ETV Bharat / sports

SAFF Championship 2021 : দশজনের বাংলাদেশকে হারাতে ব্যর্থ সুনীলরা - সাফ কাপ

প্রথমার্ধে দুদলই আক্রমণ হেনে গোল পাওয়ার চেষ্টা করেছিল । তুলনায় ভারতীয় দল সুযোগ পেয়েছিল বেশি । সুনীল ছেত্রী এবং উদান্ত সিং সুযোগ পেলেও গোল করতে পারেননি । পাশাপাশি তপু এবং রফিক সুযোগ পেলেও বাংলাদেশকে এগিয়ে দিতে পারেননি ।

Ind-bangladesh
দশজনের বাংলাদেশকে হারাতে ব্যর্থ সুনীলরা
author img

By

Published : Oct 4, 2021, 10:38 PM IST

মালে(মালদ্বীপ), 4 অক্টোবর : ফুটবল সম্রাট পেলের আর্ন্তজাতিক গোল সংখ্যার আরও কাছে পৌছে গেলেন সুনীল ছেত্রী । সাফ কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের 25 মিনিটে তাঁর গোল ভারতকে এগিয়ে দিয়েছিল । ব্যক্তিগত কৃতিত্বের খুব কাছে পৌঁছে যাওয়ার দিনে হাসি মুখে মাঠ ছাড়তে পারলেন না ভারত অধিনায়ক । 74 মিনিটে ইয়াসিন আরাফতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ । সেই সঙ্গে ভারতের জয় দিয়ে সাফ অভিযান শুরু করার স্বপ্ন শেষ হয়ে যায় । 1-1 গোলে ম্যাচ ড্র হয়।

তবে বাংলাদেশ শেষ কিছুক্ষণ 10 জনে খেলেছিল ৷ তাদের খেলোয়াড় বিশ্বনাথ লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ম্যাচের 54 মিনিটে ৷ লিস্টন কোলাসোর গোলমুখি দৌড় থামাতে পেছন থেকে বিশ্বনাথ তাঁকে টেনে ফেলে দেন । প্রতিপক্ষকে আধঘণ্টার বেশি সময় দশজনে পেয়েও ভারতীয় দল জয় হাসিল করতে ব্যর্থ ।


প্রথমার্ধে দুদলই আক্রমণ হেনে গোল পাওয়ার চেষ্টা করেছিল । তুলনায় ভারতীয় দল সুযোগ পেয়েছিল বেশি । সুনীল ছেত্রী এবং উদান্ত সিং সুযোগ পেলেও গোল করতে পারেননি । পাশাপাশি তপু এবং রফিক সুযোগ পেলেও বাংলাদেশকে এগিয়ে দিতে পারেননি ।

এই সংক্রান্ত খবর : চেনা প্রতিপক্ষ, তবু সাফের শুরুতে সাবধানী স্টিম্যাচ


সাফ কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ফুটবলারদের সামগ্রিক পারফরম্যান্স মোটেই আহামরি নয় । বিশেষ করে বোঝাপড়ার অভাব স্পষ্ট । যা প্রতিপক্ষকে দশজনে পেয়েও এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ।


গত ছয়মাসের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল তিনটি ম্যাচের পারফরম্যান্স গ্রাফ মোটেই আহামরি নয় । ফিফার ক্রমপর্যায়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের সেই দাপট দেখতে ব্যর্থ । সোমবার সাফ কাপেও সেই ছবি বদলালো না ।

মালে(মালদ্বীপ), 4 অক্টোবর : ফুটবল সম্রাট পেলের আর্ন্তজাতিক গোল সংখ্যার আরও কাছে পৌছে গেলেন সুনীল ছেত্রী । সাফ কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের 25 মিনিটে তাঁর গোল ভারতকে এগিয়ে দিয়েছিল । ব্যক্তিগত কৃতিত্বের খুব কাছে পৌঁছে যাওয়ার দিনে হাসি মুখে মাঠ ছাড়তে পারলেন না ভারত অধিনায়ক । 74 মিনিটে ইয়াসিন আরাফতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ । সেই সঙ্গে ভারতের জয় দিয়ে সাফ অভিযান শুরু করার স্বপ্ন শেষ হয়ে যায় । 1-1 গোলে ম্যাচ ড্র হয়।

তবে বাংলাদেশ শেষ কিছুক্ষণ 10 জনে খেলেছিল ৷ তাদের খেলোয়াড় বিশ্বনাথ লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ম্যাচের 54 মিনিটে ৷ লিস্টন কোলাসোর গোলমুখি দৌড় থামাতে পেছন থেকে বিশ্বনাথ তাঁকে টেনে ফেলে দেন । প্রতিপক্ষকে আধঘণ্টার বেশি সময় দশজনে পেয়েও ভারতীয় দল জয় হাসিল করতে ব্যর্থ ।


প্রথমার্ধে দুদলই আক্রমণ হেনে গোল পাওয়ার চেষ্টা করেছিল । তুলনায় ভারতীয় দল সুযোগ পেয়েছিল বেশি । সুনীল ছেত্রী এবং উদান্ত সিং সুযোগ পেলেও গোল করতে পারেননি । পাশাপাশি তপু এবং রফিক সুযোগ পেলেও বাংলাদেশকে এগিয়ে দিতে পারেননি ।

এই সংক্রান্ত খবর : চেনা প্রতিপক্ষ, তবু সাফের শুরুতে সাবধানী স্টিম্যাচ


সাফ কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ফুটবলারদের সামগ্রিক পারফরম্যান্স মোটেই আহামরি নয় । বিশেষ করে বোঝাপড়ার অভাব স্পষ্ট । যা প্রতিপক্ষকে দশজনে পেয়েও এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ।


গত ছয়মাসের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল তিনটি ম্যাচের পারফরম্যান্স গ্রাফ মোটেই আহামরি নয় । ফিফার ক্রমপর্যায়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের সেই দাপট দেখতে ব্যর্থ । সোমবার সাফ কাপেও সেই ছবি বদলালো না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.