ETV Bharat / sports

কল্যাণীতে হতে পারে অনূর্ধ্ব-15 SAFF কাপ, আনার চেষ্টা পাকিস্তানকে

IFA সচিবের পদে বসার পরই বাংলার ফুটবলের বন্ধ হয়ে যাওয়া প্রতিযোগিতা ফের শুরু করতে চাইছেন জয়দীপ মুখোপাধ্য়ায় । পুরো SAFF কাপ বাংলার মাটিতে আয়োজন নিয়ে তাই ভাবছে IFA ৷

কল্যাণীতে হতে পারে অনূর্ধ্ব-15 SAFF কাপ, আনার চেষ্টা পাকিস্তানকে
author img

By

Published : Jul 16, 2019, 5:16 AM IST

Updated : Jul 16, 2019, 5:40 AM IST

কলকাতা, 16 জুলাই : অনূর্ধ্ব-15 SAFF কাপের আসর বসতে চলেছে এরাজ্যে । গতকাল SAFF কাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় । আপাতত ঠিক হয়েছে কল্যাণী স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে । SAFF গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা করার পরিকল্পনা থাকলেও পাকিস্তানকে খেলানো যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

গত বছর ভারতের মাটিতে হকি টুর্নামেন্টে খেলতে আসতে পারেনি পাকিস্তান । তাই বয়সভিত্তিক SAFF কাপ হলেও পাকিস্তানের যোগদানের বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করবে । IFA সচিবের পদে বসার পরই বাংলার ফুটবলের বন্ধ হয়ে যাওয়া প্রতিযোগিতা ফের শুরু করতে চাইছেন জয়দীপ মুখোপাধ্য়ায় । তবে পুরো SAFF কাপ বাংলার মাটিতে আয়োজনের বিষয়টি এখনও পরিকল্পনার স্তরে রয়েছে । সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে আয়োজিত হতে পারে ফুটবল টুর্নামেন্টটি ।

এদিকে ডুরান্ড কাপের সম্ভাব্য ক্রীড়াসূচি সামনে এলেও কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ক্রীড়াসূচি এখনও আসেনি । সচিব বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই ক্রীড়াসূচি প্রকাশিত হবে । সম্ভবত 23 জুলাই বল গড়াবে প্রিমিয়ার ডিভিশনের । সেখানে তিন প্রধান নিজেদের মাঠে খেলার ব্যাপারে আশ্বাস দিয়েছে । গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সম্ভবত নামবে 26 জুলাই । পরদিন নামবে ইস্টবেঙ্গল । আপাতত নিচের ডিভিশনের সূচি নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে ।

গতকাল আরও একটি বিষয়ে সিদ্ধান্ত নেওযা হয় IFA-র তরফে ৷ গন্ডগোলের জেরে পরিত্যক্ত হয়ে গিয়েছিল সারা বাংলা ছোটোদের লিগের ফাইনাল । গতকাল IFA ফাইনালে ওঠা ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় । জয়দীপবাবু বলেন, "ফুটবল ঘিরে বাঙালির আবেগ চিরকালের । কিন্তু তা গন্ডগোলে যাতে পরিণত না হয় সেজন্য কড়া নজরদারি জরুরি । তবে কলকাতা লিগে বিষয়টি নিয়ে সচেষ্ট থাকা হবে ।"

কলকাতা, 16 জুলাই : অনূর্ধ্ব-15 SAFF কাপের আসর বসতে চলেছে এরাজ্যে । গতকাল SAFF কাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় । আপাতত ঠিক হয়েছে কল্যাণী স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে । SAFF গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা করার পরিকল্পনা থাকলেও পাকিস্তানকে খেলানো যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

গত বছর ভারতের মাটিতে হকি টুর্নামেন্টে খেলতে আসতে পারেনি পাকিস্তান । তাই বয়সভিত্তিক SAFF কাপ হলেও পাকিস্তানের যোগদানের বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করবে । IFA সচিবের পদে বসার পরই বাংলার ফুটবলের বন্ধ হয়ে যাওয়া প্রতিযোগিতা ফের শুরু করতে চাইছেন জয়দীপ মুখোপাধ্য়ায় । তবে পুরো SAFF কাপ বাংলার মাটিতে আয়োজনের বিষয়টি এখনও পরিকল্পনার স্তরে রয়েছে । সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে আয়োজিত হতে পারে ফুটবল টুর্নামেন্টটি ।

এদিকে ডুরান্ড কাপের সম্ভাব্য ক্রীড়াসূচি সামনে এলেও কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ক্রীড়াসূচি এখনও আসেনি । সচিব বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই ক্রীড়াসূচি প্রকাশিত হবে । সম্ভবত 23 জুলাই বল গড়াবে প্রিমিয়ার ডিভিশনের । সেখানে তিন প্রধান নিজেদের মাঠে খেলার ব্যাপারে আশ্বাস দিয়েছে । গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সম্ভবত নামবে 26 জুলাই । পরদিন নামবে ইস্টবেঙ্গল । আপাতত নিচের ডিভিশনের সূচি নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে ।

গতকাল আরও একটি বিষয়ে সিদ্ধান্ত নেওযা হয় IFA-র তরফে ৷ গন্ডগোলের জেরে পরিত্যক্ত হয়ে গিয়েছিল সারা বাংলা ছোটোদের লিগের ফাইনাল । গতকাল IFA ফাইনালে ওঠা ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় । জয়দীপবাবু বলেন, "ফুটবল ঘিরে বাঙালির আবেগ চিরকালের । কিন্তু তা গন্ডগোলে যাতে পরিণত না হয় সেজন্য কড়া নজরদারি জরুরি । তবে কলকাতা লিগে বিষয়টি নিয়ে সচেষ্ট থাকা হবে ।"

Intro:football


Body:sports


Conclusion:
Last Updated : Jul 16, 2019, 5:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.