ETV Bharat / sports

মাঠে না নামার ঘটনায় ক্লাবকর্তাদের দিকে আঙুল কোয়েস চেয়ারম্যানের - I League

কাস্টমসের বিরুদ্ধে মাঠে না নামার দায় ক্লাবকর্তাদের উপর চাপালেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক ৷

ইস্টবেঙ্গল
author img

By

Published : Oct 5, 2019, 11:58 PM IST

কলকাতা, 5 অক্টোবর : দুই তরফের দ্বন্দ্ব আগে থেকেই চলছিল ৷ আর এবার মুখ খুললেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক ৷ আর তাতেই কলকাতা লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের মাঠে না নামা বিতর্ক নতুন মাত্রা পেল ৷

কলকাতা লিগ জেতার জন্য কাস্টমসকে কমপক্ষে সাত গোলের ব্যবধানে হারাতে হত ইস্টবেঙ্গলকে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মাঠে দল নামায়নি লাল-হলুদ শিবির । এরপর কোয়েস ও ইস্টেবঙ্গেল মধ্যে দোষারোপের পালা শুরু হয় ৷ কার অঙ্গুলিহেলনে দলই নামানো হল না তা নিয়ে বিতর্ক অব্যাহত ৷ ক্লাবকর্তারা বলছেন, ফুটবল বিভাগ তাঁদের হাতে নেই । যাবতীয় সিদ্ধান্ত কোচ ও বিনিয়োগ সংস্থার । শতবর্ষে কলকাতা লিগ জিততে না পারার আক্ষেপ যেমন রয়েছে তেমনই আছে মাঠে না নামার লজ্জাও ৷ তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব সদস্য-সমর্থকরা ।

এরই মধ্যে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া আই লিগের প্রস্তুতি নিয়ে দিনক্ষণ জানিয়েছেন । কলকাতাতেই প্রি-সিজন সারার কথা বলেছেন । তা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে । কেন গতবছরের মতো দল বিদেশে যাচ্ছে না, তা নিয়ে নানা মুনির নানা মত । এই অবস্থায় কোয়েস চেয়ারম্যানের টুইট বিতর্কের মাত্রা বাড়াল । এরপরই কোয়েস ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নুিয়ে ফের গুঞ্জন ফের শুরু হয়েছে

কলকাতা, 5 অক্টোবর : দুই তরফের দ্বন্দ্ব আগে থেকেই চলছিল ৷ আর এবার মুখ খুললেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক ৷ আর তাতেই কলকাতা লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের মাঠে না নামা বিতর্ক নতুন মাত্রা পেল ৷

কলকাতা লিগ জেতার জন্য কাস্টমসকে কমপক্ষে সাত গোলের ব্যবধানে হারাতে হত ইস্টবেঙ্গলকে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মাঠে দল নামায়নি লাল-হলুদ শিবির । এরপর কোয়েস ও ইস্টেবঙ্গেল মধ্যে দোষারোপের পালা শুরু হয় ৷ কার অঙ্গুলিহেলনে দলই নামানো হল না তা নিয়ে বিতর্ক অব্যাহত ৷ ক্লাবকর্তারা বলছেন, ফুটবল বিভাগ তাঁদের হাতে নেই । যাবতীয় সিদ্ধান্ত কোচ ও বিনিয়োগ সংস্থার । শতবর্ষে কলকাতা লিগ জিততে না পারার আক্ষেপ যেমন রয়েছে তেমনই আছে মাঠে না নামার লজ্জাও ৷ তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব সদস্য-সমর্থকরা ।

এরই মধ্যে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া আই লিগের প্রস্তুতি নিয়ে দিনক্ষণ জানিয়েছেন । কলকাতাতেই প্রি-সিজন সারার কথা বলেছেন । তা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে । কেন গতবছরের মতো দল বিদেশে যাচ্ছে না, তা নিয়ে নানা মুনির নানা মত । এই অবস্থায় কোয়েস চেয়ারম্যানের টুইট বিতর্কের মাত্রা বাড়াল । এরপরই কোয়েস ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নুিয়ে ফের গুঞ্জন ফের শুরু হয়েছে

Intro:মুখ খুললেন অজিত আইজ্যাক। আর তাতেই কলকাতা লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে কাস্টমস কে ওয়াকওভার দেওয়া বিতর্কে নতুন ইন্ধন যোগ হল। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক এক টুইট বার্তায় বলেছেন কলকাতা লিগের শেষ ম্যাচে যা হয়েছে তা তারা জানতেন না। পুরো বিষয়টি কলকাতায় ক্লাব কর্তাদের মাধ্যমে হয়েছে । তারাই এব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন। কোয়েস এব্যাপারে কোনও কিছুই করেনি।
কার অঙ্গুলীহেলনে কাস্টমসের বিরুদ্ধে দল নামানো হয়নি তা নিয়ে দোষারোপের পালা অব্যাহত। ক্লাব কর্তারা বলছেন ফুটবল বিভাগ তাদের হাতে নেই। যাবতীয় সিদ্ধান্ত কোচ ও বিনিয়োগ সংস্থার। শতবর্ষে কলকাতা লিগ জিততে না পারার আক্ষেপ যেমন রয়েছে তেমনই আছে ওয়াকওভার দেওয়ার লজ্জা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সদস্য সমর্থকরা সরব। এরই মধ্যে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া আই লিগের প্রস্তুতি নিয়ে দিনক্ষণ জানিয়েছেন। প্রিসিজন কলকাতায় করার কথা বলেছেন।তা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে। কেন গতবছরের মত বিদেশে দল যাচ্ছে না তা নিয়ে নানা মুনির নানা মত। এই অবস্থায় কোয়েস চেয়ারম্যানের টুইট করে ব্লেম গেম উৎসবের আবহে বিতর্ক উস্কে দিল। যা হয়ত ক্লাব ও কোয়েসের বিচ্ছেদের পথে নতুন মাত্রা যোগ করবে। প্রসঙ্গত বলে রাখা ভালো ময়দানে জোর খবর চলতি মরসুম শেষ হলেই সম্পর্কে ইতি ঘটবে।


Body:কোয়েস চেয়ারম্যান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.