ETV Bharat / sports

EL Classico : নু-ক্যাম্পে গিয়ে এল ক্লাসিকো জয় রিয়ালের - Lucas Vasquez

রিয়াল মাদ্রিদের হয়ে এদিন জোড়া গোল ডেভিড আলাবা এবং লুকাস ভ্যাসকুয়েজের ৷ মাদ্রিদের ক্লাবে নাম লেখানোর পর প্রথম স্কোরশিটে নাম তুললেন অস্ট্রিয়া ডিফেন্ডার ৷ প্রথমার্ধে 32 মিনিটে এদিন আলাবার গোলে স্নায়ুর ম্যাচে লিড নেয় আনসেলোত্তির ছেলেরা ৷

EL ClassicoEL Classico
নু-ক্যাম্পে গিয়ে এল ক্লাসিকো জয় রিয়ালের
author img

By

Published : Oct 24, 2021, 11:01 PM IST

বার্সেলোনা, 24 অক্টোবর : মরশুমের প্রথম এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের ৷ লা লিগার গত দু'ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়া লস-ব্ল্যাঙ্কোসরা বার্সেলোনাকে হারিয়ে ফিরল জয়ের সরণিতে ৷ কাতালোনিয়া ক্লাবকে 2-1 গোলে হারাল তারা ৷

রিয়াল মাদ্রিদের হয়ে এদিন জোড়া গোল ডেভিড আলাবা এবং লুকাস ভ্যাসকুয়েজের ৷ মাদ্রিদের ক্লাবে নাম লেখানোর পর প্রথম স্কোরশিটে নাম তুললেন অস্ট্রিয়া ডিফেন্ডার ৷ প্রথমার্ধে 32 মিনিটে এদিন আলাবার গোলে স্নায়ুর ম্যাচে লিড নেয় আনসেলোত্তির ছেলেরা ৷ এর কিছু সময় আগেই বার্সেলোনার হয়ে দিনের সহজতম সুযোগ হারান বার্সার সার্জিনো ডেস্ট ৷

আরও পড়ুন : আউট হয়ে মেজাজ হারালেন লিটন, তেড়ে গেলেন ব্যাট উঁচিয়ে

ম্যাচের সংযুক্তি সময়ে (90+3) গোল করে ব্যবধান বাড়ান লুকাস ভ্যাসকুয়েজ ৷ সংযুক্তি সময়ে (90+7) একটি গোল করে আগুয়েরো ব্যবধান কমালেও রিয়ালের জয় আটকায়নি ৷ এল ক্লাসিকো জিতে 9 ম্যাচ জিতে 30 পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করল লস-ব্ল্যাঙ্কোসরা ৷

বার্সেলোনা, 24 অক্টোবর : মরশুমের প্রথম এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের ৷ লা লিগার গত দু'ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়া লস-ব্ল্যাঙ্কোসরা বার্সেলোনাকে হারিয়ে ফিরল জয়ের সরণিতে ৷ কাতালোনিয়া ক্লাবকে 2-1 গোলে হারাল তারা ৷

রিয়াল মাদ্রিদের হয়ে এদিন জোড়া গোল ডেভিড আলাবা এবং লুকাস ভ্যাসকুয়েজের ৷ মাদ্রিদের ক্লাবে নাম লেখানোর পর প্রথম স্কোরশিটে নাম তুললেন অস্ট্রিয়া ডিফেন্ডার ৷ প্রথমার্ধে 32 মিনিটে এদিন আলাবার গোলে স্নায়ুর ম্যাচে লিড নেয় আনসেলোত্তির ছেলেরা ৷ এর কিছু সময় আগেই বার্সেলোনার হয়ে দিনের সহজতম সুযোগ হারান বার্সার সার্জিনো ডেস্ট ৷

আরও পড়ুন : আউট হয়ে মেজাজ হারালেন লিটন, তেড়ে গেলেন ব্যাট উঁচিয়ে

ম্যাচের সংযুক্তি সময়ে (90+3) গোল করে ব্যবধান বাড়ান লুকাস ভ্যাসকুয়েজ ৷ সংযুক্তি সময়ে (90+7) একটি গোল করে আগুয়েরো ব্যবধান কমালেও রিয়ালের জয় আটকায়নি ৷ এল ক্লাসিকো জিতে 9 ম্যাচ জিতে 30 পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করল লস-ব্ল্যাঙ্কোসরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.