কলকাতা, 14 মার্চ : সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আই লিগ আপাতত স্থগিত ঘোষণা করতেই ফুটবলারদের সাতদিনের ছুটি দিল মোহনবাগান । আগামীকাল আই লিগের ফিরতি ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে । কিন্তু এই রাজ্যের সরকার 31 মার্চ পর্যন্ত খেলা বন্ধ রাখার নির্দেশ জারি করতেই পরিস্থিতি বদলে যায় । সেক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বুঝতে পেরে ডার্বিসহ আই লিগের বাকি খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন । পেরেন্ট বডির সিদ্ধান্ত সামনে আসতেই মোহনবাগান তাদের ফুটবলারদের সাতদিন ছুটি ঘোষণা করে । তবে ফুটবলারদের বেড়াতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
মিশন আই লিগ সম্পূর্ণ । বাকি চার ম্যাচ উপভোগ করে খেলার কথা ফুটবলারদের বলেছেন কিবু ভিকুনা । সেভাবেই ডার্বির জন্যে দলকে প্রস্তুত করছিলেন । কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাবে যাবতীয় পরিকল্পনায় ইতি পড়েছে । নতুনভাবে সবকিছু সাজাতে হচ্ছে । এই অবস্থায় লিগ টেবিলের পয়েন্ট নিয়ে চিন্তাভাবনা করতে চাইছেন না কিবু ভিকুনা । এমনকী খেলা ফের শুরু হলে দল আর খেলবে না । ওয়াক-ওভার দেওয়া হবে কি না তা ক্লাব কর্তাদের উপর ছাড়তে চান । সচিব সৃঞ্জয় বসু বলছেন, তাঁরা বাকি ম্যাচ ওয়াক-ওভার দিতে পারেন । কিন্তু অর্থসচিব জানিয়েছেন, তাঁরা আই লিগ সুসম্পন্ন করার জন্য যাবতীয় সাহায্য করবেন ।
সাতদিন ছুটি ফুটবলারদের , আই লিগে ওয়াক-ওভার দিতে পারে মোহনবাগান - football
মিশন আই লিগ সম্পূর্ণ । বাকি চার ম্যাচ উপভোগ করে খেলার কথা ফুটবলারদের বলেছেন কিবু ভিকুনা । সেভাবেই ডার্বির জন্যে দলকে প্রস্তুত করছিলেন । কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাবে যাবতীয় পরিকল্পনার ইতি । নতুনভাবে সবকিছু সাজাতে হচ্ছে । এই অবস্থায় লিগ টেবিলের পয়েন্ট নিয়ে চিন্তাভাবনা করতে চাইছেন না কিবু ভিকুনা । এমনকি খেলা ফের শুরু হলে দল আর খেলবে না । ওয়াকওভার দেবে তা ক্লাব কর্তাদের উপর ছাড়তে চান ।
কলকাতা, 14 মার্চ : সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আই লিগ আপাতত স্থগিত ঘোষণা করতেই ফুটবলারদের সাতদিনের ছুটি দিল মোহনবাগান । আগামীকাল আই লিগের ফিরতি ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে । কিন্তু এই রাজ্যের সরকার 31 মার্চ পর্যন্ত খেলা বন্ধ রাখার নির্দেশ জারি করতেই পরিস্থিতি বদলে যায় । সেক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বুঝতে পেরে ডার্বিসহ আই লিগের বাকি খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন । পেরেন্ট বডির সিদ্ধান্ত সামনে আসতেই মোহনবাগান তাদের ফুটবলারদের সাতদিন ছুটি ঘোষণা করে । তবে ফুটবলারদের বেড়াতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
মিশন আই লিগ সম্পূর্ণ । বাকি চার ম্যাচ উপভোগ করে খেলার কথা ফুটবলারদের বলেছেন কিবু ভিকুনা । সেভাবেই ডার্বির জন্যে দলকে প্রস্তুত করছিলেন । কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাবে যাবতীয় পরিকল্পনায় ইতি পড়েছে । নতুনভাবে সবকিছু সাজাতে হচ্ছে । এই অবস্থায় লিগ টেবিলের পয়েন্ট নিয়ে চিন্তাভাবনা করতে চাইছেন না কিবু ভিকুনা । এমনকী খেলা ফের শুরু হলে দল আর খেলবে না । ওয়াক-ওভার দেওয়া হবে কি না তা ক্লাব কর্তাদের উপর ছাড়তে চান । সচিব সৃঞ্জয় বসু বলছেন, তাঁরা বাকি ম্যাচ ওয়াক-ওভার দিতে পারেন । কিন্তু অর্থসচিব জানিয়েছেন, তাঁরা আই লিগ সুসম্পন্ন করার জন্য যাবতীয় সাহায্য করবেন ।