ETV Bharat / sports

ক্লাব ছাড়তে চান, বার্সা-কে ফ্যাক্স মেসির - বার্সেলোনা ছাড়তে চান মেসি

বার্সেলোনার নতুন ম্যানেজারের সঙ্গে সম্প্রতি দেখা করেন মেসি । গুঞ্জন, এরপরই নাকি দল ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি ।

messi wants to leave barcelona
বার্সেলোনা ছাড়তে চান মেসি
author img

By

Published : Aug 26, 2020, 5:31 AM IST

বার্সেলোনা, 25 অগাস্ট : বার্সেলোনা ছাড়তে চাইছেন লিওনেল মেসি । এই বিষয়ে একেবারে দেরি চাইছেন না তিনি । সূত্রের খবর, ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করে বার্সা কর্তৃপক্ষকে ফ্যাক্সও করেছেন মেসি ।

দীর্ঘ 20 বছরের সম্পর্কে কি ছেদ পড়তে চলেছে । লিওনেল মেসির গায়ে কি লাল-নীল জার্সি আর দেখা যাবে না ? এমনই প্রষশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলের অন্দরে । কারণ মেসি স্বয়ং বার্সা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন । আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে অন্তত তেমনটাই খবর । বার্সেলোনার সঙ্গে মেসির যে চুক্তি হয়েছে তাতে ক্লাব ছেড়ে যাওয়ার জন্য তাঁকে কোন মূল্য দিতে হবে না । যদিও বার্সেলোনার তরফে জানানো হয়েছে, মেসিকে ছেড়ে যেতে হলে 700 মিলিয়ন ইউরো বার্সাকে দিতে হবে । মেসি যে দাবি করেছেন তার সময়সীমা পার হয়ে গেছে বলে বার্সেলোনা জানিয়েছে । এই বিষয়ে মে মাসের মধ্যে মেসির জানানো উচিত ছিল বলে তারা মনে করছে । যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ । কিন্তু চলতি বছরে কোরোনার কারণে কোনওরকম অফিসিয়াল কাজকর্ম সঠিকভাবে হয়নি । এমনকী দর্শকশূন্য মাঠে চ্যাম্পিয়ন্স লিগের আসর বসে । বার্সেলোনার সঙ্গে পরের বছর চুক্তি শেষ হচ্ছে মেসির । তাই আর দেরি করতে চাইছেন না আর্জেন্টিনিয় ফুটবলার । ক্লাবের কাছে মেসি তাঁর এবছরের চুক্তির মেয়াদ মে মাসের পরিবর্তে 31 অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানাতে পারেন বলে সূত্রের খবর ।

মেসির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লস প্যুল । তিনি টুইটে তাঁর সমর্থনের কথা লেখেন । লুই সুয়ারেজও তাঁর সতীর্থের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন । আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, বার্সেলোনার নতুন ম্যানেজার রোনাল্ড কোম্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের পরই মেসি ক্ষিপ্ত হয়ে যান । সংবাদমাধ্যমে দাবি করা হয়, তিনি নাকি মেসিকে বলেন, "তোমার এখানে যাবতীয় সুখ-সুবিধা সব শেষ ।" মেসির ক্লাব ছেড়ে দেওয়ার অনুরোধের বিষয়ে আলোচনার জন্য জরুরি বোর্ড মিটিং ডাকতে পারেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বারতোমিউ । তবে যাই হোক, বার্সার সঙ্গে মেসির 20 বছরের সম্পর্ক এখন টালমাটাল । যা হয়তো সারবে না বলেই মনে করা হচ্ছে । তবে বারতোমিউর উপরেও যথেষ্ট চাপ রয়েছে । বার্সেলোনার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফুটবলার, তাঁর ছেড়ে যাওয়াটা এমন তিক্ত পরিস্থিতিতে হবে তা হয়তো অনেকেই মানতে পারছেন না ।

বার্সেলোনা, 25 অগাস্ট : বার্সেলোনা ছাড়তে চাইছেন লিওনেল মেসি । এই বিষয়ে একেবারে দেরি চাইছেন না তিনি । সূত্রের খবর, ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করে বার্সা কর্তৃপক্ষকে ফ্যাক্সও করেছেন মেসি ।

দীর্ঘ 20 বছরের সম্পর্কে কি ছেদ পড়তে চলেছে । লিওনেল মেসির গায়ে কি লাল-নীল জার্সি আর দেখা যাবে না ? এমনই প্রষশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলের অন্দরে । কারণ মেসি স্বয়ং বার্সা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন । আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে অন্তত তেমনটাই খবর । বার্সেলোনার সঙ্গে মেসির যে চুক্তি হয়েছে তাতে ক্লাব ছেড়ে যাওয়ার জন্য তাঁকে কোন মূল্য দিতে হবে না । যদিও বার্সেলোনার তরফে জানানো হয়েছে, মেসিকে ছেড়ে যেতে হলে 700 মিলিয়ন ইউরো বার্সাকে দিতে হবে । মেসি যে দাবি করেছেন তার সময়সীমা পার হয়ে গেছে বলে বার্সেলোনা জানিয়েছে । এই বিষয়ে মে মাসের মধ্যে মেসির জানানো উচিত ছিল বলে তারা মনে করছে । যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ । কিন্তু চলতি বছরে কোরোনার কারণে কোনওরকম অফিসিয়াল কাজকর্ম সঠিকভাবে হয়নি । এমনকী দর্শকশূন্য মাঠে চ্যাম্পিয়ন্স লিগের আসর বসে । বার্সেলোনার সঙ্গে পরের বছর চুক্তি শেষ হচ্ছে মেসির । তাই আর দেরি করতে চাইছেন না আর্জেন্টিনিয় ফুটবলার । ক্লাবের কাছে মেসি তাঁর এবছরের চুক্তির মেয়াদ মে মাসের পরিবর্তে 31 অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানাতে পারেন বলে সূত্রের খবর ।

মেসির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লস প্যুল । তিনি টুইটে তাঁর সমর্থনের কথা লেখেন । লুই সুয়ারেজও তাঁর সতীর্থের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন । আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, বার্সেলোনার নতুন ম্যানেজার রোনাল্ড কোম্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের পরই মেসি ক্ষিপ্ত হয়ে যান । সংবাদমাধ্যমে দাবি করা হয়, তিনি নাকি মেসিকে বলেন, "তোমার এখানে যাবতীয় সুখ-সুবিধা সব শেষ ।" মেসির ক্লাব ছেড়ে দেওয়ার অনুরোধের বিষয়ে আলোচনার জন্য জরুরি বোর্ড মিটিং ডাকতে পারেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বারতোমিউ । তবে যাই হোক, বার্সার সঙ্গে মেসির 20 বছরের সম্পর্ক এখন টালমাটাল । যা হয়তো সারবে না বলেই মনে করা হচ্ছে । তবে বারতোমিউর উপরেও যথেষ্ট চাপ রয়েছে । বার্সেলোনার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফুটবলার, তাঁর ছেড়ে যাওয়াটা এমন তিক্ত পরিস্থিতিতে হবে তা হয়তো অনেকেই মানতে পারছেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.