ETV Bharat / sports

কড়া মেজাজের ফুটবলে মশাল নেভাতে চায় রিয়াল কাশ্মীর - মশাল নেভাতে চায় রিয়াল কাশ্মীর

গতবছর কড়া স্বাদের ফুটবলে ভর দিয়ে তৃতীয় হয়েছিল রিয়াল কাশ্মীর । এবার টার্গেটটা বাড়িয়েছে কাশ্মীর উপত্যকার ফুটবলাররা । ISL-এর দলগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে আই লিগের জন্যে তৈরি হয়েছে তারা ।

রিয়াল কাশ্মীর
real kashmir
author img

By

Published : Dec 3, 2019, 11:19 PM IST

Updated : Dec 3, 2019, 11:39 PM IST

কলকাতা, 3 নভেম্বর : কাশ্মীরের নৈসর্গিক দৃশ্যের নরম ভাব ওদের খেলায় নেই । কড়া মেজাজে প্রতিপক্ষের ছন্দ নষ্টেই ওদের আনন্দ । তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের ম্যাচে নামার আগে চোয়াল চাপা কাঠিন্য রিয়াল কাশ্মীরের অনুচ্চারিত রিং টোন । ডুরান্ড কাপে অংশ নিতে কলকাতায় এসেছিলেন ডেভিড রবার্টসন । তারপর আই লিগের প্রথম ম্যাচ খেলতে ফের কলকাতায় ৷

মাঝে মুম্বইয়ে প্রিসিজ়ন করিয়েছেন । শেষ দুই মাস কাশ্মীরে অনুশীলন করেছে পুরো দল । কাশ্মীরের রাজনৈতিক অস্থিরতা, অশান্তি নিয়ে মুখ খুলতে নারাজ ডেভিড রবার্টসন । তিন বছরের অভিজ্ঞতায় কাশ্মীর উপভোগ করেছেন । সেখানকার ফুটবল উন্মেষই একমাত্র লক্ষ্য । স্কটিশ কোচের খেলোয়াড়ি জীবন কেটেছে গ্লাসগো রেঞ্জার্স, লিডস ইউনাইটেডের মত ক্লাবে ।

সেই ক্লাবের কড়া মেজাজের ফুটবল ঘরানা ম্যাসন রবার্টসন, বাজি আর্মান্দোদের মধ্যেও প্রতিস্থাপন করতে সফল হয়েছেন রিয়াল কাশ্মীর কোচ । গতবছর কড়া স্বাদের ফুটবলে ভর দিয়ে তৃতীয় হয়েছিল রিয়াল কাশ্মীর। এবার টার্গেটটা বাড়িয়েছে কাশ্মীর উপত্যকার ফুটবলাররা । ISL-এর দলগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে আই লিগের জন্যে তৈরি হয়েছে তারা ।

প্রতিপক্ষের কড়া মেজাজের ফুটবলের কথা জানা বলেই ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোর মুখে কঠিন লড়াইয়ের কথা । রবার্টসন বলছেন গতবারের তুলনায় এবারের আই লিগের দলগুলো অনেক বেশি তৈরি । শক্তিশালী । ফলে প্রতিটি ম্যাচ কঠিন । বুধবারের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল অনেক গোছানো দল বলে মনে করেন কাশ্মীরের স্কটিশ কোচ ।

অভিষেকের বছরে প্রথম তিনে জায়গা করে নেওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে। ফলে অদৃশ্য চাপ রয়েছে পুরো দলের ওপর । রবার্টসন বলছেন তারা যদি পরিকল্পনা অনুযায়ী রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রাখতে পারেন তাহলে লক্ষপূরণ কঠিন নয় । আর সেই লক্ষপূরণে কল্যাণীতে নামবে রিয়াল কশ্মীর শিবির ৷

কলকাতা, 3 নভেম্বর : কাশ্মীরের নৈসর্গিক দৃশ্যের নরম ভাব ওদের খেলায় নেই । কড়া মেজাজে প্রতিপক্ষের ছন্দ নষ্টেই ওদের আনন্দ । তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের ম্যাচে নামার আগে চোয়াল চাপা কাঠিন্য রিয়াল কাশ্মীরের অনুচ্চারিত রিং টোন । ডুরান্ড কাপে অংশ নিতে কলকাতায় এসেছিলেন ডেভিড রবার্টসন । তারপর আই লিগের প্রথম ম্যাচ খেলতে ফের কলকাতায় ৷

মাঝে মুম্বইয়ে প্রিসিজ়ন করিয়েছেন । শেষ দুই মাস কাশ্মীরে অনুশীলন করেছে পুরো দল । কাশ্মীরের রাজনৈতিক অস্থিরতা, অশান্তি নিয়ে মুখ খুলতে নারাজ ডেভিড রবার্টসন । তিন বছরের অভিজ্ঞতায় কাশ্মীর উপভোগ করেছেন । সেখানকার ফুটবল উন্মেষই একমাত্র লক্ষ্য । স্কটিশ কোচের খেলোয়াড়ি জীবন কেটেছে গ্লাসগো রেঞ্জার্স, লিডস ইউনাইটেডের মত ক্লাবে ।

সেই ক্লাবের কড়া মেজাজের ফুটবল ঘরানা ম্যাসন রবার্টসন, বাজি আর্মান্দোদের মধ্যেও প্রতিস্থাপন করতে সফল হয়েছেন রিয়াল কাশ্মীর কোচ । গতবছর কড়া স্বাদের ফুটবলে ভর দিয়ে তৃতীয় হয়েছিল রিয়াল কাশ্মীর। এবার টার্গেটটা বাড়িয়েছে কাশ্মীর উপত্যকার ফুটবলাররা । ISL-এর দলগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে আই লিগের জন্যে তৈরি হয়েছে তারা ।

প্রতিপক্ষের কড়া মেজাজের ফুটবলের কথা জানা বলেই ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোর মুখে কঠিন লড়াইয়ের কথা । রবার্টসন বলছেন গতবারের তুলনায় এবারের আই লিগের দলগুলো অনেক বেশি তৈরি । শক্তিশালী । ফলে প্রতিটি ম্যাচ কঠিন । বুধবারের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল অনেক গোছানো দল বলে মনে করেন কাশ্মীরের স্কটিশ কোচ ।

অভিষেকের বছরে প্রথম তিনে জায়গা করে নেওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে। ফলে অদৃশ্য চাপ রয়েছে পুরো দলের ওপর । রবার্টসন বলছেন তারা যদি পরিকল্পনা অনুযায়ী রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রাখতে পারেন তাহলে লক্ষপূরণ কঠিন নয় । আর সেই লক্ষপূরণে কল্যাণীতে নামবে রিয়াল কশ্মীর শিবির ৷

Intro:কাশ্মীরের নৈসর্গিক দৃশ্যের নরম ভাব ওদের খেলায় নেই। কড়া মেজাজে প্রতিপক্ষের ছন্দ নষ্টেই ওদের আনন্দ।তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের ম্যাচে নামার আগে চোয়াল চাপা কঠিন্য রিয়াল কাশ্মীরের অনুচ্চারিত রিং টোন। ডুরান্ড কাপে অংশ নিতে কলকাতায় এসেছিলেন ডেভিড রবার্টসন।তারপর ফের এখানে। মাঝের সময়ে মুম্বাইয়ের মাটিতে প্রিসিজন করেছেন।শেষ দুই মাস কাশ্মীরে প্র্যাকটিস করেছে পুরো দল। ওখানকার রাজনৈতিক অস্থিরতা, অশান্তি নিয়ে বলতে নারাজ ডেভিড রবার্টসন।তিনবছরের অভিঞ্জতায় কাশ্মীর উপভোগ করেছেন।সেখানকার ফুটবল উন্মেষ একমাত্র লক্ষ। স্কটিশ কোচের খেলোয়াড়ী জীবন কেটেছে গ্লাসগো রেঞ্জার্স,লিডস ইউনাইটেডের মত ক্লাবে।সেই ক্লাবে র কড়া মেজাজের ফুটবল ঘরানা ম্যাসন রবার্টসন, বাজি আর্মান্দোদের মধ্যেও প্রতিস্থাপন করতে সফল হয়েছেন কোচ।গতবছর কড়া স্বাদের ফুটবলে ভর দিয়ে তৃতীয় হয়েছিলেন।এবার টার্গেটটা বাড়িয়েছে কাশ্মীর উপত্যকার ফুটবলাররা। আইএসএল এর দলগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে আই লিগের জন্যে তৈরি হয়েছে তারা।
প্রতিপক্ষের কড়া মেজাজের ফুটবলের কথা জানা বলেই ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোর মুখে কঠিন লড়াইয়ের কথা। রবার্টসন বলছেন গতবারের তুলনায় এবারের আই লিগের দলগুলো অনেক বেশি তৈরি। শক্তিশালী।ফলে প্রতিটি ম্যাচ কঠিন।বুধবারের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল অনেক গোছানো দল বলে মনে করেন কাশ্মীরের স্কটিশ কোচ।
অভিষেকের বছরে প্রথম তিনে জায়গা করে নেওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে।ফলে অদৃশ্য চাপ রয়েছে পুরো দলটির ওপর। রবার্টসন বলছেন তারা যদি পরিকল্পনা অনুযায়ী রক্ষণ ও আক্রমনে ভারসাম্য রাখতে পারেন তাহলে লক্ষপূরন কঠিন নয়।আর সেই কঠিন লক্ষপূরনে কল্যানীতে দৌড় শুরু রিয়াল কশ্মীরের।


Body:কাশ্মীর


Conclusion:
Last Updated : Dec 3, 2019, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.