ETV Bharat / sports

পিলকিংটনের জোড়া গোল, প্রস্তুতি ম্যাচে জয় ইস্টবেঙ্গলের - eb coach robbie fowler

20 নভেম্বর ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ প্রতিপক্ষ জামশেদপুর FC ।

20 নভেম্বর ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ প্রতিপক্ষ জামশেদপুর FC ।
20 নভেম্বর ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ প্রতিপক্ষ জামশেদপুর FC ।
author img

By

Published : Nov 10, 2020, 8:01 PM IST

কলকাতা, 10 নভেম্বর : প্রস্তুতি ম্যাচে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের । ISL-এ আজ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নেমেছিল রবি ফাওলারের ইস্টবেঙ্গল । দুরন্ত ফুটবল খেলে 3-1 গোলে জয় তুলে নিলেন পিলকিংটন, জেজে, মাগোমারা । জোড়া গোল করলেন পিলকিংটন ৷ তিন নম্বর গোলটি করেন মাগোমা ৷

বলবন্ত সিং চার নম্বর গোলটি করলেও তা বাতিল হয় । কেরালা ব্লাস্টার্সের হয়ে একমাত্র গোল করেন হুপার । মঙ্গলবার অন্য প্রস্তুতি ম্যাচে মুম্বই সিটি FC 3-2 গোলে ওড়িশা FC-কে পরাজিত করেছে । নর্থ ইস্ট ইউনাইটেড FC এবং জামশেদপুর FC-র প্রস্তুতি ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে । মাত্র দুই সপ্তাহের কম সময় অনুশীলন করছে ইস্টবেঙ্গল । কম সময়ে দল গুছিয়ে নেওয়ার উপর জোর দেওয়ার কথা বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার । তাই প্রথম প্রস্তুতি ম্যাচে দলের সকলকে মাঠে নামানোর কথা বলেছিলেন । সেই মত জেজে, বলবন্ত, নারায়ন দাস, গুর্জেত সবাইকে দেখে নেওয়ার কথা ছিল । প্রথম প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অনায়াসে জয় নিঃসন্দেহে লাল হলুদ হেডস্যারকে আশ্বস্ত করবে ।

20 নভেম্বর ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ প্রতিপক্ষ জামশেদপুর FC । মাঝের দশদিনে দলকে আরও গুছিয়ে নেওয়ার ভাবনা লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের । ISL-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 27 নভেম্বর ATK-মোহনবাগানের বিরুদ্ধে । যা কার্যত ISL-এর ডার্বি । প্রথম প্রস্তুতি ম্যাচ ফাওলারকে স্বস্তি দিয়েছে । দলের খামতি দূর করে আরও সংঘবদ্ধ হয়ে নামার ইঙ্গিত পাওয়া গেছে তাঁর কথায় । আদতে যা ডার্বি জেতার অঙ্ক শুরু করার প্রক্রিয়াও বটে ।

কলকাতা, 10 নভেম্বর : প্রস্তুতি ম্যাচে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের । ISL-এ আজ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নেমেছিল রবি ফাওলারের ইস্টবেঙ্গল । দুরন্ত ফুটবল খেলে 3-1 গোলে জয় তুলে নিলেন পিলকিংটন, জেজে, মাগোমারা । জোড়া গোল করলেন পিলকিংটন ৷ তিন নম্বর গোলটি করেন মাগোমা ৷

বলবন্ত সিং চার নম্বর গোলটি করলেও তা বাতিল হয় । কেরালা ব্লাস্টার্সের হয়ে একমাত্র গোল করেন হুপার । মঙ্গলবার অন্য প্রস্তুতি ম্যাচে মুম্বই সিটি FC 3-2 গোলে ওড়িশা FC-কে পরাজিত করেছে । নর্থ ইস্ট ইউনাইটেড FC এবং জামশেদপুর FC-র প্রস্তুতি ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে । মাত্র দুই সপ্তাহের কম সময় অনুশীলন করছে ইস্টবেঙ্গল । কম সময়ে দল গুছিয়ে নেওয়ার উপর জোর দেওয়ার কথা বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার । তাই প্রথম প্রস্তুতি ম্যাচে দলের সকলকে মাঠে নামানোর কথা বলেছিলেন । সেই মত জেজে, বলবন্ত, নারায়ন দাস, গুর্জেত সবাইকে দেখে নেওয়ার কথা ছিল । প্রথম প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অনায়াসে জয় নিঃসন্দেহে লাল হলুদ হেডস্যারকে আশ্বস্ত করবে ।

20 নভেম্বর ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ প্রতিপক্ষ জামশেদপুর FC । মাঝের দশদিনে দলকে আরও গুছিয়ে নেওয়ার ভাবনা লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের । ISL-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 27 নভেম্বর ATK-মোহনবাগানের বিরুদ্ধে । যা কার্যত ISL-এর ডার্বি । প্রথম প্রস্তুতি ম্যাচ ফাওলারকে স্বস্তি দিয়েছে । দলের খামতি দূর করে আরও সংঘবদ্ধ হয়ে নামার ইঙ্গিত পাওয়া গেছে তাঁর কথায় । আদতে যা ডার্বি জেতার অঙ্ক শুরু করার প্রক্রিয়াও বটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.