ETV Bharat / sports

East Bengal New Coach : ইস্টবেঙ্গলের নয়া কোচ মারিও রিভেরা

2018 সালে আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে লাল-হলুদে এসেছিলেন মারিও রিভেরা (East Bengal New Coach) ৷

East Bengal New Coach
ইস্টবেঙ্গলের নয়া কোচ মারিও রিভেরা
author img

By

Published : Jan 1, 2022, 3:57 PM IST

Updated : Jan 1, 2022, 9:21 PM IST

পানাজি, 1 জানুয়ারি : আইএসএলে ব্যর্থতার জেরে হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এসসি ইস্টবেঙ্গল ৷ এবার তাঁর জায়গায় বসানো হল আরেক স্প্যানিশ কোচ মারিও রিভেরাকে (East Bengal announces their New Coach) ৷ এর আগে 2018 সালে আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে লাল-হলুদে এসেছিলেন তিনি ৷

পরের মরশুমে আলেজান্দ্রো চলে যাওয়ার পর দলের দায়িত্ব নেন মারিও । সেই সময়ও ইস্টবেঙ্গল একেবারেই ভাল জায়গায় ছিল না । সেখান থেকে আই লিগ জিততে না পারলেও দলকে রানার্স করেছিলেন মারিও । যদিও দায়িত্ব পেলেও এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি ৷ আইএসএলের নিয়ম অনুযায়ী আপাতত নিভৃতবাসে থাকতে হবে তাঁকে ৷ ততদিন অস্থায়ী ভাবে কোচের দায়িত্বে থাকছেন রেনেডি সিং ৷

অন্যদিকে শোনা যাচ্ছে, গত মরশুমে ভাল খেলা ব্রাইট এনোবাখারেকেও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে পারে ইস্টবেঙ্গল । গত মরশুমে 12টি ম্যাচে তিনটি গোল করেছিলেন ব্রাইট । একটা অ্যাসিস্টও ছিল তাঁর । সেবারও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লাল-হলুদে এসেছিলেন উইগান অ্যাথলেটিক্সে খেলা এই নাইজেরিয়ান স্ট্রাইকার ।

আরও পড়ুন : এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, প্রথম জয়ের স্বাদ পেল না লাল-হলুদ

চলতি আইএসএলে লিগ টেবিলের একদম তলানিতে রয়েছে এসসি ইস্টবেঙ্গল । এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি পেরোসেভিচ-চিমা চুকুরা । এই অবস্থায় নতুন বছরে ব্রাইট-মারিও এসে লাল-হলুদের ভাগ্য ফেরাতে পারেন কিনা সেটাই দেখার ।

পানাজি, 1 জানুয়ারি : আইএসএলে ব্যর্থতার জেরে হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এসসি ইস্টবেঙ্গল ৷ এবার তাঁর জায়গায় বসানো হল আরেক স্প্যানিশ কোচ মারিও রিভেরাকে (East Bengal announces their New Coach) ৷ এর আগে 2018 সালে আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে লাল-হলুদে এসেছিলেন তিনি ৷

পরের মরশুমে আলেজান্দ্রো চলে যাওয়ার পর দলের দায়িত্ব নেন মারিও । সেই সময়ও ইস্টবেঙ্গল একেবারেই ভাল জায়গায় ছিল না । সেখান থেকে আই লিগ জিততে না পারলেও দলকে রানার্স করেছিলেন মারিও । যদিও দায়িত্ব পেলেও এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি ৷ আইএসএলের নিয়ম অনুযায়ী আপাতত নিভৃতবাসে থাকতে হবে তাঁকে ৷ ততদিন অস্থায়ী ভাবে কোচের দায়িত্বে থাকছেন রেনেডি সিং ৷

অন্যদিকে শোনা যাচ্ছে, গত মরশুমে ভাল খেলা ব্রাইট এনোবাখারেকেও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে পারে ইস্টবেঙ্গল । গত মরশুমে 12টি ম্যাচে তিনটি গোল করেছিলেন ব্রাইট । একটা অ্যাসিস্টও ছিল তাঁর । সেবারও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লাল-হলুদে এসেছিলেন উইগান অ্যাথলেটিক্সে খেলা এই নাইজেরিয়ান স্ট্রাইকার ।

আরও পড়ুন : এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, প্রথম জয়ের স্বাদ পেল না লাল-হলুদ

চলতি আইএসএলে লিগ টেবিলের একদম তলানিতে রয়েছে এসসি ইস্টবেঙ্গল । এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি পেরোসেভিচ-চিমা চুকুরা । এই অবস্থায় নতুন বছরে ব্রাইট-মারিও এসে লাল-হলুদের ভাগ্য ফেরাতে পারেন কিনা সেটাই দেখার ।

Last Updated : Jan 1, 2022, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.