ETV Bharat / sports

AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার - Abdelaziz Hatim

প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার

AFC এশিয়ান কাপ জিতে কাতার
author img

By

Published : Feb 2, 2019, 6:56 AM IST

আবু ধাবি, ২ ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা। কাতারের হয়ে গোল করেন আলমোয়েজ় আলি, হাতিম ও আক্রম আফিফ। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমি মিনামিনো।

এর আগে কাতার কখনও AFC এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকায়নি। অপরদিকে চারবার এশিয়া সেরার খেতাব জিতেছে জাপান। তাই ফাইনালের আগে ধারেভারে জাপান অনেক এগিয়ে ছিল। সেই হিসাবকে উলটে দিয়ে ফাইনালের শুরু থেকেই ম্যাচের দখল নেয় কাতার। ১২ মিনিটে বাইসাইকেল কিকে দুরন্ত গোল করেন আলি। চলতি টুর্নামেন্টে এটি তাঁর নবম গোল। যা একটি AFC এশিয়ান কাপে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। যদিও ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও তিনি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সুদানের বংশোদ্ভুত হওয়ায় কাতার দলে আলির অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানায় UAE। যদিও তা খারিজ হয়ে যায়।

২৭ মিনিটে হাতিমের ২০ গজ দূর থেকে নেওয়া শট বাঁক খেয়ে জাপানের গোলে জড়িয়ে যায়। ৬৯ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান তাকুমি। চলতি টুর্নামেন্টে প্রথম গোল হজম করে কাতার। নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি পায় কাতার। গোল করতে ভুল করেননি আফিফ। চলতি টুর্নামেন্টে তিনিও দুরন্ত ফর্মে ছিলেন। সাত ম্যাচে একটি গোলসহ ১০টি অ্যাসিস্ট করেন আফিফ।

undefined

আবু ধাবি, ২ ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা। কাতারের হয়ে গোল করেন আলমোয়েজ় আলি, হাতিম ও আক্রম আফিফ। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমি মিনামিনো।

এর আগে কাতার কখনও AFC এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকায়নি। অপরদিকে চারবার এশিয়া সেরার খেতাব জিতেছে জাপান। তাই ফাইনালের আগে ধারেভারে জাপান অনেক এগিয়ে ছিল। সেই হিসাবকে উলটে দিয়ে ফাইনালের শুরু থেকেই ম্যাচের দখল নেয় কাতার। ১২ মিনিটে বাইসাইকেল কিকে দুরন্ত গোল করেন আলি। চলতি টুর্নামেন্টে এটি তাঁর নবম গোল। যা একটি AFC এশিয়ান কাপে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। যদিও ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও তিনি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সুদানের বংশোদ্ভুত হওয়ায় কাতার দলে আলির অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানায় UAE। যদিও তা খারিজ হয়ে যায়।

২৭ মিনিটে হাতিমের ২০ গজ দূর থেকে নেওয়া শট বাঁক খেয়ে জাপানের গোলে জড়িয়ে যায়। ৬৯ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান তাকুমি। চলতি টুর্নামেন্টে প্রথম গোল হজম করে কাতার। নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি পায় কাতার। গোল করতে ভুল করেননি আফিফ। চলতি টুর্নামেন্টে তিনিও দুরন্ত ফর্মে ছিলেন। সাত ম্যাচে একটি গোলসহ ১০টি অ্যাসিস্ট করেন আফিফ।

undefined
AP Video Delivery Log - 2300 GMT News
Friday, 1 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2239: Venezuela Daily Life AP Clients Only 4194060
No escape from daily grind for Caracas residents
AP-APTN-2223: US Trump Departure AP Clients Only 4194058
With government open, Trump departs for Florida
AP-APTN-2216: US IL River Ice Jam Must credit WFLD; No access Chicago; No use by US broadcast networks 4194057
Warmer weather causes ice jams on Illinois river
AP-APTN-2139: Vatican Pope UAE AP Clients Only 4194055
Pope: UAE visit a new page in history of religions
AP-APTN-2114: Syria Displaced AP Clients Only 4194026
IDPs flee fighting in last IS pocket in east Syria
AP-APTN-2113: Gibraltar Chief Minister No access by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg 4194047
Picardo slams EU for calling Gibraltar a UK colony
AP-APTN-2100: Spain Catalan Protests AP Clients Only 4194046
Protests in Barcelona as Catalan activists remanded
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.