ETV Bharat / sports

তুষারপাতের কারণে বাতিল রিয়াল কাশ্মীর-ইস্টবেঙ্গল ম্যাচ - I-League

রবিবার (১০ ফেব্রুয়ারি) কাশ্মীরে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। তুষারপাতের কারণে তা বাতিল করা হয়

ফাইল ফোটো
author img

By

Published : Feb 8, 2019, 11:54 PM IST

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : খারাপ আবহাওয়ার কারণে বাতিল রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। সূচি অনুসারে রবিবার (১০ ফেব্রুয়ারি) কাশ্মীরে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি কোথায় হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

কয়েকদিন ধরে কাশ্মীরে তুষারপাত হচ্ছে। বুধবার গোকুলাম FC-র ম্যাচ চলাকালীন তুষারপাত হয়েছিল। তারপর আবহাওয়ার উন্নতি হয়নি। আই লিগ খেতাবি দৌড়ের গুরুত্বপূর্ণ ধাপে কোনও দলই ফুটবলের বাইরের কোনও কারণে যাতে অসুবিধায় না পড়ে তা নিয়ে চিন্তাভাবনা করা হয় ফেডারেশনের তরফে। তারপরই খেতাবি দৌড়ে থাকা ইস্টবেঙ্গল ও রিয়াল কাশ্মীরের ম্যাচটি বাতিল করা হয়।

ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন বলেন, "ম্যাচ বাতিলের খবর সরকারিভাবে পেয়েছি। তবে ম্যাচটি কোথায় হবে তা জানি না।" অপরদিকে, ঘরের মাঠে নেরোকা FC-কে ২-১ গোলে হারানোর পর এখন আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড। মাত্র তিনদিনের ব্যবধানে কঠিন পরিস্থিতিতে খেলতে হত ইস্টবেঙ্গলকে। কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কির সঙ্গে দ্রুত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলাতে হত লাল-হলুদ ফুটবলারদের। সেদিক থেকে ম্যাচ বাতিলের খবরের কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ইস্টবেঙ্গলে।

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : খারাপ আবহাওয়ার কারণে বাতিল রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। সূচি অনুসারে রবিবার (১০ ফেব্রুয়ারি) কাশ্মীরে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি কোথায় হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

কয়েকদিন ধরে কাশ্মীরে তুষারপাত হচ্ছে। বুধবার গোকুলাম FC-র ম্যাচ চলাকালীন তুষারপাত হয়েছিল। তারপর আবহাওয়ার উন্নতি হয়নি। আই লিগ খেতাবি দৌড়ের গুরুত্বপূর্ণ ধাপে কোনও দলই ফুটবলের বাইরের কোনও কারণে যাতে অসুবিধায় না পড়ে তা নিয়ে চিন্তাভাবনা করা হয় ফেডারেশনের তরফে। তারপরই খেতাবি দৌড়ে থাকা ইস্টবেঙ্গল ও রিয়াল কাশ্মীরের ম্যাচটি বাতিল করা হয়।

ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন বলেন, "ম্যাচ বাতিলের খবর সরকারিভাবে পেয়েছি। তবে ম্যাচটি কোথায় হবে তা জানি না।" অপরদিকে, ঘরের মাঠে নেরোকা FC-কে ২-১ গোলে হারানোর পর এখন আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড। মাত্র তিনদিনের ব্যবধানে কঠিন পরিস্থিতিতে খেলতে হত ইস্টবেঙ্গলকে। কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কির সঙ্গে দ্রুত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলাতে হত লাল-হলুদ ফুটবলারদের। সেদিক থেকে ম্যাচ বাতিলের খবরের কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ইস্টবেঙ্গলে।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Rio de Janeiro, Brazil. 8th February, 2019.
1. 00:00 Various of relatives of the teenage players killed, talking to Rodolfo Landim, Flamengo president
2. 00:30 Landim with his hands on his head, walking
3. 00:42 Journalists waiting for the press conference
4. 00:48SOUNDBITE (Portuguese): Rodolfo Landim, Flamengo president:
"Obviously we are very sad. The loss of these ten people is the worst tragedy to happen to the club in its 123 years. The most important thing right now is to minimize the suffering of these families that for sure are suffering a lot, and certainly Flamengo is taking care of that."
5. 01:23People outside of the club
6. 01:34SOUNDBITE (Portuguese): Rodolfo Landim, Flamengo president:
"Flamengo is collaborating with the authorities to clarify the cause of that fire, nobody more than us is interested in that. And, finally to add that all of us here in the club are mourning, it's a huge sadness we are feeling."
7. 02:06Various of the truck carrying bodies leaving the club
SOURCE: SNTV
DURATION: 01:23
STORYLINE:
The president of Flamengo on Friday described the fire which killed ten people and injured three others at its academy as "the worst tragedy to happen to the club in its 123 years."
Rodolfo Landim was speaking with the club still coming to terms with the tragedy at the Ninho do Urubu training ground in the west of Rio de Janeiro.
Beatriz Busch, Rio's public health secretary, said two of the injured were in stable condition and one was in critical condition.
"Those who died were athletes," she said, adding that their identities had not been released and the cause of the fire was unknown.
"Flamengo is in mourning," the team posted on its Twitter account.
Among the most famous players to come through the Flamengo ranks are Ronaldinho and Zico, top goal-scorer Adriano, who rose to fame at Inter Milan and current Real Madrid star Vinicius Jr., who not long ago was living in the structure destroyed by the fire.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.