পানাজি, 1 ডিসেম্বর : আগের ম্যাচে ইস্টবেঙ্গলকে 3 গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছিলেন রয় কৃষ্ণা-মনবীর সিংরা ৷ তারপরের ম্যাচেই উলটপুরাণ ৷ মুম্বইয়ের কাছে 5 গোল খেয়ে মাঠ ছাড়ল গঙ্গাপাড়ের ক্লাব ৷ বদলার ম্যাচে মোহনবাগানকে অন্ধকারে ঠেলে দিলেন ডিফেন্ডাররা ।
প্রথম দু'ম্যাচের দাপট তৃতীয় ম্যাচে ভোজবাজির মতো উধাও ৷ আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল গতবারের রানার্সরা । 5-1ব্যবধানে লজ্জার হার । আইএসএলে এর আগে এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েননি বাগানের স্পেনীয় কোচ । ম্যাচ শুরুর চার মিনিটের মাথাতেই বিপিন সিংয়ের পাস থেকে গোল করেন বিক্রমপ্রতাপ সিংয়ের । তারপরেই সবুজ মেরুন আক্রমণের দুই স্তম্ভ রয় কৃষ্ণা এবং হুগো বুমোসকে জোনাল মার্কিংয়ে কার্যত বোতলবন্দী করে ফেলে মুম্বই ।
-
A dominant performance from @MumbaiCityFC guarantees all 3 points, as they cruise past rivals @atkmohunbaganfc 💥🙌#ATKMBMCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/vzdXrS73p8
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A dominant performance from @MumbaiCityFC guarantees all 3 points, as they cruise past rivals @atkmohunbaganfc 💥🙌#ATKMBMCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/vzdXrS73p8
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2021A dominant performance from @MumbaiCityFC guarantees all 3 points, as they cruise past rivals @atkmohunbaganfc 💥🙌#ATKMBMCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/vzdXrS73p8
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2021
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ব্যর্থতা সামলে নিখুঁত পারফরম্যান্সে ম্যাচ শেষ করে মুম্বই ৷ যদিও রেফারি শ্রীকৃষ্ণের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে । 25 মিনিটে বিপিন সিংয়ের বাড়ানো পাসটি ম্যাচের সেরা বিক্রমপ্রতাপ জালে পাঠান হাত দিয়ে । এছাড়াও 46 মিনিটে দীপক টাঙরিকে রেড কার্ড দেখানো নিয়ে প্রশ্ন উঠছে ।
আরও পড়ুন : Srinjay Basu Resign: মোহনবাগানের সচিবের পদ থেকে ইস্তফা সৃঞ্জয় বসুর
বিরতির আগেই তিন গোলে পিছিয়ে পড়েছিল হাবাসের ছেলেরা ৷ বিরতির পরেও সেই দাপট বজায় রাখে মুম্বই ৷ দ্বিতীয়ার্ধ শুরুর একমিনিটের মধ্যেই সেটপিস থেকে মোর্তাজা ফলের গোল । ইগর অ্যাঙ্গোলুর সেটপিসে মাথা ছুঁইয়ে হেলায় গোল করে যান মুম্বই অধিনায়ক । দলের হয়ে পাঁচ নম্বর গোল বিপিন সিংয়ের । 60 মিনিটের মাথায় মুম্বই ডিফেন্ডারের মিস পাস ধরে ব্যবধান কমান বাগানের ফিজিয়ান স্ট্রাইকার ।