কলকাতা, 12 জুলাই : ISL-কে দেশের এক নম্বর লিগের তকমা দিয়েছিল AIFF । এর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । এরপর আজ BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করলেন দুই প্রধানের কর্তারা । কৈলাসের আশ্বাস, দ্রুত সমস্যার সমাধান করা হবে ।
সোমবার দুই প্রধানের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয় । সেই চিঠি ইতিমধ্যে গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) । সেইমতো কৈলাসকে দুই প্রধানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় । এরপর আজ কলকাতার এক হোটেলে বৈঠক করেন কৈলাস । ইস্টবেঙ্গলের তরফে বৈঠকে ছিলেন সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত , কোয়েসের তরফে ছিলেন সঞ্জিত সেন । অন্যদিকে, মোহনবাগানের তরফে উপস্থিত ছিলেন সহসচিব সৃঞ্জয় বসু ও অর্থসচিব দেবাশিস দত্ত । কৈলাসকে দেশের ফুটবলের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীর বর্ণনা দেন দুই প্রধানের কর্তারা । তাঁদের অভিযোগ, দুই প্রধানের ঐতিহ্যকে ভ্রূক্ষেপ না করে ফ্র্যাঞ্চাইজ়ি ক্লাবগুলিকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে । ISL-র জনপ্রিয়তার গ্রাফ ক্রমাগত নিম্নমুখী হওয়া সত্ত্বেও বাণিজ্যিক চুক্তির অজুহাতে আই লিগ ও দেশের ফুটবলকে কীভাবে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া তা তুলে ধরা হয় । পাশাপাশি, দ্রুত এই জটিলতা কাটানোর আর্জি জানান দুই প্রধানের কর্তারা ।
বৈঠকের পর কৈলাস বলেন, "আমার সঙ্গে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্তারা দেখা করেছেন । তাঁদের সমস্যাগুলি আমি শুনেছি । ISL ও আই লিগের বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে । এই দুই লিগের মধ্যে একটি জটিলতাও তৈরি হয়েছে । দুই ক্লাবের কর্তারা যে সমস্যাগুলি তুলে ধরেছেন সেগুলি নিয়ে আমি প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলব । এই সমস্যা দ্রুত সমাধান করব ।"