ETV Bharat / sports

কেরালার বিরুদ্ধে গতবারের ব্যর্থতা মাথায় রাখতে নারাজ হাবাস - আন্তেনিও হাবাস

প্রতিপক্ষ দলে রয়েছে আরও এক স্প্যানিশ কোচ । ফলে 20 নভেম্বর ISL-এর উদ্বোধনী ম্যাচ আদতে স্প্যানিশ ফুটবল বুদ্ধির দ্বৈরথ ।

mohunbagan first match preparation in isl
mohunbagan first match preparation in isl
author img

By

Published : Nov 16, 2020, 9:38 PM IST

গোয়া, 16 নভেম্বর : গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া ব্যর্থতার প্রভাব নতুন মরশুমে পড়বে বলে মনে করেন না ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । 20 নভেম্বর ISL-এর বল গড়াচ্ছে । প্রথম দিনই গতবছরের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের । প্রতিযোগিতা শুরুর পাঁচদিন আগে থেকে বিশেষ অনুশীলন শুরু হয়েছে সবুজ-মেরুন শিবিরে ।

হাবাস বলেছেন, "আমরা গতবছর কেরালার বিরুদ্ধে হারলেও চ্যাম্পিয়ন হয়েছিলাম । ফুটবলে আগের ম্যাচের প্রভাব পরের ম্যাচে থাকে না । তা শুধু পরিসংখ্যান হিসেবে থেকে যায় । তাই গত মরশুমে কেরালার বিরুদ্ধে হারের প্রভাব এবছর পড়ার কোনও সুযোগ আছে বলে মনে করি না ৷" একই সঙ্গে তিনি যোগ করেছেন, "ওই ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছিল ।" গতবছরের তুলনায় এবছর শক্তি বাড়িয়েছে ATK-মোহনবাগান । কার্যত পুরো দল ধরে রাখার পাশাপাশি, তিরি, ব্র্যাড ইনমান,সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু যোগ দিয়েছেন । তা সত্ত্বেও নিজেদের এগিয়ে রাখার কথা বলতে রাজি নন ATK-মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার ।

প্রতিপক্ষ দলে রয়েছে আরও এক স্প্যানিশ কোচ । ফলে 20 নভেম্বর ISL-এর উদ্বোধনী ম্যাচ আদতে স্প্যানিশ ফুটবল বুদ্ধির দ্বৈরথ । সেকথা মাথায় রেখে সতর্কতা হাবাসের গলায়,"কেরালায় এবছর নতুন ভালো কোচ এসেছেন । বেশ কয়েকজন ভালো ফুটবলার যোগ দিয়েছে । তাই কেরালা শক্তিশালী দল । প্রচণ্ড গতিতে দৌড়য় । তাই আমাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে । তবে আমাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই একমাত্র লক্ষ্য ।"

গতবছর মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন কিবু ভিকুনা । আই লিগে তার সাফল্য ISL-এর দলের হেডমাস্টার হওয়ার সুযোগ করে দিয়েছে । তার গতবছরের সবুজ মেরুন জার্সি এবার হাবাসের গায়ে । ফলে 20 নভেম্বরের ম্যাচ সবুজ মেরুনের প্রাক্তন এবং বর্তমানের লড়াই । সেকথা মাথায় রয়েছে হাবাসের । তিনি বলেছেন, "গত মরশুমে ওর সময়টা ভালো কেটেছিল । আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন । আমি ISL চ্যাম্পিয়ন হয়েছিলাম ।"

দল নিয়ে দিনে দুবেলা অনুশীলনে মগ্ন ATK-মোহনবাগানের হেডস্যার । প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলার পরেই ডার্বির চ্যালেঞ্জ সামলাতে হবে । পরপর দুটো কঠিন ম্যাচ । হাবাস বলছেন, "কোরোনা পরিস্থিতির মধ্যে যেধরনের প্রস্তুতি দরকার ছিল তা মানছি । আমার একটাই আশঙ্কা ফুটবলারদের চোট আঘাত । কম অনুশীলন সেই আশঙ্কা বাড়িয়ে দেয় । সরাসরি ম্যাচ খেলতে নামব । তাই আশঙ্কা থাকলেও আমরা তৈরি ।"

গোয়া, 16 নভেম্বর : গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া ব্যর্থতার প্রভাব নতুন মরশুমে পড়বে বলে মনে করেন না ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । 20 নভেম্বর ISL-এর বল গড়াচ্ছে । প্রথম দিনই গতবছরের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের । প্রতিযোগিতা শুরুর পাঁচদিন আগে থেকে বিশেষ অনুশীলন শুরু হয়েছে সবুজ-মেরুন শিবিরে ।

হাবাস বলেছেন, "আমরা গতবছর কেরালার বিরুদ্ধে হারলেও চ্যাম্পিয়ন হয়েছিলাম । ফুটবলে আগের ম্যাচের প্রভাব পরের ম্যাচে থাকে না । তা শুধু পরিসংখ্যান হিসেবে থেকে যায় । তাই গত মরশুমে কেরালার বিরুদ্ধে হারের প্রভাব এবছর পড়ার কোনও সুযোগ আছে বলে মনে করি না ৷" একই সঙ্গে তিনি যোগ করেছেন, "ওই ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছিল ।" গতবছরের তুলনায় এবছর শক্তি বাড়িয়েছে ATK-মোহনবাগান । কার্যত পুরো দল ধরে রাখার পাশাপাশি, তিরি, ব্র্যাড ইনমান,সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু যোগ দিয়েছেন । তা সত্ত্বেও নিজেদের এগিয়ে রাখার কথা বলতে রাজি নন ATK-মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার ।

প্রতিপক্ষ দলে রয়েছে আরও এক স্প্যানিশ কোচ । ফলে 20 নভেম্বর ISL-এর উদ্বোধনী ম্যাচ আদতে স্প্যানিশ ফুটবল বুদ্ধির দ্বৈরথ । সেকথা মাথায় রেখে সতর্কতা হাবাসের গলায়,"কেরালায় এবছর নতুন ভালো কোচ এসেছেন । বেশ কয়েকজন ভালো ফুটবলার যোগ দিয়েছে । তাই কেরালা শক্তিশালী দল । প্রচণ্ড গতিতে দৌড়য় । তাই আমাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে । তবে আমাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই একমাত্র লক্ষ্য ।"

গতবছর মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন কিবু ভিকুনা । আই লিগে তার সাফল্য ISL-এর দলের হেডমাস্টার হওয়ার সুযোগ করে দিয়েছে । তার গতবছরের সবুজ মেরুন জার্সি এবার হাবাসের গায়ে । ফলে 20 নভেম্বরের ম্যাচ সবুজ মেরুনের প্রাক্তন এবং বর্তমানের লড়াই । সেকথা মাথায় রয়েছে হাবাসের । তিনি বলেছেন, "গত মরশুমে ওর সময়টা ভালো কেটেছিল । আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন । আমি ISL চ্যাম্পিয়ন হয়েছিলাম ।"

দল নিয়ে দিনে দুবেলা অনুশীলনে মগ্ন ATK-মোহনবাগানের হেডস্যার । প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলার পরেই ডার্বির চ্যালেঞ্জ সামলাতে হবে । পরপর দুটো কঠিন ম্যাচ । হাবাস বলছেন, "কোরোনা পরিস্থিতির মধ্যে যেধরনের প্রস্তুতি দরকার ছিল তা মানছি । আমার একটাই আশঙ্কা ফুটবলারদের চোট আঘাত । কম অনুশীলন সেই আশঙ্কা বাড়িয়ে দেয় । সরাসরি ম্যাচ খেলতে নামব । তাই আশঙ্কা থাকলেও আমরা তৈরি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.