ETV Bharat / sports

সাইরাসের দর্শনীয় গোলে বাগানের জয়

author img

By

Published : Jan 9, 2020, 8:00 PM IST

ইন্ডিয়ান অ্যারোজ়কে হারিয়ে আই লিগের শীর্ষ স্থান ধরে রাখল মোহনবাগান ৷ বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে ফেডারেশনের দল অ্যারোজ়কে 1-0 ব্যবধানে হারাল কিবু ভিকুনার মোহনবাগান ৷ জয়ের নায়ক ড্যানিয়েল সাইরাস

image
মোহনবাগান

কল্যাণী, 9 জানুয়ারি : ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে 75টি ম্যাচ খেলেছেন । তাঁর লম্বা পায়ের পায়ের জোরালো ট্যাকেলের সামনে আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ স্ট্রাইকাররা শান্ত । তা সত্ত্বেও বলতে হয় ড্যানিয়াল সাইরাসের খেলায় ডিফেন্ডার সুলভ খেলার লক্ষণ নেই । কিন্তু সেই সাইরাসই আজ মোহনবাগানের হিরো ৷ তাঁর গোলেই অ্যারোজ়কে হারিয়ে আই লিগের শীর্ষে মোহনবাগান ৷

ক্লাব ফুটবলে মোহনবাগানের জার্সিতে খেলছেন সাইরাস । কিন্তু এখনও পর্যন্ত কোচ কিবুকে নির্ভরতা দিতে পারেননি ৷ অথচ ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে তিনিই নায়ক । ম্যাচের 18 মিনিটে নওরেমের পায়ে লেগে আলগা বল বক্সের বাইরে মাটিতে পড়ার আগে বাঁ পায়ের ভলিতে জালে পাঠান সাইরাস । দর্শনীয় এই গোলটি চলতি আই লিগের অন্যতম সেরা বললেও ভুল বলা হবে না । সাইরাসের একমাত্র গোল মোহনবাগানকে টানা জয় এনে দিল । ছয় ম্যাচে 13 পয়েন্ট নিয়ে ফের এক নম্বরে সবুজ মেরুন । কিবু ভিকুনার বাগানের পরবর্তী ম্যাচ 14 জানুয়ারি । প্রতিপক্ষ পাঞ্জাব FC।

image
গোলের পর সাইরাস (সৌজন্য- টুইটার @ILeagueOfficial)

ফেডারেশনের দলটি ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন । আগের ম্যাচের পারফরম্যান্সের নিরিখে তাদের আজকের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ । ফলে মোহনবাগানের সামনে কখনই ভয়ঙ্কর হতে পারেননি ৷ তবে অন্যদিকে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মোহনবাগানের পারফরম্যান্স যদি আশার সূর্য হয় তাহলে কল্যাণী স্টেডিয়ামে উপস্থিত হাজার নয় দর্শক শুধু মাত্র জয়ের আনন্দ নিয়ে ফিরলেন, দল নিয়ে স্বস্তিতে রইলেন না ।

image
বল নিয়ে লড়াই দুই দলের (সৌজন্য- টুইটার @ILeagueOfficial )

মোহনবাগান মাঝমাঠের টাফ ফুটবল সামলে ইন্ডিয়ান অ্যারোজ় প্রথমার্ধে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি । বিরতির পরে চাপ বাড়ালেও তা মোহনবাগানকে হারানোর জন্য যথেষ্ট ছিল না ৷ তবে এই ম্যাচে ফের নজর টানতে ব্যর্থ পাপা বাবা দিওয়াড়া । তাই লা-লিগা খেলা এই স্ট্রাইকারের উপর চাপ কিন্তু বাড়ছে ৷

কল্যাণী, 9 জানুয়ারি : ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে 75টি ম্যাচ খেলেছেন । তাঁর লম্বা পায়ের পায়ের জোরালো ট্যাকেলের সামনে আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ স্ট্রাইকাররা শান্ত । তা সত্ত্বেও বলতে হয় ড্যানিয়াল সাইরাসের খেলায় ডিফেন্ডার সুলভ খেলার লক্ষণ নেই । কিন্তু সেই সাইরাসই আজ মোহনবাগানের হিরো ৷ তাঁর গোলেই অ্যারোজ়কে হারিয়ে আই লিগের শীর্ষে মোহনবাগান ৷

ক্লাব ফুটবলে মোহনবাগানের জার্সিতে খেলছেন সাইরাস । কিন্তু এখনও পর্যন্ত কোচ কিবুকে নির্ভরতা দিতে পারেননি ৷ অথচ ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে তিনিই নায়ক । ম্যাচের 18 মিনিটে নওরেমের পায়ে লেগে আলগা বল বক্সের বাইরে মাটিতে পড়ার আগে বাঁ পায়ের ভলিতে জালে পাঠান সাইরাস । দর্শনীয় এই গোলটি চলতি আই লিগের অন্যতম সেরা বললেও ভুল বলা হবে না । সাইরাসের একমাত্র গোল মোহনবাগানকে টানা জয় এনে দিল । ছয় ম্যাচে 13 পয়েন্ট নিয়ে ফের এক নম্বরে সবুজ মেরুন । কিবু ভিকুনার বাগানের পরবর্তী ম্যাচ 14 জানুয়ারি । প্রতিপক্ষ পাঞ্জাব FC।

image
গোলের পর সাইরাস (সৌজন্য- টুইটার @ILeagueOfficial)

ফেডারেশনের দলটি ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন । আগের ম্যাচের পারফরম্যান্সের নিরিখে তাদের আজকের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ । ফলে মোহনবাগানের সামনে কখনই ভয়ঙ্কর হতে পারেননি ৷ তবে অন্যদিকে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মোহনবাগানের পারফরম্যান্স যদি আশার সূর্য হয় তাহলে কল্যাণী স্টেডিয়ামে উপস্থিত হাজার নয় দর্শক শুধু মাত্র জয়ের আনন্দ নিয়ে ফিরলেন, দল নিয়ে স্বস্তিতে রইলেন না ।

image
বল নিয়ে লড়াই দুই দলের (সৌজন্য- টুইটার @ILeagueOfficial )

মোহনবাগান মাঝমাঠের টাফ ফুটবল সামলে ইন্ডিয়ান অ্যারোজ় প্রথমার্ধে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি । বিরতির পরে চাপ বাড়ালেও তা মোহনবাগানকে হারানোর জন্য যথেষ্ট ছিল না ৷ তবে এই ম্যাচে ফের নজর টানতে ব্যর্থ পাপা বাবা দিওয়াড়া । তাই লা-লিগা খেলা এই স্ট্রাইকারের উপর চাপ কিন্তু বাড়ছে ৷

Intro:ত্রিনিদাদ আন্ড টোবাগোর হয়ে পচাত্তর টি ম্যাচ খেলেছেন।তার লম্বা পায়ের পায়ের জোরালো ট্যাকেলের সামনে আর্ন্তজাতিক ম্যাচে প্রতিপক্ষ ফুটবলাররা শান্ত।তা সত্ত্বেও বলতে হয় ড্যানিয়েল সাইরাসের খেলায় ডিফেন্ডার সুলভ মস্তানি নেই।ক্লাব ফুটবলে মোহনবাগানের জার্সিতে খেলছেন।কিন্তু তিনি দলের নির্ভরতার আরেক নাম তা অতি বড় সবুজ মেরুন সমর্থক বিশ্বাস করেন না।অথচ ইন্ডিয়ান আরোজের বিরুদ্ধে তিনিই নায়ক। ম্যাচের 18মিনিটে নওরেমের পায়ে লেগে আলগা বল বক্সের বাইরে মাটিতে পড়ার আগে বা পায়ের ভলিতে জালে পাঠান সাইরাস।দর্শনীয় এই গোলটি চলতি আই লিগের অন্যতম সেরা।
সাইরাসের একমাত্র গোল মোহনবাগান কে টানা জয় এনে দিল।ছয় ম্যাচে 13পয়েন্ট নিয়ে ফের এক নম্বরে সবুজ মেরুন। কিবু ভিকুনার পরবর্তী ম্যাচ 14জানুয়ারি। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।
ফেডারেশনের দলটি ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন।আগের ম্যাচের পারফরম্যান্স নিরিখে তাদের এদিনের পারফরম্যান্স বিবর্ন।ফলে গতি ও স্কিলের সমীহ জাগাতে পারেনি।
রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মোহনবাগানের পারফরম্যান্স যদি আশার সূর্য হয় তাহলে কল্যানী স্টেডিয়ামে উপস্থিত হাজার নয় দর্শক জয়ের আনন্দ নিয়ে ফিরলেন কিন্তু স্বস্তি নয়।
মোহনবাগান মাঝমাঠের টাফ ফুটবল সামলে ইন্ডিয়ান আরোজ প্রথমার্ধে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি।বিরতির পরে চাপ বাড়ালেও তা মোহনবাগান কে হারানোর মত নয়।
এই ম্যাচে ফের নজর টানতে ব্যর্থ পাপা বাবা দিওয়াড়া। জার্সি নম্বর দেখে তাকে চিনতে হচ্ছে।এই ম্যাচে তিন নম্বর হলুদ কার্ডটি দেখে ফেললেন বেইটিয়া।



Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.