ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার "এ" লিগের স্ট্রাইকারকে দলে নিল ATK - kolkata

স্ট্রাইকার হিসেবে রয় কৃষ্ণাকে সই করাল ATK । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের।

atk
author img

By

Published : Jun 19, 2019, 6:29 AM IST

কলকাতা, 19 জুন : নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার ওপর নজর দিল ATK । স্ট্রাইকার হিসেবে তারা রয় কৃষ্ণাকে সই করাল । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের। ওয়েলিংটন ফোনেক্স এফসি-র হয়ে গত মরসুমে খেলা ছাড়াও ফিজির জাতীয় দলের নেতৃত্বে ছিলেন রয় কৃষ্ণা । অস্ট্রেলিয়ার ক্লাব দলের হয়ে ২৭টি ম্যাচে ১৯টি গোল করেছেন । লেফট উইঙ্গার খেলা ফুটবলারটির পাস থেকে একাধিক গোল হয়েছে ।

নিউজ়িল্যান্ডের ক্লাব ফুটবলে ওয়েটাকেরে ইউনাইটেডের হয়ে খেলার সময় নজরে পড়েন তিনি । এর আগে ২০০৮ সালে ফিজির ফুটবল ক্লাব লাবাসা এফসি-তে খেলতেন তিনি । ২০১৪ সাল থেকে রয় কৃষ্ণা ওয়েলিংটন ফোনেক্স এফসিতে খেলা শুরু করেন । ২০১৮—২০১৯ লিগ মরসুমে গোল্ডেন বুট পাওয়া ছাড়াও জনি ওয়ারেন পদক জেতেন ।

অস্ট্রেলিয়ার "এ" লিগের সেরা স্ট্রাইকারকে দলে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ATK কোচ অ্যান্টিনিও হাবাস । “রয় কৃষ্ণা আমাদের নতুন মরসুমে প্রথম আন্তর্জাতিক স্ট্রাইকার । গোল করার ক্ষমতা ছাড়াও মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে । ওর যোগদানে আমাদের আক্রমণে বৈচিত্র্য বাড়বে । একই সঙ্গে ও দলের সামগ্রিক আত্মবিশ্বাস বাড়াবে ।” মন্তব্য লাল সাদা কোচের ।

কলকাতা, 19 জুন : নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার ওপর নজর দিল ATK । স্ট্রাইকার হিসেবে তারা রয় কৃষ্ণাকে সই করাল । অস্ট্রেলিয়ার "এ" লিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের। ওয়েলিংটন ফোনেক্স এফসি-র হয়ে গত মরসুমে খেলা ছাড়াও ফিজির জাতীয় দলের নেতৃত্বে ছিলেন রয় কৃষ্ণা । অস্ট্রেলিয়ার ক্লাব দলের হয়ে ২৭টি ম্যাচে ১৯টি গোল করেছেন । লেফট উইঙ্গার খেলা ফুটবলারটির পাস থেকে একাধিক গোল হয়েছে ।

নিউজ়িল্যান্ডের ক্লাব ফুটবলে ওয়েটাকেরে ইউনাইটেডের হয়ে খেলার সময় নজরে পড়েন তিনি । এর আগে ২০০৮ সালে ফিজির ফুটবল ক্লাব লাবাসা এফসি-তে খেলতেন তিনি । ২০১৪ সাল থেকে রয় কৃষ্ণা ওয়েলিংটন ফোনেক্স এফসিতে খেলা শুরু করেন । ২০১৮—২০১৯ লিগ মরসুমে গোল্ডেন বুট পাওয়া ছাড়াও জনি ওয়ারেন পদক জেতেন ।

অস্ট্রেলিয়ার "এ" লিগের সেরা স্ট্রাইকারকে দলে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ATK কোচ অ্যান্টিনিও হাবাস । “রয় কৃষ্ণা আমাদের নতুন মরসুমে প্রথম আন্তর্জাতিক স্ট্রাইকার । গোল করার ক্ষমতা ছাড়াও মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে । ওর যোগদানে আমাদের আক্রমণে বৈচিত্র্য বাড়বে । একই সঙ্গে ও দলের সামগ্রিক আত্মবিশ্বাস বাড়াবে ।” মন্তব্য লাল সাদা কোচের ।

Intro:অস্ট্রেলিয়ার এ লিগের স্ট্রাইকারকে দলে নিল এটিকে

কলকাতা,১৮জুনঃ নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার ওপর নজর দিল এটিকে। স্ট্রাইকার হিসেবে তারা রয় কৃষ্ণাকে সই করালো। অস্ট্রেলিয়ার এলিগে খেলা স্ট্রাইকারের যোগদানে স্বাভাবিক ভাবেই গোল করার লোকের অভাব মিটবে লাল সাদা শিবিরের। ওয়েলিংটন ফোনেক্স এফসির হয়ে গত মরসুমে খেলা ছাড়াও ফিজির জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন রয় কৃষ্ণা। অস্ট্রেলিয়ার ক্লাব দলের হৎে ২৭ ম্যাচে ১৯টি গোল করেছেন। লেফট উইঙ্গার খেলা ফুটবলারটির পাস থেকে একাধিক গোল হয়েছে।
নিউজিল্যান্ডের ক্লাব ফুটবলে ওয়েটাকেরে ইউনাইটেডের হয়ে খেলার সময় নজরে পড়েন তিনি। এর আগে ২০০৮ সালে ফিজির ফুটবল ক্লাব লাবাসা এফসিতে খেলতেন তিনি। ২০১৪ সাল থেকে রয় কৃষ্ণা ওয়েলিংটন ফোনেক্স এফসিতে খেলা শুরু করেন। ২০১৮—২০১৯ এ লিগ মরসুমে গোল্ডন বুট পাওয়া ছাড়া জনি ওয়ারেন পদক জিতে নেন।
অস্ট্রেলিয়ার এ লিগের সেরা স্ট্রাইকারকে দলে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এটিকে কোচ অ্যান্টিনিও হাবাস। “রয় কৃষ্ণা আমাদের নতুন মরসুমে প্রথম আর্ন্তজাতিক স্ট্রাইকার। দুরন্ত গোল করার ক্ষমতা ছাড়াও মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। ওঁর যোগদানে আমাদের আক্রমনে বৈচিত্র্য বাড়বে। একই সঙ্গে দলের সামগ্রিক আত্মবিশ্বাস বাড়াবে,”মন্তব্য লাল সাদা কোচের।Body:AtkConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.