ETV Bharat / sports

হকি খেললেও অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্য হত চুনী : গুরুবক্স সিং

author img

By

Published : Apr 30, 2020, 11:11 PM IST

আখতার আলির চোখে "টেনিস খেলোয়াড়" চুনী গোস্বামীর অনেক স্মৃতি । সাউথ ক্লাবে টেনিস কোর্টে একই মুন্সিয়ানায় চুনী গোস্বামী টেনিস খেলতেন বলে জানিয়েছেন তিনি ।

ফুটবল ক্রিকেটই নয়, চুনী হকি খেললেও সফল হত: গুরুবক্স সিং
ফুটবল ক্রিকেটই নয়, চুনী হকি খেললেও সফল হত: গুরুবক্স সিং

কলকাতা, 30 এপ্রিল: "ও ভগবান আর কতজনের মৃত্যুর খবর পাব ।" চুনী গোস্বামীর মৃত্যুর খবরে ঠিক এমনই প্রতিক্রিয়া ছিল অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের । এইমুহূর্তে কলকাতার বাইরে ছেলের বাড়িতে রয়েছেন তিনি । লকডাউনে ঘরবন্দী অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দিন কাটছিল । তার মধ্যেই চুনী গোস্বামীর মৃত্যু সংবাদ । শোকে ভেঙে পড়েছেন প্রাক্তন অলিম্পিয়ান । প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে গুরুবক্স জানালেন, মোহনবাগান মাঠেই তাঁদের দুজনের পরিচয় ।

স্মৃতির ঝাঁপি খুলে বললেন, "চমৎকার চেহারা, মনভোলানো হাসি এবং আপন করে নেওয়ার ক্ষমতা আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছিল । আমরা সেই সময় পদক জয়ী অলিম্পিয়ান । কিন্তু চুনী মাঠে থাকা মানেই সব আকর্ষণ ওর দিকে চলে যাবে। ফুটবল-ক্রিকেট দুটোই খেলত । ফুটবলে ওর দক্ষতা না দেখলে বিশ্বাস করা শক্ত । চুনী মাঠে থাকা মানে গোল হবেই । আমি ওর জন্য মোহনবাগান মাঠে যেতাম ।"

এই বয়সে মৃত্যু সংবাদ বড় ধাক্কা দেয় । চুনী গোস্বামী অসুস্থ শুনেছিলেন । কিন্তু মারা যাবেন ভাবেননি । "একমাস আগে প্রদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন । আর এখন চুনী," আক্ষেপের সুর অলিম্পিয়ান হকি তারকার গলায় । একই সঙ্গে জানালেন, "চুনী ছিলেন "বর্ন স্পোর্টসম্যান" । হকিতে বল রিসিভ করাতে অনেক কিছু ঘটানো সম্ভব । চুনী ছিলেন মাস্টার অফ বল রিসিভিং । ও যদি হকি খেলত তাহলে অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্য হত ।"

অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলেছেন চুনী গোস্বামী । 90 বছর বয়সেও তরতাজা তিনি । বদ্রু বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বয়সে ছোটো কারও মৃত্যু দুঃখজনক । আমাদের পাশে খেলতে খেলতেই চুনী পরিপূর্ণ ফুটবলার হয়ে উঠেছিল ।"মেক্সিকো বিশ্বকাপ দেখতে গিয়ে চুনী গোস্বামীর সঙ্গে কাটানোর কথা বলছিলেন তিনি । লকডাউনের কারণে শেষ বিদায় জানাতে না পারার জন্য আফসোস রয়ে গেল তাঁর ।

আখতার আলির চোখে "টেনিস খেলোয়াড়" চুনী গোস্বামীর অনেক স্মৃতি । মানিক গোস্বামী টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন । টেনিস খেলতেনও । চুনীও আসতেন তাঁর সঙ্গে । সাউথ ক্লাবে টেনিস কোর্টে একই মুন্সিয়ানায় চুনী গোস্বামী টেনিস খেলতেন বলে জানিয়েছেন আখতার আলি ।

কলকাতা, 30 এপ্রিল: "ও ভগবান আর কতজনের মৃত্যুর খবর পাব ।" চুনী গোস্বামীর মৃত্যুর খবরে ঠিক এমনই প্রতিক্রিয়া ছিল অলিম্পিয়ান গুরুবক্স সিংয়ের । এইমুহূর্তে কলকাতার বাইরে ছেলের বাড়িতে রয়েছেন তিনি । লকডাউনে ঘরবন্দী অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দিন কাটছিল । তার মধ্যেই চুনী গোস্বামীর মৃত্যু সংবাদ । শোকে ভেঙে পড়েছেন প্রাক্তন অলিম্পিয়ান । প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে গুরুবক্স জানালেন, মোহনবাগান মাঠেই তাঁদের দুজনের পরিচয় ।

স্মৃতির ঝাঁপি খুলে বললেন, "চমৎকার চেহারা, মনভোলানো হাসি এবং আপন করে নেওয়ার ক্ষমতা আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছিল । আমরা সেই সময় পদক জয়ী অলিম্পিয়ান । কিন্তু চুনী মাঠে থাকা মানেই সব আকর্ষণ ওর দিকে চলে যাবে। ফুটবল-ক্রিকেট দুটোই খেলত । ফুটবলে ওর দক্ষতা না দেখলে বিশ্বাস করা শক্ত । চুনী মাঠে থাকা মানে গোল হবেই । আমি ওর জন্য মোহনবাগান মাঠে যেতাম ।"

এই বয়সে মৃত্যু সংবাদ বড় ধাক্কা দেয় । চুনী গোস্বামী অসুস্থ শুনেছিলেন । কিন্তু মারা যাবেন ভাবেননি । "একমাস আগে প্রদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন । আর এখন চুনী," আক্ষেপের সুর অলিম্পিয়ান হকি তারকার গলায় । একই সঙ্গে জানালেন, "চুনী ছিলেন "বর্ন স্পোর্টসম্যান" । হকিতে বল রিসিভ করাতে অনেক কিছু ঘটানো সম্ভব । চুনী ছিলেন মাস্টার অফ বল রিসিভিং । ও যদি হকি খেলত তাহলে অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্য হত ।"

অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলেছেন চুনী গোস্বামী । 90 বছর বয়সেও তরতাজা তিনি । বদ্রু বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বয়সে ছোটো কারও মৃত্যু দুঃখজনক । আমাদের পাশে খেলতে খেলতেই চুনী পরিপূর্ণ ফুটবলার হয়ে উঠেছিল ।"মেক্সিকো বিশ্বকাপ দেখতে গিয়ে চুনী গোস্বামীর সঙ্গে কাটানোর কথা বলছিলেন তিনি । লকডাউনের কারণে শেষ বিদায় জানাতে না পারার জন্য আফসোস রয়ে গেল তাঁর ।

আখতার আলির চোখে "টেনিস খেলোয়াড়" চুনী গোস্বামীর অনেক স্মৃতি । মানিক গোস্বামী টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন । টেনিস খেলতেনও । চুনীও আসতেন তাঁর সঙ্গে । সাউথ ক্লাবে টেনিস কোর্টে একই মুন্সিয়ানায় চুনী গোস্বামী টেনিস খেলতেন বলে জানিয়েছেন আখতার আলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.