ETV Bharat / sports

পুজোয় গোয়ায় প্রস্তুতি শুরু করবে ফাওলারের ইস্টবেঙ্গল - Robbie Fowler

বিদেশি ফুটবলারদের মধ্যে ড্যানি ফক্স, স্কট নেভিল, অ্যান্টনি পিলকিংটন, অ্যান্টনি স্টোকসের সঙ্গে চুক্তি প্রায় পাকা । ইংলিশ প্রিমিয়ার লিগের তিন প্রাক্তনী এবং অস্ট্রেলিয়ার এ লিগের তিন ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার ।

Football Club Eastbengal
ইস্টবেঙ্গল ক্লাবের ছবি
author img

By

Published : Oct 11, 2020, 4:37 PM IST

কলকাতা, 11 অক্টোবর : প্যানডেমিক পরিস্থিতির মধ্যে দল গঠন করার কাজ মোটেও সহজ নয় । এত কম সময়ে দল গড়াটা যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিশ্রমের । পরিস্থিতি অনুকূল না হওয়া সত্ত্বেও লড়াকু দল গড়ার কাজে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজে লেগে গেছেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার । সহকারি কোচ অ্যান্টনি গ্রান্টকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকের সময় বলেছিলেন, ফুটবলারদের উপভোগ্য পরিবেশের মধ্যে রেখে সেরাটা বের করে নিতে চান তিনি ।

ইতিমধ্যে টেডি শেরিংহ্যাম, ডেভিড জেমস, আওয়েন কয়েলের মতো ISL-এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন । রেনেডি সিংয়ের মতো প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা যে তাঁর লাল-হলুদ সাজঘরের অন্যতম নেভিগেটর সেটাও বুঝিয়ে দিয়েছেন । লাল-হলুদ সমর্থকদের মরশুম শেষে হাসি উপহার দেওয়ার ভাবনা রয়েছে তাঁর মাথায় । তাই দ্রুত প্রস্তুতি শুরু করার বার্তা ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দিয়েছেন ।

সেই মতো গতকাল থেকে ফুটবলারদের কোরোনা পরীক্ষা শুরু হয়ে গেছে । ভারতীয় ফুটবলারদের চলতি সপ্তাহের মধ্যে গোয়ায় পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট । 23 বা 24 অক্টোবরের মধ্যে পুরো দল নিয়ে প্রস্তুতি শুরু করতে চান ফাওলার । তাই সাপোর্ট স্টাফদের ওয়ার্কিং ভিসা করানোর উদ্যোগ শুরু হয়ে গেছে এফ সি ইস্টবেঙ্গলের অন্দরে । যেসব বিদেশি ফুটবলারের দিকে হাত বাড়ানো হয়েছে তাঁদের মধ্যে ড্যানি ফক্স, স্কট নেভিল, অ্যান্টনি পিলকিংটন, অ্যান্টনি স্টোকসের সঙ্গে চুক্তি প্রায় পাকা । ইংলিশ প্রিমিয়ার লিগের তিন প্রাক্তনী এবং অস্ট্রেলিয়ার এ লিগের তিনজন বর্তমান ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার ।

আরও পড়ুন : লাল-হলুদে মিউজ়িয়াম, থাকবে ক্রিকেট-ফুটবল ও হকির স্মারক

ভারতীয় ফুটবলারদের মধ্যে কেভিন লোবো, ওমিদ সিং, কিগান পেরিরা, ব্র্যান্ডন, ইরশাদ, রবিন গুরুংকে ছেড়ে দেওয়া হয়েছে । মিলন সিং, শংকর রায়, সি কে বিনীথকে রিজ়ার্ভ দলে রাখা হয়েছে । জেজে, নারায়ণ দাস, দেবজিৎ মজুমদারের সঙ্গে চুক্তি পাকা । সব মিলিয়ে উনিশ জন ভারতীয় ফুটবলার এবং সাত বিদেশি নিয়ে গোয়ায় শিবির শুরু হবে।

কলকাতা, 11 অক্টোবর : প্যানডেমিক পরিস্থিতির মধ্যে দল গঠন করার কাজ মোটেও সহজ নয় । এত কম সময়ে দল গড়াটা যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিশ্রমের । পরিস্থিতি অনুকূল না হওয়া সত্ত্বেও লড়াকু দল গড়ার কাজে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজে লেগে গেছেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার । সহকারি কোচ অ্যান্টনি গ্রান্টকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকের সময় বলেছিলেন, ফুটবলারদের উপভোগ্য পরিবেশের মধ্যে রেখে সেরাটা বের করে নিতে চান তিনি ।

ইতিমধ্যে টেডি শেরিংহ্যাম, ডেভিড জেমস, আওয়েন কয়েলের মতো ISL-এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন । রেনেডি সিংয়ের মতো প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা যে তাঁর লাল-হলুদ সাজঘরের অন্যতম নেভিগেটর সেটাও বুঝিয়ে দিয়েছেন । লাল-হলুদ সমর্থকদের মরশুম শেষে হাসি উপহার দেওয়ার ভাবনা রয়েছে তাঁর মাথায় । তাই দ্রুত প্রস্তুতি শুরু করার বার্তা ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দিয়েছেন ।

সেই মতো গতকাল থেকে ফুটবলারদের কোরোনা পরীক্ষা শুরু হয়ে গেছে । ভারতীয় ফুটবলারদের চলতি সপ্তাহের মধ্যে গোয়ায় পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট । 23 বা 24 অক্টোবরের মধ্যে পুরো দল নিয়ে প্রস্তুতি শুরু করতে চান ফাওলার । তাই সাপোর্ট স্টাফদের ওয়ার্কিং ভিসা করানোর উদ্যোগ শুরু হয়ে গেছে এফ সি ইস্টবেঙ্গলের অন্দরে । যেসব বিদেশি ফুটবলারের দিকে হাত বাড়ানো হয়েছে তাঁদের মধ্যে ড্যানি ফক্স, স্কট নেভিল, অ্যান্টনি পিলকিংটন, অ্যান্টনি স্টোকসের সঙ্গে চুক্তি প্রায় পাকা । ইংলিশ প্রিমিয়ার লিগের তিন প্রাক্তনী এবং অস্ট্রেলিয়ার এ লিগের তিনজন বর্তমান ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার ।

আরও পড়ুন : লাল-হলুদে মিউজ়িয়াম, থাকবে ক্রিকেট-ফুটবল ও হকির স্মারক

ভারতীয় ফুটবলারদের মধ্যে কেভিন লোবো, ওমিদ সিং, কিগান পেরিরা, ব্র্যান্ডন, ইরশাদ, রবিন গুরুংকে ছেড়ে দেওয়া হয়েছে । মিলন সিং, শংকর রায়, সি কে বিনীথকে রিজ়ার্ভ দলে রাখা হয়েছে । জেজে, নারায়ণ দাস, দেবজিৎ মজুমদারের সঙ্গে চুক্তি পাকা । সব মিলিয়ে উনিশ জন ভারতীয় ফুটবলার এবং সাত বিদেশি নিয়ে গোয়ায় শিবির শুরু হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.