ETV Bharat / sports

ট্রাও FC-র বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শপথ মোহনবাগানের - ট্রাও এফসি-র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান

মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই । কাল ট্রাও FC-র বিরুদ্ধে ম্যাচে ছোটো ভুলে বড় ক্ষতি হলে গো ব্যাক ধ্বনি গর্জনে পরিণত হবে । বেশ বুঝতে পারছেন কোচ কিবু ভিকুনা । চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগানকে কাবু করে দিয়েছে । কিন্তু, সবুজ মেরুন কোচ কিবু ভিকুনার দাবি, বুধবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে চার্চিল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন তাঁরা ।

Mohunbagan determined to win
ঘুরে দাঁড়ানোর শপথ মোহনবাগানের
author img

By

Published : Dec 10, 2019, 10:22 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই । কাল ট্রাও FC-র বিরুদ্ধে ম্যাচে ছোটো ভুলে বড় ক্ষতি হলে গো ব্যাক ধ্বনি গর্জনে পরিণত হবে । বেশ বুঝতে পারছেন কোচ কিবু ভিকুনা । চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগানকে কাবু করে দিয়েছে ।

বুধবার কল্যাণী স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে নামছে ট্রাও FC । আই লিগের গত দুই ম্যাচে জয় অধরা সবুজ মেরুনের । তারপরই 'গো ব্যাক' স্লোগান উঠেছিল কোচ কিবু ভিকুনার বিরুদ্ধে । স্বাভাবিকভাবেই আগামীকাল ট্রাও FC-র বিরুদ্ধে জয় না হলে সেই স্লোগান যে গর্জনে পরিণত হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই । কিন্তু, সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা বলছেন, বুধবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে চার্চিল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন তাঁরা ।

আক্রমণ ও রক্ষণের ত্রুটি শুধু নয়, ট্রাও ম্যাচে নামার আগে গোলরক্ষক সমস্যায় মোহনবাগান । এর আগে চার গোল হজম করেছেন দেবজিৎ মজুমদার । ফলে বুধবারের ম্যাচে তাঁকে পরিবর্তনের পরিকল্পনা থাকলেও তা রূপায়নে একমাত্র বিকল্প শংকর রায় । কারণ, বিয়ের জন্য শিলটন পাল প্র্যাকটিসে নেই । এই অবস্থায় কিবু ভিকুনা বলছেন, দল ঘুরে দাঁড়াবে । এবং সেটা কালকের ম্যাচ থেকে । যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে জয়ের শপথ মোহনবাগানের ।

কলকাতা, 10 ডিসেম্বর : মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই । কাল ট্রাও FC-র বিরুদ্ধে ম্যাচে ছোটো ভুলে বড় ক্ষতি হলে গো ব্যাক ধ্বনি গর্জনে পরিণত হবে । বেশ বুঝতে পারছেন কোচ কিবু ভিকুনা । চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগানকে কাবু করে দিয়েছে ।

বুধবার কল্যাণী স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে নামছে ট্রাও FC । আই লিগের গত দুই ম্যাচে জয় অধরা সবুজ মেরুনের । তারপরই 'গো ব্যাক' স্লোগান উঠেছিল কোচ কিবু ভিকুনার বিরুদ্ধে । স্বাভাবিকভাবেই আগামীকাল ট্রাও FC-র বিরুদ্ধে জয় না হলে সেই স্লোগান যে গর্জনে পরিণত হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই । কিন্তু, সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা বলছেন, বুধবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে চার্চিল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন তাঁরা ।

আক্রমণ ও রক্ষণের ত্রুটি শুধু নয়, ট্রাও ম্যাচে নামার আগে গোলরক্ষক সমস্যায় মোহনবাগান । এর আগে চার গোল হজম করেছেন দেবজিৎ মজুমদার । ফলে বুধবারের ম্যাচে তাঁকে পরিবর্তনের পরিকল্পনা থাকলেও তা রূপায়নে একমাত্র বিকল্প শংকর রায় । কারণ, বিয়ের জন্য শিলটন পাল প্র্যাকটিসে নেই । এই অবস্থায় কিবু ভিকুনা বলছেন, দল ঘুরে দাঁড়াবে । এবং সেটা কালকের ম্যাচ থেকে । যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে জয়ের শপথ মোহনবাগানের ।

Intro:চার্চিল ম্যাচের ধাক্কায় কাবু মোহনবাগান। বুধবার কল্যানী স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ ট্রাও এফসি। আই লিগে দুই ম্যাচে সবুজ মেরুন এর জয় নেই। ফলে গেল গেল রব উঠেছে।কিন্তু কিবু ভিকুনা বলছেন চার্চিল ম্যাচের ভুল শুধরে তারা ঘুরে দাড়াবেন।এবং সেটা বুধ সন্ধ্যায় কল্যানী স্টেডিয়ামে।আক্রমন ও রক্ষনের ত্রুটি শুধু নয়, ট্রাও ম্যাচে নামার আগে গোলরক্ষক সমস্যায় মোহনবাগান।চার গোল হজম করেছেন দেবজিৎ মজুমদার। ফলে বুধবারের ম্যাচে তার পরিবর্তনের পরিকল্পনা থাকলেও তা রূপায়নে একমাত্র বিকল্প শঙ্কর রায়। কারন বিয়ের কারনে শিলটন পাল প্র্যাকটিসে নেই।তবে যাবতীয় প্রতিকুলতা সরিয়ে জয়ে ফেরার শপথ মোহনবাগানের।


Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.