ETV Bharat / sports

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর ড্র - ফুটবল

3 মিনিটে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফলেছিলেন সের্গে কেভিন । কিন্তু রয় কৃষ্ণ শেষ মুহূর্তে গোল করে ATK- র হার বাঁচান ।

রোমাঞ্চকর ড্র
রোমাঞ্চকর ড্র
author img

By

Published : Dec 1, 2019, 2:21 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর : রাখে কৃষ্ণ মারে কে, বাংলা প্রবাদটি আন্তেনিও লোপেজ হাবাস গতকাল রাতের পরে জানলেন । রয় কৃষ্ণর শেষ মিনিটের গোলে হার বাঁচালো কলকাতা । অতিরিক্ত সময়ে গোল এবং পালটা গোল । গতকালের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হাজার তেত্রিশ দর্শক একটি রোমাঞ্চকর ফুটবল যুদ্ধের সাক্ষী রইলেন ।

ATK বনাম মুম্বই সিটি FC- র খেলা ড্র । ম্যাচের ফল 2-2 । 93 মিনিটে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফলেছিলেন সের্গে কেভিন । কিন্তু রয় কৃষ্ণ শেষ মুহূর্তে গোল করে ATK- র হার বাঁচান । ম্যাচে সেরার পুরস্কার অবশ্য মুম্বই য়ের কেভিনের হাতে উঠেছে । 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে ATK । তবে সমসংখ্যক ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু FC ।

ওড়িশার বিরুদ্ধে ড্র- এর ধাক্কা সরিয়ে পুরো পয়েন্টের জন্যে মরিয়া ছিল আন্তেনিও হাবাসের ছেলেরা । একই সঙ্গে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করতে চেয়েছিল তারা । ফলে মুম্বই সিটি FC- র আক্রমনের চাপ বাড়াতে থাকে । মুম্বই প্রতিপক্ষের চাপ সামলে পালটা চাপ দিতে থাকে। ফলে খেলাটি উপভোগ্য হয়ে উঠেছিল । 38মিনিটে লুই গার্সিয়ার ডিফেন্স চেরা পাস থেকে করা সোসাইরাজের গোলে এগিয়ে যায় ATK । এসময় মনে হয়েছিল ঘরের মাঠে ম্যাচের রাশ হাবাসের ছেলেরা তুলে নেবে । কিন্তু পিছিয়ে পড়লেও থমকে যায়নি রনবীর কাপুরের মালিকানাধীন দলটি । বরং দ্রুত সামলে নিয়ে কলকাতার উপর পালটা চাপ বাড়াতে থাকে । 62 মিনিটে প্রতীক চৌধুরির গোল সেই দাপুটে প্রত্যাঘাতের ফসল । বাকি সময় দুই দল রাশ দখলে নেওয়ার চেষ্টা করলেও কাজের কাজটি করতে ব্যর্থ । কিন্তু ম্যাচের 93 মিনিটে মুম্বইকে এগিয়ে দিয়েছিলেন সের্গে কেভিন ।পরের মিনিটে মুম্বইয়ের সার্থক গলুইয়ের ভুলকে কাজে লাগিয়ে ATK- র হার বাচান রয় কৃষ্ণ ।

কলকাতা, 1 ডিসেম্বর : রাখে কৃষ্ণ মারে কে, বাংলা প্রবাদটি আন্তেনিও লোপেজ হাবাস গতকাল রাতের পরে জানলেন । রয় কৃষ্ণর শেষ মিনিটের গোলে হার বাঁচালো কলকাতা । অতিরিক্ত সময়ে গোল এবং পালটা গোল । গতকালের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হাজার তেত্রিশ দর্শক একটি রোমাঞ্চকর ফুটবল যুদ্ধের সাক্ষী রইলেন ।

ATK বনাম মুম্বই সিটি FC- র খেলা ড্র । ম্যাচের ফল 2-2 । 93 মিনিটে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফলেছিলেন সের্গে কেভিন । কিন্তু রয় কৃষ্ণ শেষ মুহূর্তে গোল করে ATK- র হার বাঁচান । ম্যাচে সেরার পুরস্কার অবশ্য মুম্বই য়ের কেভিনের হাতে উঠেছে । 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে ATK । তবে সমসংখ্যক ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু FC ।

ওড়িশার বিরুদ্ধে ড্র- এর ধাক্কা সরিয়ে পুরো পয়েন্টের জন্যে মরিয়া ছিল আন্তেনিও হাবাসের ছেলেরা । একই সঙ্গে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করতে চেয়েছিল তারা । ফলে মুম্বই সিটি FC- র আক্রমনের চাপ বাড়াতে থাকে । মুম্বই প্রতিপক্ষের চাপ সামলে পালটা চাপ দিতে থাকে। ফলে খেলাটি উপভোগ্য হয়ে উঠেছিল । 38মিনিটে লুই গার্সিয়ার ডিফেন্স চেরা পাস থেকে করা সোসাইরাজের গোলে এগিয়ে যায় ATK । এসময় মনে হয়েছিল ঘরের মাঠে ম্যাচের রাশ হাবাসের ছেলেরা তুলে নেবে । কিন্তু পিছিয়ে পড়লেও থমকে যায়নি রনবীর কাপুরের মালিকানাধীন দলটি । বরং দ্রুত সামলে নিয়ে কলকাতার উপর পালটা চাপ বাড়াতে থাকে । 62 মিনিটে প্রতীক চৌধুরির গোল সেই দাপুটে প্রত্যাঘাতের ফসল । বাকি সময় দুই দল রাশ দখলে নেওয়ার চেষ্টা করলেও কাজের কাজটি করতে ব্যর্থ । কিন্তু ম্যাচের 93 মিনিটে মুম্বইকে এগিয়ে দিয়েছিলেন সের্গে কেভিন ।পরের মিনিটে মুম্বইয়ের সার্থক গলুইয়ের ভুলকে কাজে লাগিয়ে ATK- র হার বাচান রয় কৃষ্ণ ।

Intro:রাখে কৃষ্ণ মারে কে,বাংলা প্রবাদটি আন্তেনিও লোপেজ হাবাস শনিবারের রাতের পরে জানলেন। রয় কৃষ্ণর শেষ মিনিটের গোলে হার বাচালো কলকাতা।
অতিরিক্ত সময়ে গোল এবং পাল্টা গোল। শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হাজার তেত্রিশ দর্শক একটি রোমাঞ্চকর ফুটবল যুদ্ধের সাক্ষী রইলেন।এটিকে বনাম মুম্বই সিটি এফসির খেলা ড্র। ম্যাচের ফল 2-2। তিরানব্বই মিনিটে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফলেছিলেন সের্গে কেভিন।কিন্তু রয় কৃষ্ণ শেষ মুহূর্তে গোল করে এটিকের হার বাচান। ম্যাচের সেরার পুরস্কার অবশ্য মুম্বই য়ের কেভিনের হাতে উঠেছে। 6ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে এটিকে।তবে সমসংখ্যক ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি।
ওড়িশার বিরুদ্ধে ড্র এর ধাক্কা সরিয়ে পুরো পয়েন্টের জন্যে মরিয়া ছিল আন্তেনিও হাবাসের ছেলেরা।একই সঙ্গে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করতে চেয়েছিল।ফলে মুম্বই সিটি এফসির আক্রমনের চাপ বাড়াতে থাকে।মুম্বই প্রতিপক্ষের চাপ সামলে পাল্টা চাপ দিতে থাকে। ফলে খেলাটি উপভোগ্য হয়ে উঠেছিল। 38মিনিটে লুই গার্সিয়ার ডিফেন্স চেরা পাস থেকে করা সোসাইরাজের গোলে এগিয়ে যায় এটিকে। এসময় মনে হয়েছিল ঘরের মাঠে ম্যাচের রাশ হাবাসের ছেলেরা তুলে নেবে।কিন্তু পিছিয়ে পড়লেও থমকে যায়নি রনবীর কাপুরের মালিকানাধীন দলটি। বরং দ্রুত সামলে নিয়ে কলকাতার ওপর পাল্টা চাপ বাড়াতে থাকে। 62মিনিটে প্রতীক চৌধুরী র গোল সেই দাপুটে প্রত্যাঘাতের ফসল। বাকি সময় দুই দল রাশ।দখলে নেওয়ার চেষ্টা করলেও কাজের কাজটি করতে ব্যর্থ।কিন্তু ম্যাচের তিরানব্বই মিনিটে মুম্বই কে এগিয়ে দিয়েছিলেন সের্গে কেভিন।পরের মিনিটে মুম্বই য়ের সার্থক গলুইয়ের ভুলকে কাজে লাগিয়ে এটিকে র হার বাচান রয় কৃষ্ণ।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.