ETV Bharat / sports

কোচের নির্দেশে ছুটি মিলল না, অনুশীলনে বোরহা ও কোলাডো - koko

সপ্তাহান্তে দলের বাকি ফুটবলারদের ছুটি থাকলেও ছুটি মেলেনি বোরহা ফার্নান্ডেজ় ও জেমস কোলাডোর । কোচ আলেয়ান্দ্রো এই দুই বিদেশি ফুটবলারকে রেহাই দেননি ।

বোরহা ও কোলাডো
author img

By

Published : Jul 21, 2019, 11:16 PM IST

কলকাতা, 21 জুলাই : পুরো দলের ছুটি । তবে ছুটি মেলেনি বোরহা ফার্নান্ডেজ় ও জেমস কোলাডোর । মঙ্গলবার গভীর রাতে কিংবা বুধবার সকালে কলকাতায় পা দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । স্পেনে পরিবারের সঙ্গে থাকলেও লাল হলুদ ফুটবলারদের ওপর কড়া নজর ছিস তাঁর ।

ডেপুটি কোকো এবং বাস্তব রায় দল নিয়ে অনুশীলন করাচ্ছেন । রোজকার প্র্যাকটিসের খুটিনাটি ভিডিয়ো দেখছেন আলেয়ান্দ্রো । সেই মতো প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন । বোরহা অনুশীলনে যোগ দেওয়া থেকে কোলাডোর অনুশীলনের বিষয়ে শুনছেন কোকো এবং নোদারের কাছ থেকে । সেই রিপোর্ট পেয়েই সপ্তাহান্তে দলের বাকি ফুটবলারদের ছুটি দিলেও আলেয়ান্দ্রো এই দুই বিদেশি ফুটবলারকে রেহাই দেননি ।

আজ ফিজ়িও কার্লোস নোদার এই দুই ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন করান । জিমে ট্রেনিং করেন বোরহা ও কোলাডো । আগামীকাল শহরে আসছেন কাসিম । কার্যত পুরো দল নিয়েই আলেয়ান্দ্রো প্র্যাকটিসে নামবেন । সব ঠিক থাকলে 31 জুলাই কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল । তার আগে দলকে দ্রুত তৈরি করে নিতে চাইছেন আলয়ান্দ্রো । যার সলতে পাকানো ইতিমধ্যেই শুরু করেছেন ডেপুটি কোকো ।

কলকাতা, 21 জুলাই : পুরো দলের ছুটি । তবে ছুটি মেলেনি বোরহা ফার্নান্ডেজ় ও জেমস কোলাডোর । মঙ্গলবার গভীর রাতে কিংবা বুধবার সকালে কলকাতায় পা দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । স্পেনে পরিবারের সঙ্গে থাকলেও লাল হলুদ ফুটবলারদের ওপর কড়া নজর ছিস তাঁর ।

ডেপুটি কোকো এবং বাস্তব রায় দল নিয়ে অনুশীলন করাচ্ছেন । রোজকার প্র্যাকটিসের খুটিনাটি ভিডিয়ো দেখছেন আলেয়ান্দ্রো । সেই মতো প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন । বোরহা অনুশীলনে যোগ দেওয়া থেকে কোলাডোর অনুশীলনের বিষয়ে শুনছেন কোকো এবং নোদারের কাছ থেকে । সেই রিপোর্ট পেয়েই সপ্তাহান্তে দলের বাকি ফুটবলারদের ছুটি দিলেও আলেয়ান্দ্রো এই দুই বিদেশি ফুটবলারকে রেহাই দেননি ।

আজ ফিজ়িও কার্লোস নোদার এই দুই ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন করান । জিমে ট্রেনিং করেন বোরহা ও কোলাডো । আগামীকাল শহরে আসছেন কাসিম । কার্যত পুরো দল নিয়েই আলেয়ান্দ্রো প্র্যাকটিসে নামবেন । সব ঠিক থাকলে 31 জুলাই কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল । তার আগে দলকে দ্রুত তৈরি করে নিতে চাইছেন আলয়ান্দ্রো । যার সলতে পাকানো ইতিমধ্যেই শুরু করেছেন ডেপুটি কোকো ।

Intro:EbBody:PracticeConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.