কলকাতা, 3 নভেম্বর : কাশ্মীরের নৈসর্গিক দৃশ্যের নরম ভাব ওদের খেলায় নেই । কড়া মেজাজে প্রতিপক্ষের ছন্দ নষ্টেই ওদের আনন্দ । তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের ম্যাচে নামার আগে চোয়াল চাপা কাঠিন্য রিয়াল কাশ্মীরের অনুচ্চারিত রিং টোন । ডুরান্ড কাপে অংশ নিতে কলকাতায় এসেছিলেন ডেভিড রবার্টসন । তারপর আই লিগের প্রথম ম্যাচ খেলতে ফের কলকাতায় ৷
মাঝে মুম্বইয়ে প্রিসিজ়ন করিয়েছেন । শেষ দুই মাস কাশ্মীরে অনুশীলন করেছে পুরো দল । কাশ্মীরের রাজনৈতিক অস্থিরতা, অশান্তি নিয়ে মুখ খুলতে নারাজ ডেভিড রবার্টসন । তিন বছরের অভিজ্ঞতায় কাশ্মীর উপভোগ করেছেন । সেখানকার ফুটবল উন্মেষই একমাত্র লক্ষ্য । স্কটিশ কোচের খেলোয়াড়ি জীবন কেটেছে গ্লাসগো রেঞ্জার্স, লিডস ইউনাইটেডের মত ক্লাবে ।
সেই ক্লাবের কড়া মেজাজের ফুটবল ঘরানা ম্যাসন রবার্টসন, বাজি আর্মান্দোদের মধ্যেও প্রতিস্থাপন করতে সফল হয়েছেন রিয়াল কাশ্মীর কোচ । গতবছর কড়া স্বাদের ফুটবলে ভর দিয়ে তৃতীয় হয়েছিল রিয়াল কাশ্মীর। এবার টার্গেটটা বাড়িয়েছে কাশ্মীর উপত্যকার ফুটবলাররা । ISL-এর দলগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে আই লিগের জন্যে তৈরি হয়েছে তারা ।
প্রতিপক্ষের কড়া মেজাজের ফুটবলের কথা জানা বলেই ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোর মুখে কঠিন লড়াইয়ের কথা । রবার্টসন বলছেন গতবারের তুলনায় এবারের আই লিগের দলগুলো অনেক বেশি তৈরি । শক্তিশালী । ফলে প্রতিটি ম্যাচ কঠিন । বুধবারের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল অনেক গোছানো দল বলে মনে করেন কাশ্মীরের স্কটিশ কোচ ।
অভিষেকের বছরে প্রথম তিনে জায়গা করে নেওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে। ফলে অদৃশ্য চাপ রয়েছে পুরো দলের ওপর । রবার্টসন বলছেন তারা যদি পরিকল্পনা অনুযায়ী রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রাখতে পারেন তাহলে লক্ষপূরণ কঠিন নয় । আর সেই লক্ষপূরণে কল্যাণীতে নামবে রিয়াল কশ্মীর শিবির ৷