কলকাতা, 30 অক্টোবর : কোরোনা আক্রান্ত সঞ্জয় সেন । কোভিড পজিটিভ হওয়ায় ATK-মোহনবাগান দলের সঙ্গে গোয়ায় যেতে পারেননি আন্তেনিও লোপেজ হাবাসের ডেপুটি । তবে সঞ্জয় সেন আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । ATK-মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন । হোম কোয়ারান্টিনে থাকার পরে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই গোয়াতে উদ্দেশে রওনা দেবেন । তবে, সেরে ওঠার পরেও গোয়ায় গিয়ে বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনে থাকতে হবে সঞ্জয় সেনকে ৷ তার পরেই দলের অনুশীলনে যোগ দিতে পারবেন ।
জানা গিয়েছে, দ্বিতীয়ার দিন কোভিড পজিটিভ হন সঞ্জয় সেন । ইতিমধ্যে বারো দিন অতিক্রান্ত হয়েছে । শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকের পরিমর্শ মেনে কোভিড টেস্টে করিয়েই তিনি গোয়ায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন । এদিকে আন্তেনিও লোপেজ হাবাস পুরো দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন । কুড়ি নভেম্বর ISL শুরু হচ্ছে । নতুন মরসুমে শক্তিশালী দল গড়েছে ATK-মোহনবাগান । গতবারের চ্যাম্পিয়ন হাবাসের দল । ফলে খেতাব ধরে রাখার বাড়তি তাগিদও রয়েছে । তাই দু'বেলা অনুশীলন করাচ্ছেন দলকে ।
আগামী 14 নভেম্বর ATK-মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলবে । প্রতিপক্ষ FC গোয়া । প্রস্তুতি এবং প্র্যাকটিস ম্যাচ খেলানোর মধ্যে দিয়ে দলকে তৈরি করার কাজে ব্যস্ত হাবাস ।