ETV Bharat / sports

রিয়াল কাশ্মীরকে হারিয়ে আই লিগ শীর্ষে মোহনবাগান - Kashmir

রিয়াল কাশ্মীরকে 2-0 গোলে হারিয়ে আই লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল মোহনবাগান ৷ সবুজ-মেরুনের এই জয়ের কারিগর বেইটিয়া ও নওরেম ৷ মিশন কাশ্মীর সফল মোহনবাগানের ৷

শীর্ষে মোহনবাগান
শীর্ষে মোহনবাগান
author img

By

Published : Jan 5, 2020, 6:48 PM IST

শ্রীনগর, 5 জানুয়ারি : মোহনবাগানের মিশন কাশ্মীর সফল । রিয়াল কাশ্মীরকে 2-0 গোলে হারিয়ে আই লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিলেন কিবু ভিকুনা । বেইটিয়া ও নওরেম সবুজ-মেরুন জয়ের কারিগর । ম্যাচের সেরা ফ্রান গঞ্জালেস । পাঁচ ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে পৌঁছে গেল মোহনবাগান ।

হাড় কাঁপানো ঠান্ডা, প্রতিপক্ষের টাফ ফুটবল সামলে শ্রীনগর থেকে ম্যাচ বের করাই ছিল মোহনবাগানের কাছে বড় চ্যালেঞ্জ । রবিবাসরীয় দুপুরের পর বলাই যায়, চলতি আই লিগে বেইটিয়া, ফ্রান গঞ্জালেস সেরা ম্যাচ খেললেন । একইসঙ্গে কিবু ভিকুনার ফুটবল বুদ্ধি প্রশংসনীয় । প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ করে দল সাজিয়েছিলেন । ফলে দেখনদারি ফুটবল না খেলেও প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান । চলতি মরশুমে মোহনবাগানের সেরা বিদেশি জোসেবা বেইটিয়া । তবে ইউটিলিটি ফুটবলার হিসেবে প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করছেন ফ্রান গঞ্জালেস । রক্ষণকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি দলের আক্রমণের সঙ্গে যোগ্য সঙ্গত করে চলেছেন ।

আজ রিয়াল কাশ্মীরের যাবতীয় আক্রমণ নির্বিষ হল ফ্রান গঞ্জালেসের পায়ে । ভালো ফুটবল খেললেন সাইরাস‌ও । সময় যত গড়িয়েছে ততই সবুজ-মেরুন রক্ষণে ক্যারিবিয়ান ডিফেন্ডারের নির্ভরতার ছায়া দীর্ঘায়িত হয়েছে । 71 মিনিটে আশুতোষ মেহতার লম্বা থ্রো থেকে হেড করে বেইটিয়ার জন্যে নামিয়ে দিয়েছিলেন সাইরাস । স্প্যানিশ মিডফিল্ডার জোরালো শটে তা জালে পাঠাতে ভুল করেননি । দু'মিনিট পর মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল নওরেমের । মাত্র দু'মিনিটের ব্যবধানে জোড়া গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় । গুরুত্বপূর্ণ জয় মোহনবাগানকে শীর্ষে তুলে আনল । একই সঙ্গে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলল তারা । কিবু ভিকুনা বলছেন, পরিস্থিতির বিচারে সেরা সাফল্য । তবে, হাল ছাড়ার বদলে শক্ত করে ধরতে হবে । মোহনবাগানের পরবর্তী ম্যাচ 9 জানুয়ারি কল্যাণী স্টেডিয়ামে ।

শ্রীনগর, 5 জানুয়ারি : মোহনবাগানের মিশন কাশ্মীর সফল । রিয়াল কাশ্মীরকে 2-0 গোলে হারিয়ে আই লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিলেন কিবু ভিকুনা । বেইটিয়া ও নওরেম সবুজ-মেরুন জয়ের কারিগর । ম্যাচের সেরা ফ্রান গঞ্জালেস । পাঁচ ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে পৌঁছে গেল মোহনবাগান ।

হাড় কাঁপানো ঠান্ডা, প্রতিপক্ষের টাফ ফুটবল সামলে শ্রীনগর থেকে ম্যাচ বের করাই ছিল মোহনবাগানের কাছে বড় চ্যালেঞ্জ । রবিবাসরীয় দুপুরের পর বলাই যায়, চলতি আই লিগে বেইটিয়া, ফ্রান গঞ্জালেস সেরা ম্যাচ খেললেন । একইসঙ্গে কিবু ভিকুনার ফুটবল বুদ্ধি প্রশংসনীয় । প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ করে দল সাজিয়েছিলেন । ফলে দেখনদারি ফুটবল না খেলেও প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান । চলতি মরশুমে মোহনবাগানের সেরা বিদেশি জোসেবা বেইটিয়া । তবে ইউটিলিটি ফুটবলার হিসেবে প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করছেন ফ্রান গঞ্জালেস । রক্ষণকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি দলের আক্রমণের সঙ্গে যোগ্য সঙ্গত করে চলেছেন ।

আজ রিয়াল কাশ্মীরের যাবতীয় আক্রমণ নির্বিষ হল ফ্রান গঞ্জালেসের পায়ে । ভালো ফুটবল খেললেন সাইরাস‌ও । সময় যত গড়িয়েছে ততই সবুজ-মেরুন রক্ষণে ক্যারিবিয়ান ডিফেন্ডারের নির্ভরতার ছায়া দীর্ঘায়িত হয়েছে । 71 মিনিটে আশুতোষ মেহতার লম্বা থ্রো থেকে হেড করে বেইটিয়ার জন্যে নামিয়ে দিয়েছিলেন সাইরাস । স্প্যানিশ মিডফিল্ডার জোরালো শটে তা জালে পাঠাতে ভুল করেননি । দু'মিনিট পর মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল নওরেমের । মাত্র দু'মিনিটের ব্যবধানে জোড়া গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় । গুরুত্বপূর্ণ জয় মোহনবাগানকে শীর্ষে তুলে আনল । একই সঙ্গে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলল তারা । কিবু ভিকুনা বলছেন, পরিস্থিতির বিচারে সেরা সাফল্য । তবে, হাল ছাড়ার বদলে শক্ত করে ধরতে হবে । মোহনবাগানের পরবর্তী ম্যাচ 9 জানুয়ারি কল্যাণী স্টেডিয়ামে ।

Intro:মোহনবাগানের মিশন কাশ্মীর সফল। রিয়াল কাশ্মীর কে 2-0গোলে হারিয়ে আই লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিলেন কিবু ভিকুনা। বেইটিয়া ও নওরেম সবুজ মেরুন জয়ের কারিগর। ম্যাচের সেরা ফ্রান গঞ্জালেস। পাচ ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে মোহনবাগান।
হাড় কাপানো ঠাণ্ডা, প্রতিপক্ষের টাফ ফুটবল সামলে শ্রীনগর থেকে ম্যাচ বের করাই ছিল মোহনবাগানের বড় চ্যালেঞ্জ।রবিবাসরীয় দুপুরের পরে বলাই যায় চলতি আই লিগে বেইটিয়া, ফ্রান গঞ্জালেস সেরা ম্যাচ খেললেন।একই সঙ্গে কিবু ভিকুনার ফুটবল বুদ্ধির প্রশংসা করতে হবে। প্রতিপক্ষ দলের শক্তি দূর্বলতার চুলচেরা বিশ্লেষণ করে দল সাজিয়েছিলেন। ফলে দেখনদারি ফুটবল নয় কেজো ফুটবলের হাত ধরে প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান।চলতি মরসুমে মোহনবাগানের সেরা বিদেশি জোসেবা বেইটিয়া। তবে ইউটিলিটি ফুটবলার হিসেবে প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করছেন ফ্রান গঞ্জালেস।রক্ষনকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি দলের আক্রমনের সঙ্গে যোগ্য সঙ্গত করে চলেছেন।এদিনও রিয়াল কাশ্মীরের যাবতীয় আক্রমন নির্বিষ হল ফ্রান গঞ্জালেসের পায়ে।ভালো ফুটবল খেললেন সাইরাস‌।সময় যত গড়িয়েছে ততই সবুজ মেরুন রক্ষনে ক্যারিবিয়ান ডিফেন্ডারের নির্ভরতার ছায়া দীর্ঘায়িত হয়েছে।71মিনিটে আশুতোষ মেহতার লম্বা থ্রো থেকে হেড করে বেইটিয়ার জন্যে নামিয়ে দিয়েছিলেন সাইরাস। স্প্যানিশ মিডফিল্ডার জোরালো শটে তা জালে পাঠাতে ভুল করেননি।দুমিনিট পরে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল নওরেমের। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়।গুরুত্বপূর্ণ জয় মোহনবাগান কে শীর্ষে তুলে আনল।একই সঙ্গে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলল তারা। কিবু ভিকুনা বলছেন পরিস্থিতির বিচারে সেরা সাফল্য।তবে হাল ছাড়ার বদলে শক্ত করে ধরতে হবে।মোহনবাগানের পরবর্তী ম্যাচ নয় জানুয়ারি কল্যানী স্টেডিয়ামে।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.