ETV Bharat / sports

Copa America final : দশ শতাংশ দর্শকের মধ্যেই মুক্তির স্বাদ খুঁজছে মারাকানা

অতিথিদের মাস্ক পরা বাধ্যতামূলক ৷ 2 মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ খাবার বা পানীয় স্টেডিয়ামে আনা যাবে না ৷

Copa America final
Copa America final
author img

By

Published : Jul 10, 2021, 4:35 PM IST

রিও ডি জেনেইরো, 10 জুলাই : প্রায় দেড় বছর ফুটবল ঘর বন্দি ৷ সেই বন্দি দশা থেকে যেন মুক্তির আলো দেখচ্ছে মারাকানা ৷ ব্রাজিল-আর্জেন্টিনার হাই ভোল্টেজ ফাইনালে 10 শতাংশ দর্শকের প্রবেশকে মান্যতা দিয়েছে রিও ডি জেনেইরোর প্রশাসন ৷ আর রিও প্রশাসনের এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার থিয়েগো সিলভা ৷ তিনি বলেছেন, "এই 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতিকে অন্যভাবে দেখা যেতে পারে ৷ স্বাভাবিক অবস্থায় ফেরার অনুপ্রেরণা ৷ ইউরোপের মতো ধীরে ধীরে আমাদেরকেও স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে ৷" তবে এই ম্যাচ উপলক্ষে মারাকানায় উপস্থিত থাকছেন না ব্রাজিল প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো ৷

ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল বিশ্বে ঝড় ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল প্রেমীদের ঘুম না আসা ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই মাঠ-মাঠের বাইরের দর্শকাসনে স্নায়ুর লড়াই ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সমাগম ৷ কিন্তু, করোনা কালে এ সব কিছুতেই ভোটা পড়েছে ৷ সব থেকে বেশি ভাটা পড়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকের ৷ দর্শকশূন্য করেও মাঠে বল গড়াতে দেখা গিয়েছে ৷

সেই শূন্যতা এবার কিছুটা হলেও পূরণ হবে ৷

শনিবার স্থানীয় প্রশাসন কোপা আমেরিকার আয়োজকদের জানিয়ে দিয়েছে, করোনা নেগেটিভ রিপোর্ট সহ হাজারের মতো অতিথিকে তারা স্টেডিয়ামে আমন্ত্রণ জানাতে পারে ৷ রিওর স্বাস্থ্যসচিব ড্যানিয়েল সোরাঞ্জ নির্দেশিকা জারি করেছেন ৷ তাতে লেখা আছে, 78 হাজার আসন বিশিষ্ট মারাকানা স্টেডিয়ামের প্রতিটি সেকশনে 10 শতাংশ দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে ৷ অর্থাৎ 7 হাজার 800 জন প্রবেশ করতে পারবেন ৷ ফাইনাল ম্যাচের জন্য কোনও টিকিট বিক্রি হবে না ৷

আরও পড়ুন : মারাকানাজো থেকে মিনেইরাজো, ব্রাজিলের ফুটবল ট্র্যাজেডি

আরও পড়ুন : কোপা আমেরিকায় ফাইনালে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

শুক্রবার কনমেবল ( দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন ) জানিয়েছে দুটি টিম ফাইনালে 2 হাজার 200 জন অতিথি নিয়ে আসতে পারবে ৷ তবে অতিথিদের মাস্ক পরা বাধ্যতামূলক, 2 মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ খাবার বা পানীয় স্টেডিয়ামে আনা যাবে না ৷ 2019 কোপা আমেরিকা ফাইনাল মারাকানা স্টেডিয়ামে বসে দেখেছিল 60 হাজার দর্শক ৷

রিও ডি জেনেইরো, 10 জুলাই : প্রায় দেড় বছর ফুটবল ঘর বন্দি ৷ সেই বন্দি দশা থেকে যেন মুক্তির আলো দেখচ্ছে মারাকানা ৷ ব্রাজিল-আর্জেন্টিনার হাই ভোল্টেজ ফাইনালে 10 শতাংশ দর্শকের প্রবেশকে মান্যতা দিয়েছে রিও ডি জেনেইরোর প্রশাসন ৷ আর রিও প্রশাসনের এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার থিয়েগো সিলভা ৷ তিনি বলেছেন, "এই 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতিকে অন্যভাবে দেখা যেতে পারে ৷ স্বাভাবিক অবস্থায় ফেরার অনুপ্রেরণা ৷ ইউরোপের মতো ধীরে ধীরে আমাদেরকেও স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে ৷" তবে এই ম্যাচ উপলক্ষে মারাকানায় উপস্থিত থাকছেন না ব্রাজিল প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো ৷

ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল বিশ্বে ঝড় ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল প্রেমীদের ঘুম না আসা ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই মাঠ-মাঠের বাইরের দর্শকাসনে স্নায়ুর লড়াই ৷ ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সমাগম ৷ কিন্তু, করোনা কালে এ সব কিছুতেই ভোটা পড়েছে ৷ সব থেকে বেশি ভাটা পড়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকের ৷ দর্শকশূন্য করেও মাঠে বল গড়াতে দেখা গিয়েছে ৷

সেই শূন্যতা এবার কিছুটা হলেও পূরণ হবে ৷

শনিবার স্থানীয় প্রশাসন কোপা আমেরিকার আয়োজকদের জানিয়ে দিয়েছে, করোনা নেগেটিভ রিপোর্ট সহ হাজারের মতো অতিথিকে তারা স্টেডিয়ামে আমন্ত্রণ জানাতে পারে ৷ রিওর স্বাস্থ্যসচিব ড্যানিয়েল সোরাঞ্জ নির্দেশিকা জারি করেছেন ৷ তাতে লেখা আছে, 78 হাজার আসন বিশিষ্ট মারাকানা স্টেডিয়ামের প্রতিটি সেকশনে 10 শতাংশ দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে ৷ অর্থাৎ 7 হাজার 800 জন প্রবেশ করতে পারবেন ৷ ফাইনাল ম্যাচের জন্য কোনও টিকিট বিক্রি হবে না ৷

আরও পড়ুন : মারাকানাজো থেকে মিনেইরাজো, ব্রাজিলের ফুটবল ট্র্যাজেডি

আরও পড়ুন : কোপা আমেরিকায় ফাইনালে 10 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

শুক্রবার কনমেবল ( দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন ) জানিয়েছে দুটি টিম ফাইনালে 2 হাজার 200 জন অতিথি নিয়ে আসতে পারবে ৷ তবে অতিথিদের মাস্ক পরা বাধ্যতামূলক, 2 মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ খাবার বা পানীয় স্টেডিয়ামে আনা যাবে না ৷ 2019 কোপা আমেরিকা ফাইনাল মারাকানা স্টেডিয়ামে বসে দেখেছিল 60 হাজার দর্শক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.