ETV Bharat / sports

নতুন মরশুমে ইস্টবেঙ্গলের কোচ কি রিবেরাই ? জল্পনা তুঙ্গে - rumour that again mario ribera will join eastbengal as new season coach

স্বীকার করা না হলেও জানা গেছে, লাল-হলুদ কর্তারা দুই প্রাক্তন ফুটবলার চন্দন দাস এবং আলভিটো ডি কুনহাকে নিয়ে মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন ।

mario ribera
mario ribera
author img

By

Published : Apr 27, 2020, 10:24 PM IST

কলকাতা, 27 এপ্রিল: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায় ফের মারিও রিবেরাকে দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে । কিন্তু, দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন । নতুন মরশুমের কোচ নিয়োগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন তিনি ।

নতুন মরশুমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন লাল-হলুদ কর্তারা । কিন্তু কোচ নির্বাচন না করেই দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তনরা । মনে করা হচ্ছে, প্রাক্তনদের সমালোচনাকে সামাল দিতেই কোচ নিয়োগের তত্ত্বকে সামনে নিয়ে আসা হয়েছে । তবে স্বীকার না করা হলেও জানা গেছে লাল-হলুদ কর্তারা দুই প্রাক্তন ফুটবলার চন্দন দাস এবং আলভিটো ডি কুনহাকে নিয়ে মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে ফিজিও কার্লোস নোদারও ছিলেন । তাদের নিয়ে নতুন মরশুমের দল গঠন নিয়ে আলোচনা হয় । দল গঠনের ক্ষেত্রে বিভিন্ন ফুটবলার এবং মারিও রিবেরার কাছ থেকে সম্ভাব্য ফুটবলারদের তালিকা নিয়েছিল ইস্টবেঙ্গল । সেই মতো দল গঠন প্রক্রিয়া শুরু করেছেন বলে দাবি করা হয়েছে । তাই শেষ পর্যন্ত এই স্প্যানিশ কোচের হাতে ইস্টবেঙ্গলের দায়িত্ব গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ।

ISL-এ ইস্টবেঙ্গলের এবার খেলার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে । কয়েকদিন আগেও ইস্টবেঙ্গলের কর্তারা জোর দিয়ে বলছিলেন, ISL-এ তাদের যোগদান কার্যত নিশ্চিত । কিন্তু ISL নির্দিষ্ট সময়ে শুরু হবে কি না সেটাই এখন বড় প্রশ্ন । ম্যাচ সংখ্যা এবং দল সংখ্যা বাড়বে কি না তা নিয়েও সংশয় রয়েছে । তাই ইস্টবেঙ্গলের ISL-এ যোগদান অনেককিছুর উপর নির্ভর করবে ।

বিদেশি ফুটবলারদের দেশে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করা হচ্ছে । তাই বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে । মারিও রিবেরার পাশাপাশি তাই ক্লিফোর্ড মিরান্ডাকেও তালিকায় রেখেছে ইস্টবেঙ্গল ।

কলকাতা, 27 এপ্রিল: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায় ফের মারিও রিবেরাকে দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে । কিন্তু, দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন । নতুন মরশুমের কোচ নিয়োগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন তিনি ।

নতুন মরশুমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন লাল-হলুদ কর্তারা । কিন্তু কোচ নির্বাচন না করেই দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তনরা । মনে করা হচ্ছে, প্রাক্তনদের সমালোচনাকে সামাল দিতেই কোচ নিয়োগের তত্ত্বকে সামনে নিয়ে আসা হয়েছে । তবে স্বীকার না করা হলেও জানা গেছে লাল-হলুদ কর্তারা দুই প্রাক্তন ফুটবলার চন্দন দাস এবং আলভিটো ডি কুনহাকে নিয়ে মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে ফিজিও কার্লোস নোদারও ছিলেন । তাদের নিয়ে নতুন মরশুমের দল গঠন নিয়ে আলোচনা হয় । দল গঠনের ক্ষেত্রে বিভিন্ন ফুটবলার এবং মারিও রিবেরার কাছ থেকে সম্ভাব্য ফুটবলারদের তালিকা নিয়েছিল ইস্টবেঙ্গল । সেই মতো দল গঠন প্রক্রিয়া শুরু করেছেন বলে দাবি করা হয়েছে । তাই শেষ পর্যন্ত এই স্প্যানিশ কোচের হাতে ইস্টবেঙ্গলের দায়িত্ব গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ।

ISL-এ ইস্টবেঙ্গলের এবার খেলার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে । কয়েকদিন আগেও ইস্টবেঙ্গলের কর্তারা জোর দিয়ে বলছিলেন, ISL-এ তাদের যোগদান কার্যত নিশ্চিত । কিন্তু ISL নির্দিষ্ট সময়ে শুরু হবে কি না সেটাই এখন বড় প্রশ্ন । ম্যাচ সংখ্যা এবং দল সংখ্যা বাড়বে কি না তা নিয়েও সংশয় রয়েছে । তাই ইস্টবেঙ্গলের ISL-এ যোগদান অনেককিছুর উপর নির্ভর করবে ।

বিদেশি ফুটবলারদের দেশে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করা হচ্ছে । তাই বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে । মারিও রিবেরার পাশাপাশি তাই ক্লিফোর্ড মিরান্ডাকেও তালিকায় রেখেছে ইস্টবেঙ্গল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.