কলকাতা, 18 নভেম্বর : মার্কাস জোসেফের গোলে ইতিহাস গড়ল মহমেডান ৷ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সৌরিন দত্তর রেলওয়ে এফসিকে হারিয়ে 40 বছর পর কলকাতা লিগ জিতল সাদা-কালো জার্সিধারীরা ৷ শেষবার 1981 সালে কলকাতা লিগ গিয়েছিল মহমেডান তাঁবুতে ৷ তারপর 41 বছর ধরে কলকাতা ফুটবলে 'থার্ড বয়' হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাদা-কালো শিবিরকে ৷
2019-20 মরশুমে আই লিগের দ্বিতীয় ডিভিসনে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাক প্যান্থাররা ৷ সেই থেকেই স্বপ্ন দেখার শুরু ৷ করোনাকালেও ঢেলে দল সাজিয়েছিলেন ক্লাব-কর্তারা ৷ চলতি বছরেও বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ডের সেমিতে উঠেছিল দুরন্ত ফর্মে থাকা মহমেডান ৷ যদিও এডু বেদিয়ার শেষ মুহূর্তের গোলে এফসি গোয়ার কাছে হেরে ট্রফি জেতার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল শেখ ফৈয়াজ-মার্কাস জোসেফদের ৷
কোচ আন্দ্রে চেরনিশভ বলেছিলেন, লিগ এবং ডুরান্ড কাপের সমান্তরাল দৌড় সামলে জয় পাওয়া কঠিন হয়ে পড়েছিল । মাঝে একমাস খেলা বন্ধ ছিল । সেখান থেকে দলের খেলোয়াড়দের চাঙ্গা করার দায়িত্ব নিয়েছিলেন আন্দ্রে চেরনিশভ, দীপেন্দু বিশ্বাসরা ৷ সবার প্রচেষ্টাতেই চারদশক পর যেন শাপমুক্ত হল কলকাতার অন্যতম প্রধান ক্লাব ৷
আরও পড়ুন : ATK Mohun Bagan : হাবাসের তত্ত্বে এটিকে মোহনবাগানে ফের একাধিক অধিনায়ক
করোনাকাল পার করে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাওয়া কলকাতা ফুটবল লিগ তাদের প্রতিযোগিতাকে নয়া ফর্ম্যাটে সাজিয়েছে। এসসি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান না থাকলেও তাই জৌলুস সেভাবে ধাক্কা খায়নি ।