লোপেজ হাবাস, ইয়ান ল এবং বর্তমান কোচ জুয়ান ফেরান্দোকে কৃতিত্ব দিতে চান কিয়ান (kiyan nassiri)। আপাতত ডার্বির সাফল্য পিছনে সরিয়ে নতুন লক্ষ্যে চোখ স্থির করতে চান ডার্বির নতুন নায়ক।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.