ETV Bharat / sports

কলকাতা লিগের খেতাবি দৌড়ে এগিয়ে পিয়ারলেস, দাবি কিবু ভিকুনার

বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘণ্টা দেড়েকের অনুশীলনে আগামী কালের ম্যাচের প্রস্তুতি সারল মোহনবাগান ৷ প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর কিবু ভিকুনার গলায় ৷ তিনি বলেন, " ম্যাচটা মোটেই সহজ হবে না৷ কারণ, দল হিসেবে মহমেডান যথেষ্ট ভালো৷ "

অনুশীলনে মোহনবাগানের ফুটবলাররা
author img

By

Published : Sep 18, 2019, 6:50 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : মোহনবাগান কি কলকাতা লিগ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে? এই প্রশ্নের উত্তরে কিবু ভিকুনার মত, পয়েন্ট টেবিলের দিকে তাকালে বলতেই হয় পিয়ারলেস সুবিধাজনক জায়গায় রয়েছে ৷ আবার প্রতিনিয়ত রদবদল হয়ে চলা লিগের দিকে তাকালে মোহনবাগানের সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি ৷ কোনও সন্দেহ নেই চলতি কলকাতা লিগে খেতাবি যুদ্ধের উত্থান পতন সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ৷ তাই বৃহস্পতিবারের মিনি ডার্বিতে মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ খেতাবি লড়াইয়ের অন্য মোড় নেবে বলা যেতে পারে ৷

বুধবার সকালে যুবভারতীতে ঘণ্টা দেড়েকের অনুশীলনে আগামী কালের ম্যাচের প্রস্তুতি সারল মোহনবাগান ৷ শেষ ম্যাচে যে একাদশ খেলেছিল, তাদেরকেই দীপেন্দুর দলের বিরুদ্ধে নামানোর ইঙ্গিত দিয়েছেন সবুজ মেরুনের কোচ৷ তবে প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর কিবু ভিকুনার গলায় ৷ তিনি বলেন, " ম্যাচটা মোটেই সহজ হবে না৷ কারণ, দল হিসেবে মহমেডান যথেষ্ট ভালো ৷ বিশেষ করে ওদের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ৷"

আরও পড়ুন : এক গোলে জিততে পারতাম : কিবু

মহমেডানের বিদেশি স্ট্রাইকার আর্থার কোয়েসি-র গোল করার খিদেই চিন্তার কারণ মোহনবাগানের ৷ আর্থার কোয়েসিকে নিয়েই টিম মিটিংয়ে আলোচনা করেছেন শুভ ঘোষ, শেখ সাহিলদের প্রধান শিক্ষক ভিকুনা ৷ প্রতিপক্ষ আক্রমণের ঝড় সামলাতে সবুজ মেরুনের ডিফেন্স কতটা তৈরি তা নিয়েও সংশয় রয়েছে ৷ ভিকুনা বলছেন, " ডিফেন্ডারদের প্রতি তিনি আস্থাশীল ৷ তবে স্ট্রাইকারদের নিয়ে চিন্তা রয়েছে ৷" এই অবস্থায় তাঁর আশা শুভ ঘোষ, শেখ সাহিল, নওরেমের ভালো ফুটবল ৷ সালভো চামারোর মত বিদেশি স্ট্রাইকারকে প্রথম একাদশে না রেখেও তাই তিন পয়েন্টের খোঁজে কিবু ভিকুনা ৷

আরও পড়ুন : ভুল শুধরে জয়ের খোঁজে মোহনবাগান

আজ দলের শক্তি ও দুর্বলতা নিয়ে কথা বলা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ছক সাজানোর ফাঁকে মোহনবাগানের কোচ বারবার কলকাতা লিগের পট পরিবর্তনের কথা বলেছেন ৷ বাগানের স্প্যানিশ চাণক্যের মতে, সবচেয়ে বেশি অনিশ্চয়তা থাকে কলকাতা লিগে ৷ " আমরা চার গোলে জেতার পরের ম্যাচে হেরে গিয়েছিলাম ৷ মনে হয়েছিল, আমাদের খেতাব জয়ের সম্ভাবনা শেষ ৷ কিন্তু তারপরেও পয়েন্ট টেবিলে প্রচুর ওঠানামা হয়েছে ৷ ফলে আমাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি ৷ " নতুনভাবে ঘুরে দাঁড়ানোর শপথ কিবু ভিকুনার গলায় ৷ যা বাগানের অদৃশ্য রিংটোনও বটে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : মোহনবাগান কি কলকাতা লিগ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে? এই প্রশ্নের উত্তরে কিবু ভিকুনার মত, পয়েন্ট টেবিলের দিকে তাকালে বলতেই হয় পিয়ারলেস সুবিধাজনক জায়গায় রয়েছে ৷ আবার প্রতিনিয়ত রদবদল হয়ে চলা লিগের দিকে তাকালে মোহনবাগানের সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি ৷ কোনও সন্দেহ নেই চলতি কলকাতা লিগে খেতাবি যুদ্ধের উত্থান পতন সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ৷ তাই বৃহস্পতিবারের মিনি ডার্বিতে মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ খেতাবি লড়াইয়ের অন্য মোড় নেবে বলা যেতে পারে ৷

বুধবার সকালে যুবভারতীতে ঘণ্টা দেড়েকের অনুশীলনে আগামী কালের ম্যাচের প্রস্তুতি সারল মোহনবাগান ৷ শেষ ম্যাচে যে একাদশ খেলেছিল, তাদেরকেই দীপেন্দুর দলের বিরুদ্ধে নামানোর ইঙ্গিত দিয়েছেন সবুজ মেরুনের কোচ৷ তবে প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর কিবু ভিকুনার গলায় ৷ তিনি বলেন, " ম্যাচটা মোটেই সহজ হবে না৷ কারণ, দল হিসেবে মহমেডান যথেষ্ট ভালো ৷ বিশেষ করে ওদের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ৷"

আরও পড়ুন : এক গোলে জিততে পারতাম : কিবু

মহমেডানের বিদেশি স্ট্রাইকার আর্থার কোয়েসি-র গোল করার খিদেই চিন্তার কারণ মোহনবাগানের ৷ আর্থার কোয়েসিকে নিয়েই টিম মিটিংয়ে আলোচনা করেছেন শুভ ঘোষ, শেখ সাহিলদের প্রধান শিক্ষক ভিকুনা ৷ প্রতিপক্ষ আক্রমণের ঝড় সামলাতে সবুজ মেরুনের ডিফেন্স কতটা তৈরি তা নিয়েও সংশয় রয়েছে ৷ ভিকুনা বলছেন, " ডিফেন্ডারদের প্রতি তিনি আস্থাশীল ৷ তবে স্ট্রাইকারদের নিয়ে চিন্তা রয়েছে ৷" এই অবস্থায় তাঁর আশা শুভ ঘোষ, শেখ সাহিল, নওরেমের ভালো ফুটবল ৷ সালভো চামারোর মত বিদেশি স্ট্রাইকারকে প্রথম একাদশে না রেখেও তাই তিন পয়েন্টের খোঁজে কিবু ভিকুনা ৷

আরও পড়ুন : ভুল শুধরে জয়ের খোঁজে মোহনবাগান

আজ দলের শক্তি ও দুর্বলতা নিয়ে কথা বলা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ছক সাজানোর ফাঁকে মোহনবাগানের কোচ বারবার কলকাতা লিগের পট পরিবর্তনের কথা বলেছেন ৷ বাগানের স্প্যানিশ চাণক্যের মতে, সবচেয়ে বেশি অনিশ্চয়তা থাকে কলকাতা লিগে ৷ " আমরা চার গোলে জেতার পরের ম্যাচে হেরে গিয়েছিলাম ৷ মনে হয়েছিল, আমাদের খেতাব জয়ের সম্ভাবনা শেষ ৷ কিন্তু তারপরেও পয়েন্ট টেবিলে প্রচুর ওঠানামা হয়েছে ৷ ফলে আমাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি ৷ " নতুনভাবে ঘুরে দাঁড়ানোর শপথ কিবু ভিকুনার গলায় ৷ যা বাগানের অদৃশ্য রিংটোনও বটে ৷

Intro:মোহনবাগান কি কলকাতা লিগ জয়ের দৌড়ে রয়েছে। এই প্রশ্নে কিবু ভিকুনা বলছেন পয়েন্ট টেবিলের দিকে তাকালে বলতেই হয় পিয়ারলেস সুবিধা জনক জায়গায় রয়েছে। আবার প্রতিনিয়ত রদবদল হয়ে চলা লিগের দিকে তাকালে মোহনবাগানের সম্মাভনা নিয়ে আশাবাদী তিনি। কোনও সন্দেহ নেই চলতি কলকাতা লিগে খেতাবি যুদ্ধের উত্থান পতন সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। তাই লক্ষীবারের মিনি ডার্বিতে মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ খেতাবি লড়াইয়ের অন্য মোচড় দেবে বলা হচ্ছে।
বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে ঘণ্টা দেড়েক এর অনুশীলনে মহমেডান ম্যাচের প্রস্তুতি সারল মোহনবাগান। রেনবো এসি ম্যাচের একাদশই দীপেন্দুর দলের বিরুদ্ধে নামানোর ইঙ্গিত সবুজ মেরুন অনুশীলনে। প্রতিপক্ষ সম্বন্ধে সমীহর সুর কিবু ভিকুনার গলায়। "ম্যাচটা মোটেই সহজ হবে না। কারন দল হিসেবে মহমেডান যথেষ্ট ভালো দল। বিশেষ করে ওদের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা নিজেদের দিনে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে,"বলেছেন সবুজ মেরুন কোচ। মহমেডানের বিদেশি স্ট্রাইকার আর্থার কোয়েসি র গোল ক্ষুধা মোহনবাগানের চিন্তার কারণ। তাকে নিয়ে টিম মিটিং এ আলোচনা করেছেন শুভ ঘোষ, শেখ সাহিলদের হেডস্যার। প্রতিপক্ষ আক্রমণের ঝড় সামলাতে সবুজ মেরুন ডিফেন্স কতটা তৈরি তা নিয়ে সংশয় রয়েছে। কিবু বলছেন ডিফেন্ডারদের প্রতি তিনি আস্থাশীল। তবে স্ট্রাইকারদের নিয়ে চিন্তায়। এই অবস্থায় তার আশার আলো শুভ ঘোষ, শেখ সাহিল, নওরেমের ভালো ফুটবল। সালভো চামারোর মত বিদেশি স্ট্রাইকার কে প্রথম একাদশে না রেখেও তাই তিন পয়েন্টের খোঁজে কিবু ভিকুনা।
দলের শক্তি দূর্বলতা নিয়ে কথা বলা ও প্রতিপক্ষের বিরুদ্ধে ছক সাজানোর ফাকে কিবু ভিকুনা বারবার কলকাতা লিগের পট পরিবর্তনের কথা বলেছেন। মোহনবাগানের স্প্যানিশ চাণক্যের মতে কলকাতা লিগ সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল। "আমরা চার গোলে জেতার পরের ম্যাচে হেরে গিয়েছিলাম। মনে হয়েছিল আমাদের খেতাব জয়ের সম্ভাবনা শেষ।কিন্তু তারপরেও পয়েন্ট টেবিলে প্রচুর ওঠা নামা হয়েছে। যার ফলে আমাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি," নতুন ভাবে ঘুরে দাড়ানোর শপথ কিবু ভিকুনার গলায়। যা মোহনবাগানের অদৃশ্য রিংটোনও বটে।



Body:প্রিভিউ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.