ETV Bharat / sports

"বাবার নৈপুণ্যে আস্থা রাখছি", জানালেন কিবু ভিকুনা - Kashmir

প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সারলেও সবুজ মেরুন চাণক্যের অন্যতম মাথাব্যথা উপত্যকার ঠান্ডা । যা সামলে ভালো ফুটবল বড় অন্তরায় হওয়ার সম্ভাবনা বেশি ।

কিবু ভিকুনা
কিবু ভিকুনা
author img

By

Published : Jan 1, 2020, 10:59 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : আগামীকাল সকালে কাশ্মীর রওনা হচ্ছে মোহনবাগান । পাঁচ তারিখ আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ডেভিড রবার্টসনের দলের বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন । কাশ্মীর উপত্যকার ক্লাব দলটি চলতি আই লিগে কড়া মেজাজের ফুটবলের জন্যে বিপক্ষের ঘুম কেড়েছে । রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটিকে কঠিনতম লড়াই বলেই মনে করছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সারলেও সবুজ মেরুন চাণক্যের অন্যতম মাথা-ব্যথা উপত্যকার ঠান্ডা । ঠান্ডা সামলে ভালো ফুটবল বড় অন্তরায় হওয়ার সম্ভাবনা বেশি ।

বড়দিনের ছুটির পরে মোহনবাগান দল প্রথম ম্যাচ খেলতে নামছে । মাঝে দল গোছানোর সময় পেয়েছেন কোচ । তেমনই সালভো চামারোর বদলে সেনেগালের পাপা বাবা দিওয়ারা ও চোট পেয়ে ছিটকে যাওয়া কলিনাসের বদলে কাজখস্তানের কমরন তুর্সোভকে নেওয়া হয়েছে । সেনেগালের স্ট্রাইকার প্র্যাকটিসে প্রথম দিন থেকে নজর কাড়া । জোরালো শট, চকিতে টার্নিং এবং পাস বাড়ানোর ক্ষমতায় খুশি বাগানের স্প্যানিশ হেড স্যার । পাশাপাশি লা লিগার প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা ও সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার দক্ষতায় আস্থা না রেখে উপায় নেই । কিবু ভিকুনাও ব্য়তিক্রম নন । কাশ্মীরগামী সবুজ মেরুন দলে তিনি রয়েছেন । আশা করা হচ্ছে, গোল করার লোকের অভাব সেনেগালের স্ট্রাইকারের বুটে মিটবে ।

পুরো সময় খেলার মতো জায়গায় বাবা দিওয়ারা রয়েছেন কি না, তা নিয়ে মুখ খোলেননি সবুজ মেরুন কোচ । তবে, নবাগত স্ট্রাইকার যে একমাত্র ভরসা তা গোপন করছেন না । চোট পেয়ে কলিনাসের ছিটকে যাওয়া দলের কাছে বড় ধাক্কা, সে বিষয়ে আক্ষেপ এখনও কিবু ভিকুনার মুখে । তার বদলে আসা কমরন তুর্সোভকে প্রথম দিনে ভালো লাগলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে বলে ধারণা ।

জানুয়ারি মাসে ব্যস্ত ক্রীড়াসূচি ও লম্বা যাত্রা পথের ঝক্কি সামলাতে হবে । এই মাসের ভালো পারফরমেন্স খেতাবের লড়াইয়ের রূপরেখা আঁকবে । কিবু ভিকুনা বলছেন, এই সমস্যা বা চ্যালেঞ্জ প্রতিটি দলের জন্য প্রযোজ্য । মাথা ঘামাচ্ছেন না । তবে, পাওয়া না পাওয়ার চ্যালেঞ্জ সরিয়ে মোহনবাগান যে কাশ্মীরের রিয়াল টেস্ট নিতে তৈরি তা বারবার জানিয়ে দিয়েছেন ভিকুনা ।

কলকাতা, 1 জানুয়ারি : আগামীকাল সকালে কাশ্মীর রওনা হচ্ছে মোহনবাগান । পাঁচ তারিখ আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ডেভিড রবার্টসনের দলের বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন । কাশ্মীর উপত্যকার ক্লাব দলটি চলতি আই লিগে কড়া মেজাজের ফুটবলের জন্যে বিপক্ষের ঘুম কেড়েছে । রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটিকে কঠিনতম লড়াই বলেই মনে করছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সারলেও সবুজ মেরুন চাণক্যের অন্যতম মাথা-ব্যথা উপত্যকার ঠান্ডা । ঠান্ডা সামলে ভালো ফুটবল বড় অন্তরায় হওয়ার সম্ভাবনা বেশি ।

বড়দিনের ছুটির পরে মোহনবাগান দল প্রথম ম্যাচ খেলতে নামছে । মাঝে দল গোছানোর সময় পেয়েছেন কোচ । তেমনই সালভো চামারোর বদলে সেনেগালের পাপা বাবা দিওয়ারা ও চোট পেয়ে ছিটকে যাওয়া কলিনাসের বদলে কাজখস্তানের কমরন তুর্সোভকে নেওয়া হয়েছে । সেনেগালের স্ট্রাইকার প্র্যাকটিসে প্রথম দিন থেকে নজর কাড়া । জোরালো শট, চকিতে টার্নিং এবং পাস বাড়ানোর ক্ষমতায় খুশি বাগানের স্প্যানিশ হেড স্যার । পাশাপাশি লা লিগার প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা ও সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার দক্ষতায় আস্থা না রেখে উপায় নেই । কিবু ভিকুনাও ব্য়তিক্রম নন । কাশ্মীরগামী সবুজ মেরুন দলে তিনি রয়েছেন । আশা করা হচ্ছে, গোল করার লোকের অভাব সেনেগালের স্ট্রাইকারের বুটে মিটবে ।

পুরো সময় খেলার মতো জায়গায় বাবা দিওয়ারা রয়েছেন কি না, তা নিয়ে মুখ খোলেননি সবুজ মেরুন কোচ । তবে, নবাগত স্ট্রাইকার যে একমাত্র ভরসা তা গোপন করছেন না । চোট পেয়ে কলিনাসের ছিটকে যাওয়া দলের কাছে বড় ধাক্কা, সে বিষয়ে আক্ষেপ এখনও কিবু ভিকুনার মুখে । তার বদলে আসা কমরন তুর্সোভকে প্রথম দিনে ভালো লাগলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে বলে ধারণা ।

জানুয়ারি মাসে ব্যস্ত ক্রীড়াসূচি ও লম্বা যাত্রা পথের ঝক্কি সামলাতে হবে । এই মাসের ভালো পারফরমেন্স খেতাবের লড়াইয়ের রূপরেখা আঁকবে । কিবু ভিকুনা বলছেন, এই সমস্যা বা চ্যালেঞ্জ প্রতিটি দলের জন্য প্রযোজ্য । মাথা ঘামাচ্ছেন না । তবে, পাওয়া না পাওয়ার চ্যালেঞ্জ সরিয়ে মোহনবাগান যে কাশ্মীরের রিয়াল টেস্ট নিতে তৈরি তা বারবার জানিয়ে দিয়েছেন ভিকুনা ।

Intro:বৃহস্পতিবার সকালে কাশ্মীর রওনা হচ্ছে মোহনবাগান।পাচ তারিখ আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ডেভিড রবার্টসনের দলের বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন।কাশ্মীর উপত্যকার ক্লাব দলটি চলতি আই লিগে কড়া মেজাজের ফুটবলের জন্যে বিপক্ষের ঘুম কেড়েছে। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটিকে কঠিন তম লড়াই বলছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা।প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সারলেও সবুজ মেরুন চাণক্যের অন্যতম মাথাব্যথা উপত্যকার ঠান্ডা।যা সামলে ভালো ফুটবল বড় অন্তরায় হওয়ার সম্ভাবনা বেশি।বড়দিনের ছুটির পরে মোহনবাগান দল প্রথম ম্যাচ খেলতে নামছে।মাঝের সময় দল গোছানোর সময় পেয়েছেন।তেমনই সালভো চামারোর বদলে সেনেগালের পাপা বাবা দিওয়াড়া ও চোট পেয়ে ছিটকে যাওমা কলিনাসের বদলে কাজখস্তানের কমরন তুর্সোভকে নেওয়া হয়েছে।সেনেগালের স্ট্রাইকার প্র্যাকটিসে প্রথম দিন থেকে নজর কাড়া।জোড়ালো শট,চকিতে টার্নিং এবং পাস বাড়ানোর ক্ষমতায় খুশি বাগানের স্প্যানিশ হেডস্যার।পাশাপাশি লা লিগার প্রথম সারির ক্লাবে খেলার অভিঞ্জতা ও সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার দক্ষতায় আস্থা না রেখে উপায় নেই।কিবু ভিকুনাও ব্যাতিক্রম নন।তাই কাশ্মীর গামী সবুজ মেরুন দলে তিনি রয়েছেন।আশা করা হচ্ছে গোল করার লোকের অভাব সেনেগালের স্ট্রাইকারের বুটে মিটবে।পুরো সময় খেলার মত জায়গায় বাবা দিওয়াড়া রয়েছেন কি না তা নিয়ে মুখ খোলেননি সবুজ মেরুন কোচ।তবে নবাগত স্ট্রাইকার যে একমাত্র ভরসা গোপন করছেন না।চোট পেয়ে কালিনাসের ছিটকে যাওয়া দলের কাছে বড় ধাক্কা, সেবিষয়ে আক্ষেপ এখনও কিবু ভিকুনার মুখে।তার বদলে আসা কমরন তুর্সোভকে প্রথম দিনে ভালো লাগলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে বলে মনে করেন।
জানুয়ারি মাসে ব্যস্ত ক্রীড়াসূচি ও লম্বা যাত্রা পথের ঝক্কি সামলাতে হবে।এই মাসের ভালো পারফরম্যান্স খেতাবের লড়াইয়ের রূপরেখা আকবে।কিবু ভিকুনা বলছেন এই সমস্যা বা চ্যালেঞ্জ প্রতিটি দলের জন্য প্রযোজ্য।তাই মাথা ঘামাচ্ছেন না।তবে পাওয়া না পাওয়ার চ্যালেঞ্জ সরিয়ে মোহনবাগান যে কাশ্মীরের রিয়াল টেস্ট নিতে তৈরি তা বারবার বলেছেন।


Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.