কলকাতা, 1 অগাস্ট : লগ্নিকারীর সঙ্গে প্রত্যাশিত বৈঠকের সম্ভাবনা জোরালো হয়েছে । প্রাক্তন সচিব আইনজীবী পার্থ সেনগুপ্তের উদ্যোগে চুক্তি জট খোলার পরিস্থিতি তৈরি হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব গত তিন-চার মাস ধরে এই দ্বিপাক্ষিক বৈঠকের কথাই বলে আসছিল । যার বাস্তবায়ন দ্রুত হতে চলছে । এর ফলে চুক্তি স্বাক্ষরের জটিলতা কাটবে বলেই মনে করা হচ্ছে । একথা জানিয়ে ক্লাবের 102তম প্রতিষ্ঠা দিবসে সদস্য সমর্থকদের মন ভাল করে দিলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার ।
শনিবার প্রাক্তন সচিব তথা আইনজীবী পার্থ সেনগুপ্তের সঙ্গে প্রায় দুই ঘণ্টা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করে ক্লাব কর্তারা । আইনজীবী প্রাক্তন সচিব চুক্তি জটে কোথায় সমস্যা, কিভাবে সমস্যা কাটতে পারে তার রূপরেখা তৈরি করে দিয়েছেন । শুধু তাই নয়, লগ্নিকারীদের চুক্তির শর্তে নরম হতে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন । বিশেষ করে ক্লাবে সদস্য সমর্থকদের প্রবেশাধিকার, ক্লাবের স্বার্থ রক্ষা, ক্লাব প্রাঙ্গণ এবং লোগো ব্যবহারে আবিশ্যিক অনুমতিতে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন পার্থবাবু । এতেই চুক্তি জট খোলার জোরালো সম্ভাবনার কথা এখন ইস্টবেঙ্গলের কর্তাদের মুখে ।
আরও পড়ুন: East Bengal : কোভিড পরিস্থিতিতে ভার্চুয়ালেও হচ্ছে না ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস
রবিবার 102তম প্রতিষ্ঠা দিবসে ক্লাবের দোতলার অফিস ঘরের উদ্বোধন করল ইস্টবেঙ্গল । কোভিড পরিস্থিতির কারণে প্রতিষ্ঠা দিবস পালনে রাশ টানা হয়েছিল । তবে সকালে প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি এবং তুষার রক্ষিতের হাত দিয়ে পতাকা উত্তোলন হয় ৷ প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানও হয় । ক্লাব তাঁবু ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়েছিল এদিন ।