ETV Bharat / sports

হাঁটুতে চোট, SC ইস্টবেঙ্গল শিবিরে লালরাম চুলোভাকে ঘিরে বাড়ছে শঙ্কা

তবে, চুলোভার চোট কতটা গভীর তা এখনও জানা যায়নি ৷ MRI রিপোর্ট আসার পরে চুলোভার চোটের গভীরতা সামনে আসবে । শোনা যাচ্ছে চোট গভীর হলে তাঁকে রিহ্য়াবের জন্য় কলকাতায় পাঠানো হবে ৷ তাঁর বদলে রিনো অ্য়ান্টোকে গোয়ায় পাঠানোর কথা বলা হয়েছে ৷ তবে, সেই প্রস্তাবে এখনো কোনো সিলমোহর দেওয়া হয়নি ৷

sc_east_bengal_get_tensed_for_injuri_of_left_back_lalram_chulova
হাটুর চোট, SC ইস্টবেঙ্গল শিবিরে চুলোভাকে ঘিরে বাড়ছে শঙ্কা
author img

By

Published : Nov 13, 2020, 6:35 PM IST

কলকাতা, 13 নভেম্বর : আর মাত্র 7 দিন পর শুরু হতে যাচ্ছে ভারতের 1 নম্বর ফুটবল লিগ ISL । তার আগে স্বস্তি নেই SC ইস্টবেঙ্গল শিবিরে ৷ ভারতীয় লেফটব্য়াক লালরাম চুলোভার হাঁটুর চোট ভাবাচ্ছে কোচ রবি ফাওলারকে ৷ দেশের প্রথম সারির এই ফুটবলার আসন্ন টুর্নামেন্টে SC ইস্টবেঙ্গলের অন্য়তম ভরসা ৷ কেরল ব্লাস্টার্সের সঙ্গে প্র্য়াকটিস ম্য়াচে হাঁটুতে চোট পান তিনি ৷ সেই চোট নিয়েই উদ্বেগ বেড়েছে ইস্টবেঙ্গল শিবিরে ৷

তবে, চুলোভার চোট কতটা গভীর তা এখনও জানা যায়নি ৷ MRI রিপোর্ট আসার পরে চুলোভার চোটের গভীরতা সামনে আসবে । শোনা যাচ্ছে চোট গভীর হলে তাঁকে রিহ্য়াবের জন্য় কলকাতায় পাঠানো হবে ৷ তাঁর বদলে রিনো অ্য়ান্টোকে গোয়ায় পাঠানোর কথা বলা হয়েছে ৷ তবে, সেই প্রস্তাবে এখনো কোনো শিলমোহর দেওয়া হয়নি ৷ একইভাবে ইস্টবেঙ্গলের তরফেও চুলোভার চোট নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ এই অবস্থায় কোচ রবি ফাওলার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল ও ম্য়ানেজমেন্ট ৷ শোনা যাচ্ছে তিনি বদলি ফুটবলার উড়িয়ে আনতে রাজি নন ৷ গোয়ায় এই মুহূর্তে ইস্টবেঙ্গলের 30 জন ফুটবলার রয়েছেন ৷ সেখানে 27 জনের নাম চূড়ান্ত দলের জন্য় প্রাথমিকভাবে রাখা হয়েছে ৷ চুলোভা ছিটকে গেলে তাঁর জায়গায় গোয়ায় থাকা ফুটবলারদের মধ্য়ে থেকেই বিকল্প বাছা হতে পারে ৷

27 নভেম্বর ISL-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্য়াচ ৷ প্রতিপক্ষা ATK মোহনবাগান ৷ যা এইবারের ISL-এ সবচেয়ে বড় লড়াই হতে চলেছে ৷ সেই ম্য়াচের আগে দল গুছিয়ে নেওয়াই লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের লক্ষ্য় ৷ সেই লক্ষ্য়ে দু’বেলা ইস্টবেঙ্গল ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন কোচ রবি ফাওলার ৷ প্র্য়াকটিস ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে জয় স্বস্তি দিলেও, দলে এখনও কিছু খামতি রয়েছে বলে মনে করছেন রবি ৷ তা দ্রুত শুধরে নিতে চাইছেন ব্রিটিশ এই কোচ ৷ পাশাপাশি দলের প্রতিটি ফুটবলারের আগ্রাসী মনোভাবে খুশি SC ইস্টবেঙ্গলের ম্য়ানেজমেন্টও ৷

কলকাতা, 13 নভেম্বর : আর মাত্র 7 দিন পর শুরু হতে যাচ্ছে ভারতের 1 নম্বর ফুটবল লিগ ISL । তার আগে স্বস্তি নেই SC ইস্টবেঙ্গল শিবিরে ৷ ভারতীয় লেফটব্য়াক লালরাম চুলোভার হাঁটুর চোট ভাবাচ্ছে কোচ রবি ফাওলারকে ৷ দেশের প্রথম সারির এই ফুটবলার আসন্ন টুর্নামেন্টে SC ইস্টবেঙ্গলের অন্য়তম ভরসা ৷ কেরল ব্লাস্টার্সের সঙ্গে প্র্য়াকটিস ম্য়াচে হাঁটুতে চোট পান তিনি ৷ সেই চোট নিয়েই উদ্বেগ বেড়েছে ইস্টবেঙ্গল শিবিরে ৷

তবে, চুলোভার চোট কতটা গভীর তা এখনও জানা যায়নি ৷ MRI রিপোর্ট আসার পরে চুলোভার চোটের গভীরতা সামনে আসবে । শোনা যাচ্ছে চোট গভীর হলে তাঁকে রিহ্য়াবের জন্য় কলকাতায় পাঠানো হবে ৷ তাঁর বদলে রিনো অ্য়ান্টোকে গোয়ায় পাঠানোর কথা বলা হয়েছে ৷ তবে, সেই প্রস্তাবে এখনো কোনো শিলমোহর দেওয়া হয়নি ৷ একইভাবে ইস্টবেঙ্গলের তরফেও চুলোভার চোট নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ এই অবস্থায় কোচ রবি ফাওলার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল ও ম্য়ানেজমেন্ট ৷ শোনা যাচ্ছে তিনি বদলি ফুটবলার উড়িয়ে আনতে রাজি নন ৷ গোয়ায় এই মুহূর্তে ইস্টবেঙ্গলের 30 জন ফুটবলার রয়েছেন ৷ সেখানে 27 জনের নাম চূড়ান্ত দলের জন্য় প্রাথমিকভাবে রাখা হয়েছে ৷ চুলোভা ছিটকে গেলে তাঁর জায়গায় গোয়ায় থাকা ফুটবলারদের মধ্য়ে থেকেই বিকল্প বাছা হতে পারে ৷

27 নভেম্বর ISL-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্য়াচ ৷ প্রতিপক্ষা ATK মোহনবাগান ৷ যা এইবারের ISL-এ সবচেয়ে বড় লড়াই হতে চলেছে ৷ সেই ম্য়াচের আগে দল গুছিয়ে নেওয়াই লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের লক্ষ্য় ৷ সেই লক্ষ্য়ে দু’বেলা ইস্টবেঙ্গল ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন কোচ রবি ফাওলার ৷ প্র্য়াকটিস ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে জয় স্বস্তি দিলেও, দলে এখনও কিছু খামতি রয়েছে বলে মনে করছেন রবি ৷ তা দ্রুত শুধরে নিতে চাইছেন ব্রিটিশ এই কোচ ৷ পাশাপাশি দলের প্রতিটি ফুটবলারের আগ্রাসী মনোভাবে খুশি SC ইস্টবেঙ্গলের ম্য়ানেজমেন্টও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.